নিজস্ব প্রতিবেদক
০৭ নভেম্বর, ২০২৫, 11:28 PM
মুক্তির ডাক ২৪. কমের ২য় প্রতিষ্ঠা বার্ষিকী পালিত
মুক্তির দাক 24.com এর দ্বিতীয় প্রতিষ্ঠা বার্ষিকী উপলক্ষে একটি সুন্দর অনুষ্ঠান আজ সন্ধ্যায় রাজধানীর জাতীয় ক্রীড়া কমপ্লেক্সের পুষ্পদাম ভেন্যুতে অনুষ্ঠিত হয়।
পরিশীলিত ও বস্তুনিষ্ঠ সংবাদ প্রচারের প্রতিশ্রুতিবদ্ধ অনলাইন প্লাটফর্মটি ইতোমধ্যেই বোদ্ধা মহলে জনপ্রিয়তা অর্জন করেছে।
সম্পাদক আতিকুর রহমানের সভাপতিত্বে অনুষ্ঠানে বিভিন্ন শ্রেণী পেশার বোদ্ধাজনেরা উপস্থিত ছিলেন। অনুষ্ঠানটির বিশেষত্ব ছিল চোখে পড়ার মত। এখানে কোন প্রধান অথিতি বা বিশেষ অতিথি ছিলেন না। ছিলনা চেয়ার অলংকরণের কোন বাধ্যবাধকতা। একান্ত পরিজন আপনজনদের ঘরোয়া কিন্তু পরিশীলিত এক মিলন মেলা হয়ে উঠেছিল ৭ নভেম্বর ২০২৫ এর এই সুন্দর সন্ধ্যাটি।
বাংলাদেশের জাতীয় জীবনে ৭ নভেম্বরের বিশেষ গুরুত্ব থাকায় রাজধানী জুড়ে বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপি ও সম মনা দলগুলোর বর্ণাঢ্য শোভাযাত্রার অনুষ্ঠানে যানজট লেগেছিল রাজধানী জুড়ে। এ কারণে অনেকেই অনুষ্ঠানে উপস্থিত হতে পারেননি।
সময়ের পরেও অনেকে এসেছিলেন শুভেচ্ছা ও শুভকামনা বার্তা নিয়ে। গুণী মানুষদের অন্যন্যের মধ্যে উপস্থিত ছিলেন দেশের বিশিষ্ট দার্শনিক আবু মহি মুসা, বীর মুক্তিযোদ্ধা ইদ্রিস আলী, বাংলাদেশ সুপ্রিম কোর্টের আইনজীবী বিশিষ্ট রাজনীতিক রবিউল ইসলাম রবি, সোনার বাংলার পত্রিকা নির্বাহী সম্পাদক ফেরদৌস আহমেদ,দৈনিক কালের ছবি পত্রিকার সম্পাদক ও বাংলাদেশ ফেডারেল জার্নালিজম সোসাইটির সাধারণ সম্পাদক জাহিদুল ইসলাম শিশিরসহ অনেকই।
জন্মবার্ষিকীর কেক কেটে অনুষ্ঠানের উদ্বোধন করা হয়। এরপর সংক্ষিপ্ত বক্তব্য শুভকামনা রাতের খাবার গ্রহণের মধ্য দিয়ে অনুষ্ঠানের শেষ হয়। আগামী দিনে বড় কোন ভেনুতে নতুন দিনের প্রত্যাশায় আবারো এমনি কোন অনুষ্ঠানে মিলিত হওয়ার সুর ছিল বক্তাদের কন্ঠে। শুভকামনা বিনিময়ে সারিতে ছিলেন সরকারি কর্মকর্তা এনজিও উদ্যোক্তা,প্রিন্ট ও ইলেকট্রনিক মিডিয়ার উদ্যোক্তা ও কর্মরত অনেকেই।