নিজস্ব প্রতিবেদক
১৬ নভেম্বর, ২০২৫, 7:32 PM
বেগম গঞ্জে আলোচনায় রাজিব উদ দৌলা চৌধূরী
নোয়াখালীর বেগমগঞ্জ এলাকায় রাজনীতির মাঠে নতুন করে আলোচনায় এসেছে তরুণ রাজনীতিবিদ ও বিশিষ্ট সাংবাদিক মোঃ রাজিব উদ দৌলা চৌধূরী। সম্প্রতি তিনি নিজেকে এলাকার স্বতন্ত্র এমপি হিসেবে প্রার্থি হিসেবে ঘোষনা করেছেন। রাজিব উদ দৌলা নিজেকে প্রার্থি ঘোষণায় এলাকায় ভোটারদের মাঝে নানা হিসেব চালু হয়েছে। রাজিব উদ দৌলা দেশের একজন বিশিষ্ট সাংবাদিক। বাংলাদেশ টেলিভিশনসহ দেশের প্রথম সারির গণমাধ্যম প্রতিষ্ঠানে কাজের অভিজ্ঞতা রয়েছে তার। সেই সাথে পারিবারিক সুনাম রয়েছে। তরুণ ভোটারদের বড় অংশই আসন্ন নির্বাচনে ক্লীন ইমেজের প্রার্থি খুঁজবে বলে মনে করছেন অনেকেই। সে হিসেবে রাজিব উদ দৌলার রাজনীতির মাঠে উপস্থিতি বেগমগঞ্জ এলাকার ভোটের মাঠের চিত্র পাল্টে যেতে পারে মনে মনে করছেন অনেকেই। এ বিষয়ে রাজিব উদ দৌলা চৌধূরি কালের ছবিকে বলেন,আমার নিজের সততা, পারিবারিক ঐতিহ্য এবং দীর্ঘ সময় এলাকাবাসির নানা কাজের সাথে আছি। এলাকাবাসি চাচ্ছে আমি মাঠে আসি। কোন রাজনৈতিক দলের হচ্ছি না কারণ রাজনৈতিক নেতা ও দলের প্রার্থিদের নিয়ে নানা সমালোচনা আছে। যদি সুষ্ঠু নির্বাচন হয় আশা করি আমি নির্বাচিত হব। কারণ এখানে বিভিন্ন দল থেকে যারা প্রার্থি হচ্ছেন জাতীয় পর্যায়ে তাদের পরিচিতি আছে এটা ঠিক। কিন্তু ভোটের মাঠে তারা ততটাই সমালোচিত । সেই ফাকে একজন স্বজ্জন এবং দলের বাইরে ক্লিন ইমেজের প্রার্থির চাহিদা আছে। আমার বিশ্বাস আমি ভোটারদের সেই আস্থার ঠিকানা হয়ে উঠব।