রহমাতুল্লাহ শিশির
০৯ সেপ্টেম্বর, ২০২৫, 4:12 PM
ছাত্রদল সমর্থিত প্যানেলের জয়ে আশাবাদী বিএনপি : আমান উল্লাহ আমান
ঢাকা বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় ছাত্র সংসদ (ডাকসু) ও হল সংসদ নির্বাচনে ছাত্রদল সমর্থিত প্যানেলের নিরঙ্কুশ জয়ের ব্যাপারে আশাবাদ জানিয়েছেন বিএনপির সিনিয়র নেতা, জাতীয় বীর ও ৯০-এর গণ-অভ্যুত্থানের মহানায়ক আমান উল্লাহ আমান।
আজ সকালে বিএনপি কেন্দ্রিয় কার্যালয়ে দৈনিক কালের ছবির সাথে এক একান্ত সাক্ষাৎকারে তিনি বলেন, “ডাকসু হচ্ছে একটি মিনি পার্লামেন্ট। এখান থেকেই ভবিষ্যতের জাতীয় নেতৃত্ব তৈরি হয়। সাধারণ শিক্ষার্থীরা তাদের ভোটের মাধ্যমে যে বার্তা দিতে যাচ্ছে তা হচ্ছে তারা স্পষ্ট পরিবর্তন চায় ।”
তিনি আরও বলেন, জাতীয়তাবাদী ছাত্রদল সমর্থিত ভিপি প্রার্থী আবিদুল ইসলাম খান শিক্ষার্থীদের হৃদয়ে জায়গা করে নিয়েছেন তার বক্তব্য ও দৃঢ় মনোভাব দিয়ে। “আবিদ বলেছিল, ‘থাকার কথা ছিল কবরে, এখন আছি ক্যাম্পাসে।’ সে আরও বলেছিল, ‘কেউ কাউকে ছেড়ে যাইয়েন না।’ এই কথাগুলো সাধারণ শিক্ষার্থীদের মনে দাগ কেটেছে।”
আমান উল্লাহ আমান দৃঢ়ভাবে বিশ্বাস করেন, ডাকসু নির্বাচনে আবিদ-হামিম-মায়েদ পরিষদ নিরঙ্কুশ জয় অর্জন করবে। তিনি বলেন, “এই জয় হবে শিক্ষার্থীদের গণআকাঙ্ক্ষার প্রতিফলন। ইনশাআল্লাহ, আল্লাহর ই”ছায় জাতীয়তাবাদী ছাত্রদল জয়ী হবে।
ডাকসু ও হল সংসদ নির্বাচনে মঙ্গলবার সকাল ৮টা থেকে বিকেল ৪টা পর্যন্ত একটানা ভোটগ্রহণ চলে। নির্বাচনে মোট ভোটার সংখ্যা ৩৯ হাজার ৬৩৯ জন। ডাকসুর ২৮টি পদে প্রতিদ্বন্দ্বিতা করছেন ৪৭১ জন প্রার্থী। এর মধ্যে সহ-সভাপতি (ভিপি) পদে প্রার্থী ৪৫ জন, সাধারণ সম্পাদক (জিএস) পদে ১৯ জন।
ছাত্রদল সমর্থিত প্যানেল থেকে ভিপি পদে প্রার্থী আবিদুল ইসলাম খান, ঢাকা বিশ্ববিদ্যালয় শাখা ছাত্রদলের যুগ্ম সাধারণ সম্পাদক। সাধারণ সম্পাদক (জিএস) পদে শেখ তানভীর বারী হামিম, কবি জসীম উদ্দীন হল শাখা ছাত্রদলের আহ্বায়ক
এবং সহ-সাধারণ সম্পাদক (এজিএস) পদে তানভীর আল হাদী মায়েদ, বিজয় একাত্তর হল শাখা ছাত্রদলের আহ্বায়ক হিসেবে প্রতিদ্বন্দ্বিতা করছেন।এ সময় আমান উল্লাহ আমান দেশের রাজনীতিতেও ছাত্রদের ভূমিকার গুরুত্ব তুলে ধরে বলেন, “আগামী জাতীয় নির্বাচনে যদি বিএনপি জয়ী হয়, তাহলে আমরা একটি স্বনির্ভর, জনগণের সরকার প্রতিষ্ঠা করব।”