নিজস্ব প্রতিবেদক
০১ সেপ্টেম্বর, ২০২৫, 7:41 PM
ঘুষের দায়ে সহকারি কর কমিশনার বরখাস্ত
নিজস্ব প্রতিবেদক
জাতীয় রাজস্ব বোর্ডের সহকারি কর কমিশনার জান্নাতুল ফেরদৌস মিতু ৩৮ লাখ টাকা ঘুষ গ্রহনের বিনিময়ে ট্যাক্স ফাইলের সকল ডকুমেন্টস হস্তান্তরের দায়ে বরখাস্ত হলেন।
ঢাকা কর অঞ্চল -৫ এর ৯৩ সার্কেলের সহকারী কর কমিশনার পরিচিতি নং ২০০৬৬৭ টিআইএন ধারী নং ৮৪৩৩৮৪২২৩৯১৯ সালাহ উদ্দিন আহমেদ এর মনোনীত প্রতিনিধি আয়কর আইনজীবিকে নথিতে রক্ষিত পূর্ববর্তী রেকর্ডসমূহ অবৈধভাবে সরবরাহ করার কারনে বরখাস্ত হলেন।বিনিময়ে মোঠা অংক হাতিয়ে নেন।পাশাপাশি তার বিরুদ্ধে সরকারি কর্মচারী শুঙ্খলা ও আপিল বিধিমালার,২০১৮ এর বিধি অনুযায়ী জাতীয় রাজস্ব বোর্ডের বিশেষ ভারপ্রাপ্ত কর্মকর্তা হিসেবে নিয়োগপূর্বক চাকুরী থেকে সাময়িক বরখাস্ত করা হয়। অভ্যন্ত্তরীণ সম্পদ বিভাগের সচিব আব্দুর রহমান খান সাক্ষরিত আজ এক প্রঙ্ঞাপনে এআদেশ জারি করা হয়।