নিজস্ব প্রতিবেদক
০৯ সেপ্টেম্বর, ২০২৫, 9:19 AM
নির্বাচন কেউ বানচাল করতে পারবে না : আমান উল্লাহ আমান
প্রধান উপদেষ্টা ফেব্রুয়ারিতে নির্বাচনের ঘোষণা দিয়েছেন, নির্বাচন কমিশনও সেভাবেই প্রস্তুতি নিচ্ছে। প্রধান উপদেষ্টা যে সময় নির্বাচন ঘোষণার কথা বলেছেন সেই সময়েই নির্বাচন অনুষ্ঠিত হবে। অর্থাৎ ফেব্রুয়ারির প্রথমার্ধেই ভোট হবে। যত বাধা বা ষড়যন্ত্রই হোক, এ নির্বাচন কেউ বানচাল করতে পারবে না বলে মন্তব্য করেছেন বিএনপির চেয়ারপারসন বেগম খালেদা জিয়ার উপদেষ্টা আমান উল্লাহ আমান।
সোমবার (৮ সেপ্টেম্বর) বিকেলে কেরানীগঞ্জের রোহিতপুরে সোনাকান্দা উচ্চবিদ্যালয়ের নতুন ভবনের ভিত্তিপ্রস্তর স্থাপন শেষে এক সমাবেশে প্রধান অতিথির বক্তব্যে তিনি এ কথা বলেন।
তিনি বলেন, ফ্যাসিস্ট আওয়ামী লীগ সরকার ১৭ বছরে ১৭ টাকার কাজও করেনি, শুধু নাম পাল্টেছে। এ সময় মানুষ ভোট দিতে পারেনি, মন খুলে কথা বলতে পারেনি। তারা উন্নয়নের নামে লুটতরাজ করেছে। বাংলাদেশের মানুষ জানে উন্নয়ন মানে জিয়াউর রহমান, উন্নয়ন মানে খালেদা জিয়া।
তিনি আরও বলেন, দেশপ্রেমের উজ্জ্বল দৃষ্টান্ত তারেক রহমান দ্রুত দেশে ফিরবেন। দেশ প্রস্তুত তাকে বরণ করে নিতে।
বিশেষ অতিথির বক্তব্যে ব্যারিস্টার ইরফান ইবনে আমান অমি বলেন, খালেদা জিয়াকে ৬ বছর জেল খাটিয়েছে ফ্যাসিস্ট আওয়ামী লীগ। তিনি চিকিৎসা পাননি। একজন সাবেক প্রধানমন্ত্রী, একজন সেনাপ্রধানের স্ত্রী, মুক্তিযোদ্ধার স্ত্রী চিকিৎসা পায়নি। কিন্তু আওয়ামী লীগের সাঙ্গোপাঙ্গোরা বিদেশে চিকিৎসা নিয়েছে।
তিনি বলেন, ফেব্রুয়ারিতে নির্বাচন হবে এবং বিএনপি ক্ষমতায় আসবে।
সোনাকান্দা উচ্চবিদ্যালয়ে প্রধান শিক্ষক মো. জুলহাস গাজীর সভাপতিত্বে অনুষ্ঠানে বক্তব্য দেন- কেরানীগঞ্জ মডেল উপজেলা বিএনপির ভারপ্রাপ্ত সভাপতি শামিম হাসান, সাবেক উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান রুহুল আমিন, রোহিতপুর ইউনিয়ন বিএনপির সভাপতি আব্দুল মালেক, সাধারণ সম্পাদক আবু বক্করসহ অনেকে।