ঢাকা ২৯ জানুয়ারি, ২০২৬
সংবাদ শিরোনাম
পরিত্যক্ত ঘর থেকে ব্রাহ্মণবাড়িয়ায় অস্ত্র, ককটেল উদ্ধার করেছে র‍্যাব শিল্পকলায় ইউএপি ড্রামা ক্লাবের ‘পোস্টমর্টেম’ নাটকের মঞ্চায়ন মাইক্রো ক্রেডিটরেগুলেটর অথরিটির কর্মকর্তার স্ত্রীর মরদেহ উদ্ধার স্বতন্ত্র প্রার্থি হিসেবে টিকে গেলেন রাজিব উদ দৌলা চৌধূরী উত্তরাধিকার ও উত্তরণের সন্ধিক্ষণে তারেক রহমান সাংবাদিকদের সংবর্ধনা দিলো নতুনধারা ফাউন্ডেশন ১০ জনকে পুরস্কার বরুড়া ওসির প্রশ্রয়ে চলছে মাটি লুট যৌথবাহিনীর সন্ত্রাসী আটককে “নাটক ” মনে করেন তিনি যাত্রাবাড়ীর এলাকার স্থানীয় বাসিন্দা যশোরে অস্ত্রের মুখে ব্যবসায়ীকে অপহরণ রাজধানী চন্দ্রিমা মডেল টাউনে রাজউকের অনুমোদন বিহীন ব্যাঙেরছাতার মতো ১০ ও ১৫ তলা ভবন গড়ে উঠেছে ডেমরায় ভবন নির্মাণ কাজে বাধা ও প্রাণনাশের হুমকি : থানায় জিডি

থানায় গিয়ে আইনগত সহযোগিতা পেলেন না আজগর আলী

#

মোস্তাফিজুর রহমান চট্টগ্রাম প্রতিনিধি :

২৭ ডিসেম্বর, ২০২৫,  2:01 PM

news image



  ইপিজেড এলাকার থানার ৩৯ নং ওয়ার্ডস্থ নিউমুরিং আব্দুল মাবুদের বাড়িতে বসবাস করতেন আজগর  ও তার পরিবার। গত ১৭ ডিসেম্বর সন্ধ্যা সাড়ে ৭টার সময় আজগর নামে এক ব্যক্তির ঘর চুরি করেন বাবুল নামে এক ব্যক্তি।পরিকল্পিতভাবে স্বর্ণ অলংকার ও নগদ  টাকা লুটপাটের অভিযোগ উঠেছে বাবুল নামে এই ব্যক্তির বিরুদ্ধে। গত ১৮ ডিসেম্বর বৃহস্পতিবার সন্ধ্যায় নগরীর ইপিজেড থানায় গিয়ে আইনগত সহযোগিতা 

পেলেন না পরিবারটি।


এবিষয়ে আজগর এর কাছে জানতে চাইলে তিনি দৈনিক কালের ছবি কে বলেন, বালুল নামে এক ব্যক্তি,গত ১৭ ডিসেম্বর সন্ধ্যায় আমার বাসায় ঢুকে তালা ভেঙে দুই ভরি স্বর্ণ নগদ টাকা চুরি করেন।

চুরির বিষয়টি নিয়ে ইপিজেড থানায় অভিযোগ করতে গেলে অভিযোগ না নিয়ে এস আই নাছির মৌখিক ভাবে একটি অভিযোগ নেন। এবং ঘটনাস্থলে তদন্ত করে প্রাথমিকভাবে নিশ্চিত করে যে বাসা চুরি হয়েছে। মামলা নেয়ার কথা থাকলেও এস আই নাছির ও তদন্ত অফিসার দু-জন মিলে মামলা না নিয়ে সাদা কাগজে একটি সাক্ষর নেন।


ভুক্তভোগী আজগর আলী আরও বলেন,ইপিজেড থানার ওসি কামরুজ্জামান রনি তদন্ত ওসি ও এস আই নাছির কে ডেকে বলেন বিষয়টি দেখে মামলা নিয়ে নিন।পুলিশের দুই কর্মকর্তা মামলা না নিয়ে সাদা কাগজে একটি সাক্ষর নেন এবং কোর্টে মামলা করার কথা বলে পাঠিয়ে দেন।এবং বাবুল লোকজন দিয়ে আমার গাড়িতে মাদক রেখে আমাকে পুলিশে ধরিয়ে দেয়ার হুমকি দেন।


এবিষয়ে আজগর আলীর স্ত্রীর কাছে জানতে চাইলে তিনিও সংবাদমাধ্যম কে বলেন,ঘর চুরির ঘটনায় ইপিজেড থানায় অভিযোগ করতে গেলে অভিযোগ না নিয়ে বিবাদির সাথে হাত মিলিয়ে মোটা অংকের টাকা খেয়ে আমাদের কাজ করেননি। বিষয়টি নিয়ে আমার স্বামী মোঃ আজগর আলী কে বিভিন্ন লোকজন দিয়ে মারধরের হুমকি দিচ্ছে বাবুল নামে এই ব্যক্তি।


এবিষয়ে ভুক্তভোগী আজগর আলী ইপিজেড থানায় মৌলিকভাবে একটি অভিযোগ দায়ের করেন। অভিযোগের প্রেক্ষিতে থানার এস আই নাসির ঘটনাস্থল পরিদর্শন করেন এবং প্রাথমিক ভাবে তদন্ত করে বিষয়টি নিশ্চিত করেন। এটি পরিকল্পিত ভাবে চুরি করা হয়েছে।

এবিষয়ে ইপিজেড থানার অফিসার ইনচার্জ (ওসি) কামরুজ্জামান রনি কে অবগত করলে তিনি তদন্ত ওসি ও এস আই নাছির কে মামলা নিতে বলেন, পুলিশের দুই কর্মকর্তা মামলা না নিয়ে কোর্টে মামলা করার সিদ্ধান্ত দেন। 

ঘর চুরির ব্যাপারে বাবুলের মুঠোফোনে যোগাযোগ করলে তিনি তার অভিযোগ অস্বীকার করে বলেন,আমি কেন তাদের ঘর চুরি করব,আমার ঘর চুরি হয়েছে এবং আমি কাউকে মারধর বা হুমকি দিতে জাব কেন বলে জানান। 

বিষয়টি নিয়ে ইপিজেড থানার অফিসার ইনচার্জ (ওসি) কামরুজ্জামান রনির মুঠোফোনেে যোগাযোগ করলে তিনি বলেন,দৈনিক কালের ছবি কে বলেন,অভিযোগের বিষয়টি আমার জানা ছিলো না,থানায় আসলে মামলা নেয়া হবে।এবং বিষয়টি  তদন্ত করে আইগত ব্যবস্থা নেয়া হবে বলে জানান তিনি। 

এবিষয়ে ইপিজেড থানার তদন্ত ওসি ও এস আই নাছির এর কাছে জানতে চাইলে সংবাদমাধ্যম কে বলেন,বিষয়টি এরকম না, বাদি ও বিবাদি বাসায় মিমাংসা করার জন্য সময় নিয়েছে বলে জানান।

logo

সম্পাদক ও প্রকাশকঃ জাহিদুল ইসলাম