ঢাকা ০৬ ডিসেম্বর, ২০২৫
সংবাদ শিরোনাম
Marriage Notice দূর্নীতির বহুমাত্রিক অভিযোগ জাতীয় গৃহায়ণ প্রশাসকের বিরুদ্ধে ২০২৬ সালে যাত্রা শুরু করছে ‘ডা: ইদ্রিস ইন্টারন্যাশনাল স্কুল’ পটুয়াখালী মেডিকেল কলেজ এক লটে ৭০৩ সরঞ্জাম: দরপত্রে ক্রয় আইন লঙ্ঘনের অভিযোগ সাজানো মিথ্যে মামলায় জেল হাজতে খোকন সেখ: ফরিদ গঞ্জে ক্ষাভ টেকসই উন্নয়নে ফিলানথ্রপি উদ্যোগের ভূমিকা শীর্ষক সেমিনার অনুষ্ঠিত রেলওয়েকে লাভজনক করতে উদ্যোগ চলতি বছরে জরিমানা আদায় ২২ কোটি টাকার বেশি তদন্তের মুখেও জৌলুশ বাড়ছে গণপূর্তের প্রকৌশলী স্বপন চাকমার দি ইবনেসিনা ফার্মাসিউটিক্যাল এর ৪১তমবার্ষিক সাধারণ সভা অনুষ্ঠিত ২০২৫-২৬ কর বছরের আয়কর রিটার্ন দাখিলের সময় এক মাস বাড়ালো জাতীয় রাজস্ব বোর্ড

শেষ বলে জিতল অ্যান্টিগা, ব্যাট-বলে ম্লান সাকিব

#

স্পোর্টস ডেস্ক

০৬ সেপ্টেম্বর, ২০২৫,  10:12 AM

news image

শেষ ওভারে ১২ এবং শেষ বলে ২ রানের সমীকরণ মিলিয়ে জয় পেয়েছে ক্যারিবীয় প্রিমিয়ার লিগের ফ্র্যাঞ্চাইজি অ্যান্টিগা এন্ড বারবুডা ফ্যালকন্স। বার্বাডোজ রয়্যালসের দেওয়া ১৮৮ রানের লক্ষ্য তাড়ায় রোমাঞ্চকর ম্যাচটি অ্যান্টিগা জিতেছে ৪ উইকেটে। যদিও ব্যক্তিগত পারফরম্যান্সে সাকিব আল হাসান প্রত্যাশা পূরণ করতে পারেননি।

বার্বাডোজের মাঠ কিংসটন ওভালে আজ (শনিবার) টস হেরে আগে ফিল্ডিং নেয় সাকিবের দল অ্যান্টিগা। তাদের বিপক্ষে শুরু থেকেই আগ্রাসী ছিল বার্বাডোজের ব্যাটিং। ১১.২ ওভারেই উদ্বোধনী জুটিতে আসে ৯১ রান। যদিও ওপেনার কুইন্টন ডি কক অপর ওপেনার ব্রেন্ডন কিংয়ের ঝড়ের মাঝে খেলেছেন ধীরগতির ইনিংস। প্রোটিয়ার ব্যাটার ২৮ বলে ২৭ রান করে আউট হয়ে যান।

এরপর শেরফান রাদারফোর্ডের সঙ্গে মিলে ৭৩ রানের জুটি গড়েন কিং। রাদারফোর্ড ১৭ বলে ৩ চার ও ২ ছক্কায় ২৯ রানে আউট হলেই ভাঙে সেই জুটি। ৬ রানের ব্যবধানে রভম্যান পাওয়েল (৩) ও রাসি ভ্যান ডার ডুসেনও (০) আউট হয়ে যান। শেষদিকে ৬ বলে ১৬ রানের ক্যামিও ইনিংস খেলেন ক্রিস গ্রিন। কিন্তু শেষ পর্যন্ত অপরাজিত থেকেও ২ রানের আক্ষেপ নিয়ে মাঠ ছাড়েন ব্রেন্ডন কিং। এই ক্যারিবীয় তারকা ৬৫ বলে ৬ চার ও ৭ ছক্কায় ৯৮ রানে অপরাজিত ছিলেন। যাতে ভর করে বার্বাডোজও ৪ উইকেটে ১৮৭ রানের লড়াকু পুঁজি পায়।

অ্যান্টিগার হয়ে ৩ ওভার করে ৩৩ রান দিলেও উইকেটশূন্য ছিলেন সাকিব। মাত্র ৪ ওভারে মাত্র ১৩ রানে ২ উইকেট নিয়ে ম্যাচসেরা পারফরম্যান্স দিয়েছেন সালমান ইরশাদ। ওবেদ ম্যাককয় শিকার করেন এক উইকেট।

লক্ষ্য তাড়ায় অ্যান্টিগাকে ভালো শুরু এনে দেন আমির জাঙ্গু ও আন্দ্রেস গুস। তবে ৪.২ ওভারে ৪৫ রান তোলার পরই আউট হয়ে যান জাঙ্গু (১৪ বলে ২৩)। পরপরই করিমা গোর আউট হলেও আরেকপ্রান্ত আগলে রাখেন যুক্তরাষ্ট্রের উইকেটরক্ষক গুস। তিনি শেষ পর্যন্ত ৮৫ রানে অপরাজিত থেকেই অ্যান্টিগার জয় নিশ্চিত করে মাঠ ছাড়েন। তিনি ৫৩ বলের ইনিংসটি সাজিয়েছেন ৫ চার ও ৪ ছক্কায়।

এ ছাড়া কেভিন উইকম্যান ২১ বলে ২৬, ইমাদ ওয়াসিম ১১ বলে ১৭ এবং সাকিব ১২ বলে ১৫ রান করেন। বার্বাডোজের পক্ষে ৩ উইকেট নেন ড্যানিয়েল স্যামস। এই জয়ের পর ৯ ম্যাচে ৯ পয়েন্ট নিয়ে টেবিলের তিনে রয়েছে সাকিব-ইমাদদের অ্যান্টিগা। ৮ ম্যাচে সমান ১২ পয়েন্ট নিয়ে যথাক্রমে শীর্ষ দুইয়ে সেন্ট লুসিয়া কিংস ও ত্রিনবাগো নাইট রাইডার্স।

logo

সম্পাদক ও প্রকাশকঃ জাহিদুল ইসলাম