মোঃরাজিব উদ্ দৌলা চৌধুরী
০৮ অক্টোবর, ২০২৫, 9:34 PM
জাতীয় রাজস্ব আয়ের ৩০ শতাংশ সাপোর্ট দেয়া ফিকিদের সাথে এনবিআর এর মিটদ্যা বিজনেস অনুষ্ঠিত
জাতীয় রাজস্ব আয়ের ৩০ শতাংশ অবদান রাখা মাল্টিন্যাশনাল কোম্পানিদের সংগঠন FICCI এর প্রতিনিধিদের সাথ মিট দ্যা বিজনেজ অনুষ্ঠান আয়োজন করে জাতীয় রাজস্ব বোর্ড এনবিআর।
আজ জাতীয় রাজস্ব বোর্ডের সম্মলন কক্ষে এ মত বিনিময় সভা অনুষ্ঠিত হয়।
অভ্যন্তরীণ বিভাগের সচিব ও রাজস্ব বোর্ডের চেয়ারম্যান মোহাম্মদ আবদুর রহমানের সভাপতিত্বে অনুষ্ঠানে FICCI সদস্য সহ অন্যান্যদের মধ্যে রাজস্ব বোর্ডের সদস্য মোঃ আজিজুর রহমান,সদস্য মোঃ মোয়াজ্জম হোসেন,সদস্য কর মুস্তাকিম বিল্লাহ,সদস্য কাস্টমস মবিনুল করিম সহ ফিকোর নির্বাহী পরিচালক টি আই এম নুরুল কবির মিট দ্যা বিজনেস এ মতবিনিয়ম সভায় অংশ নেন।
FICCI এর ২০০ শো সদস্য বর্তমানে রয়েছে।
অনুষ্ঠানে কোকা কোলার এমডি বিভিন্ন সমস্যা তুলে ধরেন।
এসজিএস প্রতিনিধি,কমার্শিয়াল ব্যাংক অব সিলন এর প্রতিনিধি।ফুড পান্ডার প্রতিনিধি,আরএফএল সিরামিক ইন্ডাষ্ট্রিজ( এআইটি ৩%), বাটা সু কোম্পানী, স্যামি বাংলাদেশ(মোবাইল), ই ডটকম,
সমাপনী বক্তৃব্যে চেয়ারম্যান সকলকে এই প্রাণবন্ত আলোচনার জন্য ধন্যবাদ জানান।