হবিগঞ্জ প্রতিনিধি
০১ নভেম্বর, ২০২৫, 6:01 PM
শ্রীমঙ্গল স্টেশনে পারাবত এক্সপ্রেস ট্রেন আটকে রেলপথ অবরোধ
সিলেটবাসীর দীর্ঘদিনের ৮ দফা বাস্তবায়নের দাবিতে আজ শনিবার সকালে শ্রীমঙ্গল রেলওয়ে স্টেশনে শান্তিপূর্ণ অবরোধ কর্মসূচি পালিত হয়েছে।
অবরোধ কর্মসূচিতে স্থানীয় রাজনৈতিক, সামাজিক ও সাংস্কৃতিক সংগঠনসহ সাধারণ যাত্রীরাও অংশ নেন। সকাল থেকেই কুলাউড়া স্টেশনে অবস্থান নিয়ে তারা বিভিন্ন ব্যানার, ফেস্টুন ও প্ল্যাকার্ড প্রদর্শন করেন।
অংশগ্রহণকারীরা জানান, সিলেট অঞ্চলের রেলপথ উন্নয়ন, নতুন ট্রেন সার্ভিস চালু, স্টেশন সংস্কার এবং যাত্রীসেবার মানোন্নয়নসহ ৮ দফা দাবির দ্রুত বাস্তবায়ন না হলে কর্মসূচি আরও জোরদার করা হবে।
এ সময় রেলওয়ে কর্তৃপক্ষ ও স্থানীয় প্রশাসনের কর্মকর্তারা পরিস্থিতি পর্যবেক্ষণ করেন এবং শান্তিপূর্ণ পরিবেশে কর্মসূচি সম্পন্ন হয়।
অবরোধের কারণে কিছু ট্রেনের সময়সূচিতে সাময়িক পরিবর্তন দেখা দিয়েছে বলে জানা গেছে।