ঢাকা ০৬ ডিসেম্বর, ২০২৫
সংবাদ শিরোনাম
Marriage Notice দূর্নীতির বহুমাত্রিক অভিযোগ জাতীয় গৃহায়ণ প্রশাসকের বিরুদ্ধে ২০২৬ সালে যাত্রা শুরু করছে ‘ডা: ইদ্রিস ইন্টারন্যাশনাল স্কুল’ পটুয়াখালী মেডিকেল কলেজ এক লটে ৭০৩ সরঞ্জাম: দরপত্রে ক্রয় আইন লঙ্ঘনের অভিযোগ সাজানো মিথ্যে মামলায় জেল হাজতে খোকন সেখ: ফরিদ গঞ্জে ক্ষাভ টেকসই উন্নয়নে ফিলানথ্রপি উদ্যোগের ভূমিকা শীর্ষক সেমিনার অনুষ্ঠিত রেলওয়েকে লাভজনক করতে উদ্যোগ চলতি বছরে জরিমানা আদায় ২২ কোটি টাকার বেশি তদন্তের মুখেও জৌলুশ বাড়ছে গণপূর্তের প্রকৌশলী স্বপন চাকমার দি ইবনেসিনা ফার্মাসিউটিক্যাল এর ৪১তমবার্ষিক সাধারণ সভা অনুষ্ঠিত ২০২৫-২৬ কর বছরের আয়কর রিটার্ন দাখিলের সময় এক মাস বাড়ালো জাতীয় রাজস্ব বোর্ড

শেয়ার বাজারে পঞ্চাশ লাখের বেশি মুনাফাকারীর সম্পর্কে খোঁজ নিচ্ছেন এনবিআর

#

মোঃরাজিব উদ্ দৌলা চৌধুরী

২৩ সেপ্টেম্বর, ২০২৫,  10:10 AM

news image

শেয়ার বাজার বা পুঁজিবাজারে বিনিয়োগ করে বছরে ৫০ লাখ টাকা বা তার বেশি মুনাফা করেছে এমন বিনিয়োগকারীদের খোঁজ খবর নিচ্ছেন জাতীয় রাজস্ব বোর্ড।  আয়কর তথ্য যাচাইয়ের লক্ষ্যে সম্প্রতি বাংলাদেশ সিকিউরিটিজ অ্যান্ড এক্সচেঞ্জ কমিশনকে (বিএসইসি) এ-সংক্রান্ত একটি চিঠি পাঠান এনবিআর।


জাতীয় রাজস্ব বোর্ডের অনুরোধে ঢাকা স্টক এক্সচেঞ্জ (ডিএসই) ও চট্টগ্রাম স্টক এক্সচেঞ্জকে (সিএসই) বিনিয়োগকারীদের তথ্য পাঠাতে বলে বাংলাদেশ সিকিউরিটিজ এক্সচেন্জ কমিশন। এমনকি চট্রগ্রাম স্টক এক্সচেন্জ  ইতোমধ্যে ব্রোকারেজ হাউসগুলোতেও চিঠি পাঠায়। তবে বিষয়টি প্রকাশ্যে আসার পর বাজারে গুজব ও আতঙ্ক ছড়িয়ে পড়ে। হঠাৎ দরপতন ঘটে ঊর্ধ্বমুখী বাজারে।


এনবিআরের একাধিক কর্মকর্তা জানান, রাজস্ব বোর্ডের লক্ষ্য হচ্ছে যেসব বিনিয়োগকারী অর্ধকোটি টাকার বেশি মুনাফা করছেন; কিন্তু আয়কর প্রদানে সে সব তথ্য গোপন করেছেন, তাঁদের খুঁজে বের করা। এরপর তাঁদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা নেওয়া হবে।


জার সংশ্লিষ্টরা বলছেন, গত বৃহস্পতিবার স্টক এক্সচেঞ্জ থেকে গোপনীয় চিঠি ব্রোকারেজ হাউসে প্রকাশ হওয়ার পর থেকে পুঁজিবাজারে নানা ধরনের গুজব ছড়িয়ে পড়ে। ব্যক্তি ও প্রাতষ্ঠানিক উভয় ধরনের বড় বিনিয়োগকারীদের মধ্যে আতঙ্ক ছড়িয়ে পড়ে। যার প্রভাব অন্য বিনিয়োগকারীদের মধ্যেও পড়ে। সব মিলিয়ে ঊর্ধ্বমুখী পুঁজিবাজারে হঠাৎ করেই দরপতন শুরু হয়েছে।


এবিষয়ে জানতে চাইলে সিএসইর ব্যবস্থাপনা পরিচালক সাইফুর রহমান মজুমদার দৈনিক কালের ছবি পত্রিকার প্রতিবেদককে বলেন,গত সপ্তাহে বিএসইসির চিঠি পাওয়ার পর হাউসগুলোতে দেওয়া হয়েছে।


গত রোববার লেনদেন হওয়া ৩৯৬টির মধ্যে দাম কমেছে ৩০৭টির, যার প্রভাবে প্রধান সূচক ডিএসইএক্স ৬৮ পয়েন্ট কমেছে। চলতি বছরের বড় দরপতনের মধ্যে একটি। লেনদেনও কমেছে ৩৩ কোটি ২৩ লাখ টাকা।


ফার্স্ট ক্যাপিটাল সিকিউরিটিজের প্রধান নির্বাহী কর্মকর্তা (সিইও) মো. কাউসার আল মামুন বলেন, আলাদা করে চিঠি দেয়ায় পুঁজিবাজারে আতঙ্ক ছড়িয়ে পড়ে।  যার ফলে স্পর্শকাতর পুঁজিবাজারে নেতিবাচক প্রভাব পড়তে শুরু করে।


বাজারে নেতিবাচক প্রভাব দেখা দেয়ায় এনবিআরের সঙ্গে আলোচনা করে চিঠির কার্যক্রম আপাতত স্থগিত রাখা হয়েছে বলে জানিয়েছেন বিএসইসির পরিচালক ও মুখপাত্র আবুল কালাম। তিনি বলেন, ‘পুঁজিবাজার খুবই স্পর্শকাতর। চিঠি ইস্যুর কারণে বাজারে অপ্রত্যাশিত প্রভাব পড়েছে,তাই বিষয়টি রিভিউ করা হয়েছে।’


বিএসইসির তথ্যমতে, চলতি বছরের ৩০ জুন পর্যন্ত সময়ে ৫০ কোটি ও তার বেশি বিনিয়োগ থাকা বেনিফিশিয়ারি ওনার্স (বিও) হিসাবধারী বিনিয়োগকারীর সংখ্যা ১ হাজার ১৫০টি। ১০০ কোটি ও তার চেয়ে বেশি বিনিয়োগ থাকা বিও ৩৪৭টি এবং ৫০০ কোটি টাকার বেশি বিনিয়োগ রয়েছে ৭০ জন বিনিয়োগকারীর। আর ৫০ কোটি থেকে ১০০ কোটি টাকার  বিনিয়োগকারীর সংখ্যা রয়েছে ৭৩৩ টি।


পুঁজিবাজারে তথ্য সংরক্ষণকারী প্রতিষ্ঠান সিডিবিএলের তথ্যমতে, পুঁজিবাজারের ৩০ জুন পর্যন্ত সক্রিয় বিনিয়োগকারীদের বিও সংখ্যা ১৩ লাখ ৬৮ হাজার ৫৪৮টি। যা ২০২৪ সালের একই সময়ে ছিল ১৪ লাখ ৪৪ হাজার ৫টি।


২০২৪ সালের জুন পর্যন্ত ৫০ কোটি থেকে ৫০০ কোটি টাকার বেশি বিনিয়োগ থাকা বিওর সংখ্যা ছিল ১ হাজার ৮৯টি। এর মধ্যে ৫০ থেকে ১০০ কোটি ছিল ৬৯৬টি, ১০০ থেকে ৫০০ কোটির রয়েছে ৩২৫টির এবং ৫০০ কোটির বেশি বিনিয়োগ থাকা বিও ছিল ৬৮টি।

logo

সম্পাদক ও প্রকাশকঃ জাহিদুল ইসলাম