নিজস্ব প্রতিবেদক
১২ আগস্ট, ২০২৫, 3:15 PM
বাংলাদেশ প্রতিদিনের সম্পাদককে নোয়াখালি জার্নালিস্ট ফোরামের অভিনন্দন
বাংলাদেশ প্রতিদিনের সম্পাদক হিসেবে নিয়োগ পাওয়ায় দেশের সাংবাদিকতার ইতিহাসে পরিশীলিত কিংবদন্তী সাংবাদিক আবু তাহেরকে ফুলেল শুভেচ্ছা জানিয়েছে নোয়াখালী জার্নালিষ্ট ফোরাম ( এনজেএফ) নেতৃবৃন্দ। গত সোমবার নোযাখালী জার্নাালিস্ট ফোরামের পক্ষে সম্পাদক আবু তাহেরের হাতে ফুলের তোড়া তুলে দিয়ে তার স্বাস্থ্যের খোঁজ খবর নেয়াসহ তার জীবনের আরো সাফল্য কামনা করেন এনজেএফ নেতৃবৃন্দ।
এন এজ এফ এর শুভেচ্ছায় অনেকটাই আপ্লুত হয়ে পড়েন সম্পাদক আবু তাহের। কারণ কয়েক বছর আগে এই এনজেএফ তার হাতেই প্রতিষ্ঠিত হয়েছিল। তিনি ছিলেন এনজেএফ এর সাবেক সভাপতি। নিজের সংগঠনের পক্ষ থেকে শুভ্চ্ছো পাওয়াকে সবচেয়ে কঠিন কাজ মনে করা হয়।
তিনি এনজেএফ নেতৃবৃন্দকে শুভেচ্ছা জানিয়ে বলেন, এ সংগঠনের সব ভাল কাজের সাথে তিনি সব সময় থাকবেন। তিনিও বাংলাদেশ প্রতিদেন পরিবারের পক্ষ থেকে এনএজএফ এর সকল সদস্যদের জন্য শুভ কামনা করেন।
উল্লেখ্য, এনজেএফ এর অর্থ বিষয়ক সম্পদ হচ্ছেন দৈনিক কালের ছবি পত্রিকার বিশেস সংবাদদাতা মোঃ রাজিব উদ্ দৌলা চৌধূরী ।