মোঃরাজিব উদ্ দৌলা চৌধুরী
০১ নভেম্বর, ২০২৫, 7:39 PM
ট্রাফিক আইন ও দুর্ঘটনা রোধে চালকদের পাশে আমৃত্যু পাশে থাকব- বিএনপির জাতীয় নির্বাহী কমিটির সদস্য আ ক ম মোজাম্মেল হক
ট্রাফিক সাইন,ট্রাফিক আইন,লেন পরিবর্তন,হাইড্রোলিক হর্ণ ব্যবহার ও সড়ক দুর্ঘটনা রোধে পেশাগত গাড়ী চালকদের নিয়ে প্রাথমিক এক কর্মশালা আজ ঢাকা রিপোটার্স ইউনিটিতে অনুষ্ঠিত হয়।
এতে প্রধান অতিথি হিসেবে বিএনপি জাতীয় নির্বাহী কমিটির সদস্য আ. ক. ম মোজাম্মেল হক বক্তৃব্য রাখেন।
তিনি বলেন,দেশে বর্তমানে ট্রাফিক জ্যামের কারণে প্রতিবছর ৯ কোটি ৬০ লাখ কর্মঘন্টার অপচয় হচ্ছে।
যা অর্থনৈতিক উন্নয়নে বড় বাঁধা সৃষ্টি করছে।যথাযথ ট্রাফিক আইন মানা ও সচেতনতা বৃদ্ধি করলে এই অপব্যয় রোধ করা সম্ভব।
তিনি আরও বলেন,সড়ক নিরাপত্তা শুধু সরকারের নয়,প্রতিটি নাগরিকের দায়িত্ব।চালকদের প্রশিক্ষণ ও আইন মানার অভ্যাস গড়ে তুলতে পারলে দুর্ঘটনা অনেকাংশে হ্রাস পাবে।
চৌকশ এনেতা বলেন,সাম্প্রতিক পরিসংখ্যান তুলে ধরে সংগঠনের সাধারণ সম্পাদক জানান ২০২৪ সালে সড়ক দুর্ঘটনায় ৫,৩৪০ জন এবং ২০২৫ সালে ৫০৮০ জন অদ্যাবধি পর্যন্ত প্রাণ হারিয়েছে।
সংগঠনের সাধারণ সম্পাদক বলেন,এসব দুর্ঘটনা কমাতে নিয়মিত প্রশিক্ষণ,প্রযুক্তির ব্যবহার এবং ট্রাফিক ব্যবস্থাপনার আধুনিকায়ণের ওপর গুরুত্বারোপ করেন।
কর্মশালায় অন্যাণ্যের মধ্যে বাংলাদেশ জাতীয়তাবাদী কৃষক দলের কেন্দ্রীয় নির্বাহী কমিটির সহ- সহ সভাপতি কর্ণেল (অবঃ) এস এম ফয়সাল, বাংলাদেশ জাতীয়তাবাদী মোটর চালক যান সভাপতি সেলিম রেজা বাবু ও সাধারণ সম্পাদক মোঃ শিপন বকাউল বক্তৃব্য রাখেন।
এসময় সংগীত শিল্পী ও বাংলা একাডেমীর জীবন সদস্য এবং সাবেক ছাত্র নেতা মোঃ ইকবাল হোসেন উপস্থিত ছিলেন