মিজানুর রহমান রংপুর
২৮ আগস্ট, ২০২৫, 9:53 AM
গ্রপ পরকিয়া : রংপুরে টক অবদা টাইম
রংপুরে প্রবাসী দুই ভাইয়ের দুই স্ত্রীর পরকিয়ায় জড়িয়ে ধরা খেয়ে এখন টক অবদ্যা রংপুরে রুপ নিয়েছে। কারণ এই দুই বউ খুব পরিকল্পিতভাবে এলাকার দুই বন্ধুর সাথে পরকিয়া শুরু করে। এই দুই বন্ধু একই সাথে ঐ বাড়ীতে এসে দুই বউ এর ঘরে রাত কাঠাতো। দীর্ঘ সময় ধরে চলছিলো এই কাহিনী। ধরা পড়ার পর একন এটি আলোচনার বিষয় হয়ে দাঁড়ায় ।
জানা যায়, ঘটনাটি ঘটেছে গত সোমবার গাইবান্ধার, সুন্দর গন্জ উপজেলার ৭ নং রামজীবন ইউনিয়নের ২ নং ওয়াডের পশ্চিম রামজীবন ভাটিয়া পাড়া গ্রামে।ঐ গ্রামের আপন দু" সহদর ভাই রহিদুল ইসলাম ও শহিদুল ইসলাম দির্ঘদিন থেকে সৌদি আরব প্রবাসী।
দু" ভাই বাড়ীতে দু' স্ত্রী রেখে চলে গেছে, সময়ের ব্যাবধানে দু' জাঁ মিলে প্রতিবেশী দু বন্ধুর সাথে পরকীয়ায় লিপ্ত হয়, দু ' বন্ধু গভীর রাতে এক সাথে এসে চুপিসারে দু' জায়ের শয়ন কক্ষে রাত কাটাতো।
বিষয়টি এলাকাবাসীর সন্দেহ হলে, ঘটনার রাতে এলাকাবাসী তাদের দু' বন্ধুকে দু"জায়ের শয়ন কক্ষ হতে আটক করে গন ধোলাই দিয়ে মাথা ন্যাড়া করে পুলিশে দিয়েছে।
একই সাথে একইরাতে আপন দু' জা আর দু ' বন্ধুর আটক হওয়ার বিষয়টি এলাকায় ব্যাপক আলোড়ন ফেলেছে