ঢাকা ০৬ ডিসেম্বর, ২০২৫
সংবাদ শিরোনাম
Marriage Notice দূর্নীতির বহুমাত্রিক অভিযোগ জাতীয় গৃহায়ণ প্রশাসকের বিরুদ্ধে ২০২৬ সালে যাত্রা শুরু করছে ‘ডা: ইদ্রিস ইন্টারন্যাশনাল স্কুল’ পটুয়াখালী মেডিকেল কলেজ এক লটে ৭০৩ সরঞ্জাম: দরপত্রে ক্রয় আইন লঙ্ঘনের অভিযোগ সাজানো মিথ্যে মামলায় জেল হাজতে খোকন সেখ: ফরিদ গঞ্জে ক্ষাভ টেকসই উন্নয়নে ফিলানথ্রপি উদ্যোগের ভূমিকা শীর্ষক সেমিনার অনুষ্ঠিত রেলওয়েকে লাভজনক করতে উদ্যোগ চলতি বছরে জরিমানা আদায় ২২ কোটি টাকার বেশি তদন্তের মুখেও জৌলুশ বাড়ছে গণপূর্তের প্রকৌশলী স্বপন চাকমার দি ইবনেসিনা ফার্মাসিউটিক্যাল এর ৪১তমবার্ষিক সাধারণ সভা অনুষ্ঠিত ২০২৫-২৬ কর বছরের আয়কর রিটার্ন দাখিলের সময় এক মাস বাড়ালো জাতীয় রাজস্ব বোর্ড

গণপূর্তে টক অবদ্যা টাইম : উপ-বিভাগীয় প্রকৌশলী আবদুল খালেক আকন

#

বিশেষ প্রতিবেদক

১৩ অক্টোবর, ২০২৫,  4:34 PM

news image


* বসিয়েছেন প্রকাশ্য ঘুষের হাট 

গণপূর্ত অধিদপ্তরের প্রকৌশলীদের অনিয়ম ও দুর্নীতির সংবাদ নতুন কোন বিষয় নয়। ডিপ্লোমাধারী প্রকৌশলী থেকে শুরু করে বিসিএস ডিগ্রীধারী প্রকৌশলী সকলেই একই সূত্রে গাঁথা। একজন ডিপ্লোমাধারী প্রকৌশলী তিনি প্রকাশ্যে ঘুষ নেন ঠিকাদারের নিকট থেকে অথচ তার কোন বিচার হয় না।

ঠিকাদার ও প্রকৌশলী দু’জনই সমান অপরাধী। কারণ ঠিকাদার ঘুষের বিনিময়ে কাজ না করেই বিল তুলে নেয় সংশ্লিষ্ট প্রকৌশলীদের সহায়তায়।গণপূর্ত ই এম-৩ এর নির্বাহী প্রকৌশলী এস, এম, ময়নুল হক উক্ত বিভাগের উপ-বিভাগীয় প্রকৌশলী খালেক আকন্দ ঠিকাদারের নিকট থেকে ১০ (দশ) লক্ষ টাকার ঘুষ গ্রহণ করেন যার প্রামানিক  ভিডিও দৈনিক কালের ছবির  হাতে রয়েছে। ভিডিওতে দেখা যাচ্ছে যে একজন ঠিকাদার উক্ত উপ-বিভাগীয় প্রকৌশলী আবদুল খালেক আকন এর রুমে গিয়ে ঠিকাদারের সাথে ঘুষের ব্যাপারে দেনদরবার করছে। 

একটি ভিডিওতে বলতে শোন যাচ্ছে, ‘স্যার আপনি ১০ লাখ চেয়েছিলেন ১০ লাখ-ই দিয়েছি স্যার।’ এখানেতো আহামরি কোন টাকার মাল নাই স্যার। মালটি আপনি পৌঁছে দিয়েন স্যার। এখানে কাকে কি দিয়েছি তা তো বলে লাভ নাই স্যার। আপনি তো আপনারটা পুরোপুরি বুঝে পেয়েছেন স্যার।

ঘটনাটি সামনে আসায় নানাভাবে গণমাধ্যমকে হুমকী প্রদান করছে আব্দুল  খালেকের লোকজন। তারা বলার চেষ্টা করছেন ভিডিওটি এ আই দেযে তৈরী! সূত্র বলছে বিষয়টি গণমাধ্যমের নজরে আসার পর প্রকৌশলী আবদুল খালেক আকন এর সাথে ঠিকাদারের সমঝোতা হয়েছে।  ডিপার্টমেন্টকেও ম্যানেজ করার চেষ্টা চলছে। 

এ প্রসঙ্গে ই-এম বিভাগ-৩ এর নির্বাহী প্রকৌশলী এস, এম, ময়নুল হক এর নিকট গণমাধ্যমের পক্ষ থেকে  জানতে চাইলে তিনি বিষয়টি জানেন না বলে এড়িয়ে যান। সংশ্লিষ্ট ই-এম বিভাগ-৩ এর দায়িত্বপ্রাপ্ত তত্ত্বাবধায়ক প্রকৌশলী হুমায়রাকে ফোন দিলে তিনিও ফোন রিসিভ করেননি। 


logo

সম্পাদক ও প্রকাশকঃ জাহিদুল ইসলাম