ঢাকা ২৯ জানুয়ারি, ২০২৬
সংবাদ শিরোনাম
পরিত্যক্ত ঘর থেকে ব্রাহ্মণবাড়িয়ায় অস্ত্র, ককটেল উদ্ধার করেছে র‍্যাব শিল্পকলায় ইউএপি ড্রামা ক্লাবের ‘পোস্টমর্টেম’ নাটকের মঞ্চায়ন মাইক্রো ক্রেডিটরেগুলেটর অথরিটির কর্মকর্তার স্ত্রীর মরদেহ উদ্ধার স্বতন্ত্র প্রার্থি হিসেবে টিকে গেলেন রাজিব উদ দৌলা চৌধূরী উত্তরাধিকার ও উত্তরণের সন্ধিক্ষণে তারেক রহমান সাংবাদিকদের সংবর্ধনা দিলো নতুনধারা ফাউন্ডেশন ১০ জনকে পুরস্কার বরুড়া ওসির প্রশ্রয়ে চলছে মাটি লুট যৌথবাহিনীর সন্ত্রাসী আটককে “নাটক ” মনে করেন তিনি যাত্রাবাড়ীর এলাকার স্থানীয় বাসিন্দা যশোরে অস্ত্রের মুখে ব্যবসায়ীকে অপহরণ রাজধানী চন্দ্রিমা মডেল টাউনে রাজউকের অনুমোদন বিহীন ব্যাঙেরছাতার মতো ১০ ও ১৫ তলা ভবন গড়ে উঠেছে ডেমরায় ভবন নির্মাণ কাজে বাধা ও প্রাণনাশের হুমকি : থানায় জিডি

কুরআন মজলিস বাংলাদেশ কেন্দ্রীয় নির্বাহী কমিটির সদস্য হলেন

#

নিজস্ব প্রতিবেদক

০৫ সেপ্টেম্বর, ২০২৫,  7:41 PM

news image


দেশের অন্যতম ইসলামী গবেষণা প্রতিষ্ঠান কুরআন মজলিস বাংলাদেশের কেন্দ্রীয় নির্বাহী কমিটির সদস্য হলেন দৈনিক বাংলাদেশের আলো বিশেষ প্রতিনিধি ও সুতরাং সম্পাদক আকাশ মাহমুদ।


গত বৃহস্পতিবার রাত ৯ টায় নয়াপল্টনে প্রতিষ্ঠানটির মজলিস ভবনের কেন্দ্রীয় কার্যালয়ে সংগঠনটির আমীর ইসলামি চিন্তাবিদ হাফেজ মাওলানা মুহাম্মদ এমদাদ উল্লাহর সভাপতিত্বে অনুষ্ঠিত কেন্দ্রীয় নির্বাহী কমিটির সভায় সর্বোসম্মতিক্রমে এ সিন্ধান্ত গৃহীত হয়। 

সভায় মজলিসের মহাসচিব মাওলানা মুহাম্মদ মহিউদ্দিন গাজী, সহ-আমীর মো. আব্দুস সাত্তার, যুগ্ন-মহাসচিব মুহাম্মদ শুকুর আলী কাজী ও হাফেজ মাওলানা আবুল কালাম আজাদ সিরাজী, অর্থ সচিব মুহাম্মদ ওমর আলী ভূঁইয়া, আইন সচিব হাফেজ মাওলানা মুহাম্মদ কামরুল ইসলাম,

উলামা সচিব হাফেজ কারী মো. বিল্লাল হোসেন সরকার ও প্রকৌশলী সচিব মো. এস এম সাদিকুল ইসলামসহ সংগঠনের অনেক কেন্দ্রীয় নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন। সভায় নবনির্বাচিত নির্বাহী কমিটির সদস্য আকাশ মাহমুদ বলেন, ইসলামী শরিআহ অনুযায়ী মানব জীবনকে পরিচালিত করার বিকল্প নেই।

আমি মনে করি, কুরআন মজলিস বাংলাদেশ মানবতার কল্যাণে অনন্য ভূমিকা পালন করে যাচ্ছে। আমি এই মহান প্রতিষ্ঠানটির সাথে সম্পৃক্ত হতে পেরে নিজেকে সৌভাগ্যবান মনে করি। আজ আমার ওপর যে দায়িত্ব অর্পন করা হলো তা যথাযথভাবে পালনে আমি সর্বোচ্চ চেষ্টা করবো, ইনশাআল্লাহ। আমি আপনাদের সকলের সহযোগিতা প্রত্যাশা করি। 

পবিত্র কুরআনকে জানা, এর যাবতীয় বিধান বাস্তবায়নের লক্ষ্যে কুরআন মজলিস বাংলাদেশ ১৯৮৪ সাল থেকে এ পর্যন্ত ৫৫ জেলায় কাজ করে আসছে। সারাদেশে এ প্রতিষ্ঠানটির কার্যক্রম দিন দিন প্রসারিত হচ্ছে। উল্লেখ্য: আকাশ মাহমুদ ঢাকা সাংবাদিক ইউনিয়ন (ডিইউজে) ও ঢাকাস্থ-কিশোরগঞ্জ সাংবাদিক ফোরামের সদস্য এবং সাপ্তাহিক পত্রিকা সম্পাদক পরিষদের কার্যনির্বাহী কমিটির সদস্য হিসেবে দায়িত্ব পালনের পাশাপাশি সাহিত্য-সংস্কৃতি ও সমাজসেবায় একজন নিবেদিতপ্রাণ।

logo

সম্পাদক ও প্রকাশকঃ জাহিদুল ইসলাম