মোস্তাফিজুর রহমান চট্টগ্রাম প্রতিনিধি :
০৫ নভেম্বর, ২০২৫, 2:00 PM
চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ে ভোক্তা অধিকার সংরক্ষণ আইনের সেমিনার অনুষ্ঠিত
চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের সমাজবিজ্ঞান অনুষদের অডিটরিয়াম হাউসে কনজিউমারস ইয়থ গ্রুপ, চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় শাখা কর্তৃক ভোক্তা অধিকার সংরক্ষণ আইন বিষয়ক একটি সেমিনার আয়োজন করা হয়।
বিশ্ববিদ্যালয়ের প্রায় ৪০০ শিক্ষার্থীর অংশগ্রহণে সেমিনারে চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের মাননীয় উপাচার্য অধ্যাপক ড. মোহাম্মদ ইয়াহইয়া আখতার। প্রধান অতিথি হিসেবে গুরুত্বপূর্ণ দিক নির্দেশনামূলক বক্তব্য প্রদান করেন।
এ সেমিনারে উপস্থিত থেকে বক্তব্য প্রদান করেন ক্যাব কেন্দ্রীয় কমিটির ভাইস প্রেসিডেন্ট জনাব এসএম নাজের হোসাইন ও ক্যাব নেতৃবৃনদ। ক্যাব ইউথ গ্রুব চবি শাখার সভাপতি ফজলে রাব্বির তৌহিদসহ অন্যান্য নেতৃবৃনদ। উপস্থিত ছিলেন বিশ্ববিদ্যালয়ের বাংলা বিভাগের সহযোগী অধ্যাপক জনাব শেখ সাদী ও জনাব লোকমান কবির।
জাতীয় ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তর, চট্টগ্রাম বিভাগীয় কার্যালয়ের উপপরিচালক জনাব মোহাম্মদ ফয়েজ উল্যাহ মূল প্রবন্ধ উপস্থাপন ও আলোচনা পেশ করেন এবং অধিদপ্তরের চট্টগ্রাম বিভাগীয় ও জেলা কার্যালয়ের সহকারী সহকারী পরিচালকবৃন্দ উপস্থিত ছিলেন।
উল্লেখ্য উক্ত সেমিনারের পূর্বে চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় ক্যাম্পাসের ভিতরে অবস্থিত বিভিন্ন হোটেল রেস্তোরা গুলোতে; জাতীয় ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তর চট্টগ্রাম বিভাগীয় কার্যালয় এবং জেলা কার্যালয়ের কর্তৃক ক্যাব ইউথ চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় শাখার সদস্যগণ এবং চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের প্রক্টোরিয়াল বডির সমন্বয়ে বিশেষ অভিযান পরিচালনা করা হয়। অভিযানে ৩ টি প্রতিষ্ঠানে সতর্কতামূলক ২১ হাজার টাকা জরিমানা করা হয়।