ঢাকা ২৯ জানুয়ারি, ২০২৬
সংবাদ শিরোনাম
পরিত্যক্ত ঘর থেকে ব্রাহ্মণবাড়িয়ায় অস্ত্র, ককটেল উদ্ধার করেছে র‍্যাব শিল্পকলায় ইউএপি ড্রামা ক্লাবের ‘পোস্টমর্টেম’ নাটকের মঞ্চায়ন মাইক্রো ক্রেডিটরেগুলেটর অথরিটির কর্মকর্তার স্ত্রীর মরদেহ উদ্ধার স্বতন্ত্র প্রার্থি হিসেবে টিকে গেলেন রাজিব উদ দৌলা চৌধূরী উত্তরাধিকার ও উত্তরণের সন্ধিক্ষণে তারেক রহমান সাংবাদিকদের সংবর্ধনা দিলো নতুনধারা ফাউন্ডেশন ১০ জনকে পুরস্কার বরুড়া ওসির প্রশ্রয়ে চলছে মাটি লুট যৌথবাহিনীর সন্ত্রাসী আটককে “নাটক ” মনে করেন তিনি যাত্রাবাড়ীর এলাকার স্থানীয় বাসিন্দা যশোরে অস্ত্রের মুখে ব্যবসায়ীকে অপহরণ রাজধানী চন্দ্রিমা মডেল টাউনে রাজউকের অনুমোদন বিহীন ব্যাঙেরছাতার মতো ১০ ও ১৫ তলা ভবন গড়ে উঠেছে ডেমরায় ভবন নির্মাণ কাজে বাধা ও প্রাণনাশের হুমকি : থানায় জিডি

সন্তানকে নিয়ে অন্যের কাছে অভিযোগ করবেন না: অনুরোধ প্রভার

#

ডেস্ক রিপোর্ট

১৪ আগস্ট, ২০২৫,  9:52 AM

news image

‘নিজের সন্তানকে নিয়ে কখনও অন্যের কাছে অভিযোগ বা সমালোচনা করবেন না। এমনকি আপনার আপন ভাই-বোন, বাবা-মা, বা ঘনিষ্ঠ কারও সঙ্গেও না।


’ বাবা-মায়েদের প্রতি এমন অনুরোধ করলেন অভিনেত্রী সাদিয়া জাহান প্রভা।

বুধবার (১৩ আগস্ট) সামাজিকমাধ্যম ফেসবুকে নিজের ভেরিফায়েড আইডিতে এক দীর্ঘ স্ট্যাটাস দিয়েছেন অভিনেত্রী। সেখানে প্রভা আরও বলেছেন, একজন সন্তানের জন্য পৃথিবীর সবচেয়ে কষ্টের মুহূর্ত তখনই আসে, যখন সে জানতে পারে- তার বাবা-মা অন্যের কাছে তার সমালোচনা করে, নেগেটিভ কথা বলে, তাকে নিয়ে হতাশা প্রকাশ করে!


অনেক বাবা-মা সন্তানের ব্যর্থতায় হতাশ হয়ে যান, সেইসব অভিভাবকদের উদ্দেশ্যে এই অভিনেত্রী বলেন, আজ যার কাছে আপনি সন্তানের ব্যর্থতা নিয়ে দুঃখ করছেন, হতাশা ঝাড়ছেন- সেই মানুষটিও হয়তো তার নিজের সন্তান নিয়ে আরও বেশি হতাশ! তিনি হয়তো আপনাকে তার সন্তান সম্পর্কে কখনও কিছু বলেন না, কারণ তিনি এতটা বোকা নন তার সন্তানকে আপনার সামনে ছোট করবে, তিনি জানেন নিজের সন্তানকে অন্যের সামনে ছোট করা এক ধরনের নির্মমতা।


যোগ করে প্রভা বলেন, মনে রাখবেন- সন্তান আর বাবা-মায়ের সম্পর্কটা কখনও স্বার্থের নয়। প্রত্যেকটা সন্তানই আলাদা, ভিন্ন চিন্তা-ভাবনার, ভিন্ন স্বপ্নের মানুষ।


বাবা-মায়েদের কাছে প্রশ্ন রেখে অভিনেত্রী বলেন, আপনার চিন্তার সঙ্গে মিল না হলেই কি তাকে খারাপ বলা যায়? একটা সুস্থ মন-মানসিকতার সন্তান কখনও চায় না তার বাবা-মা অন্যের সামনে ছোট হোক, তেমনি একজন সুস্থ মানসিকতার বাবা-মা কখনও তাদের সন্তানকে অন্যের সামনে হেয় করেন না।  


ভালোবাসেও সন্তানদের শুধরে দেওয়ার ওপর গুরুত্ব আরোপ করে ছোট পর্দার এই অভিনেত্রী বলেন, শুধরে দেওয়ার অনেক পথ আছে, তবে সেই পথ যেন ভালোবাসা আর সম্মানের হয়। তাকে গড়ুন, ভাঙবেন না। পাশে থাকুন, প্রকাশ্যে নয় ভেতরে ভেতরে শক্তি দিন। সন্তান আপনার আয়না নয়, সে আপনার উত্তরসূরি- তাকে ভালোবাসুন, বুঝুন এবং সবচেয়ে বড় কথা তাকে সম্মান দিন।


বলে রাখা যায়, ২০০৫ সালে মডেলিংয়ের মাধ্যমে শোবিজে যাত্রা শুরু করেছিলেন প্রভা। এরপর অসংখ্য জনপ্রিয় নাটক, টেলিফিল্ম এবং বিজ্ঞাপনে কাজ করে তিনি দর্শকদের মাঝে ব্যাপক জনপ্রিয়তা লাভ করেন। বর্তমানে এই অভিনেত্রী স্থায়ীভাবে বসবাস করছেন যুক্তরাষ্ট্রে। সেখানে একজন দক্ষ মেকআপ আর্টিস্ট হিসেবে নিজের পরিচিতি গড়ে তুলেছেন।

logo

সম্পাদক ও প্রকাশকঃ জাহিদুল ইসলাম