জাকির হোসেন জিকু
২৮ জানুয়ারি, ২০২৬, 4:11 PM
পরিত্যক্ত ঘর থেকে ব্রাহ্মণবাড়িয়ায় অস্ত্র, ককটেল উদ্ধার করেছে র্যাব
ব্রাহ্মণবাড়িয়া জেলা শহরের শিমরাইলকান্দি এলাকায় একটি পরিত্যক্ত টিনশেড ঘর থেকে ওয়ান শুটারগান, কার্তুজ ও ককটেল বোমা উদ্ধার করেছে
র্য্যাপিড অ্যাকশন ব্যাটালিয়ন (র্যাব)। গত মঙ্গলবার দিবাগত রাত ১২টার দিকে র্যাব-৯-এর একটি দল এই অভিযান পরিচালনা করে।
র্যাব-৯ ব্রাহ্মণবাড়িয়া ক্যাম্প সূত্রে জানা যায়, শিমরাইলকান্দি এলাকায় বিপুল পরিমাণ অবৈধ অস্ত্র মজুদ রয়েছে—এমন গোপন সংবাদের ভিত্তিতে অভিযানটি চালানো হয়। অভিযানে শিমরাইলকান্দি দক্ষিণপাড়া এলাকার একটি পরিত্যক্ত টিনশেড ঘর থেকে দেশীয় তৈরি ২টি ওয়ান শুটারগান, ১০ রাউন্ড শটগানের কার্তুজ এবং ৫টি ককটেল বোমা উদ্ধার করা হয়।
র্যাব জানায়, উদ্ধারকৃত কার্তুজগুলো পুলিশের লুট হওয়া সরঞ্জাম।
অভিযান শেষে উদ্ধারকৃত ককটেল বোমাগুলো র্যাবের বোম্ব ডিস্পোজাল ইউনিট দ্বারা নিরাপদ স্থানে নিয়ে নিষ্ক্রিয় করা হয়। তবে অভিযানের সময় পরিত্যক্ত ঘরটিতে কাউকে পাওয়া না যাওয়ায় এ ঘটনায় এখন পর্যন্ত কাউকে আটক করা সম্ভব হয়নি।
এ বিষয়ে র্যাব-৯ ব্রাহ্মণবাড়িয়া ক্যাম্পের কোম্পানি কমান্ডার মো. নূরনবী ঘটনার সত্যতা নিশ্চিত করে জানান, উদ্ধারকৃত আগ্নেয়াস্ত্র ও গোলাবারুদ পরবর্তী আইনানুগ ব্যবস্থার জন্য সংশ্লিষ্ট থানায় হস্তান্তর করা হয়েছে। এলাকায় আইনশৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখতে র্যাবের এ ধরনের অভিযান অব্যাহত থাকবে বলে তিনি জানান।