ঢাকা ২৯ জানুয়ারি, ২০২৬
সংবাদ শিরোনাম
পরিত্যক্ত ঘর থেকে ব্রাহ্মণবাড়িয়ায় অস্ত্র, ককটেল উদ্ধার করেছে র‍্যাব শিল্পকলায় ইউএপি ড্রামা ক্লাবের ‘পোস্টমর্টেম’ নাটকের মঞ্চায়ন মাইক্রো ক্রেডিটরেগুলেটর অথরিটির কর্মকর্তার স্ত্রীর মরদেহ উদ্ধার স্বতন্ত্র প্রার্থি হিসেবে টিকে গেলেন রাজিব উদ দৌলা চৌধূরী উত্তরাধিকার ও উত্তরণের সন্ধিক্ষণে তারেক রহমান সাংবাদিকদের সংবর্ধনা দিলো নতুনধারা ফাউন্ডেশন ১০ জনকে পুরস্কার বরুড়া ওসির প্রশ্রয়ে চলছে মাটি লুট যৌথবাহিনীর সন্ত্রাসী আটককে “নাটক ” মনে করেন তিনি যাত্রাবাড়ীর এলাকার স্থানীয় বাসিন্দা যশোরে অস্ত্রের মুখে ব্যবসায়ীকে অপহরণ রাজধানী চন্দ্রিমা মডেল টাউনে রাজউকের অনুমোদন বিহীন ব্যাঙেরছাতার মতো ১০ ও ১৫ তলা ভবন গড়ে উঠেছে ডেমরায় ভবন নির্মাণ কাজে বাধা ও প্রাণনাশের হুমকি : থানায় জিডি

রিয়াল ছেড়ে নতুন গন্তব্যে যেতে পারেন রদ্রিগো!

#

স্পোর্টস ডেস্ক

১২ আগস্ট, ২০২৫,  11:21 AM

news image

কিলিয়ান এমবাপ্পে রিয়াল মাদ্রিদে যোগ দেওয়ার পর থেকেই ক্লাবটিতে গুরুত্ব কমে যায় রদ্রিগোর। সময় গড়ানোর সঙ্গে সঙ্গে ব্রাজিলিয়ান তারকার ভবিষ্যৎ নিয়ে দেখা দেয় শঙ্কা। কিছুদিন আগেও তার রিয়াল ছাড়ার গুঞ্জন জোরালো হয়েছিল। এর আগে গত বছরের ডিসেম্বরে রদ্রিগোকে আকর্ষণীয় প্রস্তাব দিয়েছিল ম্যানচেস্টার সিটি। তবে রিয়াল তখন তাকে ছাড়তে রাজি হয়নি।


জাবি আলোনসো রিয়াল মাদ্রিদের দায়িত্ব নেয়ার পর দলের স্কোয়াড ঢেলে সাজিয়েছেন। যে কারণে শিগগিরই দলের ৫ ফুটবলারকে বাদ দিতে যাচ্ছে ক্লাবটি। এ তালিকায় রয়েছে রদ্রিগো ও এন্দ্রিকের নাম। এদিকে নতুন মৌসুমে নতুন রূপে মাঠে নামতে যাচ্ছে ম্যানচেস্টার সিটি। ক্লাবটিতে স্যাভিনহোর ভবিষ্যৎ অনিশ্চিত।তার জায়গায় নতুন কাউকে চায় সিটিজেনরা।


স্যাভিনহোর পাশাপাশি গ্রিলিশও শিগগিরই ক্লাব ছাড়তে পারেন। সংবাদমাধ্যমের দাবি, গ্রিলিশ এভারটনে যোগ দিতে যাচ্ছেন। অন্যদিকে স্যাভিনহোকে দলে নিতে চায় টটেনহ্যাম। তার জন্য প্রায় ৬০ মিলিয়ন ইউরোর প্রস্তাব দিয়েছে ক্লাবটি। এ অবস্থায় রদ্রিগোর সিটিতে যোগ দেওয়ার গুঞ্জন আবারও ফিরে এসেছে।


রদ্রিগোর বড় ভক্ত পেপ গার্দিওলা। গত মৌসুমেও এই ব্রাজিলিয়ানকে দলে নিতে চেয়েছিলেন তিনি। কিন্তু রিয়াল মাদ্রিদ তাকে ছাড়তে রাজি ছিল না। তবে এবার দলের কোচ ভিন্ন। আনচেলত্তি চলে যাওয়ায় রিয়ালের দায়িত্ব নিয়েছেন জাবি আলোনসো। তাই রদ্রিগোকে তারা ছাড়তে পারলেই যেন বাঁচে। 


ইউরোপিয়ান সংবাদমাধ্যমগুলো জানিয়েছে, রদ্রিগো যদি যেতে চায় তাহলে রিয়াল মাদ্রিদ তাকে যেতে দেবে। এমনিতেও রিয়াল তাকে রাখতে চাচ্ছে না। তবে রদ্রিগোর জন্য ক্লাবটি চায় ১০০ মিলিয়ন ইউরো। যদি স্যাভিনহোকে বিক্রি করতে পারে সিটি, তাহলে তাদের জন্য নতুন সাইনিংয়ের পথও খুলে যাবে। 


এর আগে রদ্রিগোকে পেতে লড়াইয়ে ছিল আর্সেনাল ও লিভারপুল। বিভিন্ন সংবাদমাধ্যমের খবর, আর্সেনাল এখনও রদ্রিগোকে নিতে চায়। তবে তাকে পাওয়ার লড়াই থেকে আগেই নিজেদের সরিয়ে নিয়েছে লিভারপুল। এখন দেখার অপেক্ষা, শেষ পর্যন্ত রদ্রিগোর নতুন গন্তব্য কোথায়।

logo

সম্পাদক ও প্রকাশকঃ জাহিদুল ইসলাম