ঢাকা ২৯ জানুয়ারি, ২০২৬
সংবাদ শিরোনাম
পরিত্যক্ত ঘর থেকে ব্রাহ্মণবাড়িয়ায় অস্ত্র, ককটেল উদ্ধার করেছে র‍্যাব শিল্পকলায় ইউএপি ড্রামা ক্লাবের ‘পোস্টমর্টেম’ নাটকের মঞ্চায়ন মাইক্রো ক্রেডিটরেগুলেটর অথরিটির কর্মকর্তার স্ত্রীর মরদেহ উদ্ধার স্বতন্ত্র প্রার্থি হিসেবে টিকে গেলেন রাজিব উদ দৌলা চৌধূরী উত্তরাধিকার ও উত্তরণের সন্ধিক্ষণে তারেক রহমান সাংবাদিকদের সংবর্ধনা দিলো নতুনধারা ফাউন্ডেশন ১০ জনকে পুরস্কার বরুড়া ওসির প্রশ্রয়ে চলছে মাটি লুট যৌথবাহিনীর সন্ত্রাসী আটককে “নাটক ” মনে করেন তিনি যাত্রাবাড়ীর এলাকার স্থানীয় বাসিন্দা যশোরে অস্ত্রের মুখে ব্যবসায়ীকে অপহরণ রাজধানী চন্দ্রিমা মডেল টাউনে রাজউকের অনুমোদন বিহীন ব্যাঙেরছাতার মতো ১০ ও ১৫ তলা ভবন গড়ে উঠেছে ডেমরায় ভবন নির্মাণ কাজে বাধা ও প্রাণনাশের হুমকি : থানায় জিডি

৩০০ আসনে প্রার্থী দেবে বিকল্পধারা বাংলাদেশ

#

নিজস্ব প্রতিবেদক

৩১ আগস্ট, ২০২৫,  8:50 PM

news image


 আজ (৩১ আগস্ট) মধ্যবাড্ডাস্থ মোল্লা টাওয়ারে অবস্থিত বিকল্পধারা বাংলাদেশের কেন্দ্রীয় কার্যালয়ে এক বর্ধিত সভা অনুষ্ঠিত হয়। সভায় সভাপতিত্ব করেন বিকল্পধারা বাংলাদেশের নির্বাহী প্রেসিডেন্ট মেজর (অব.) আবদুল মান্নান। তিনি বলেন, বিকল্পধারা বাংলাদেশ আগামী সংসদ নির্বাচনে ৩০০ আসনেই প্রার্থী দেবে।

নির্বাচনের সময় ঘোষণার জন্য অন্তর্বর্তীকালীন সরকারের প্রধান উপদেষ্টা ডঃ মুহাম্মদ ইউনূসকে তিনি ধন্যবাদ জানান। একই সাথে জাতীয় নির্বাচনের রোডম্যাপ ঘোষণা করায় নির্বাচন কমিশনকেও আন্তরিক ধন্যবাদ জানান। তিনি মনে করেন জনগণ নির্বাচন চায়।

তিনি প্রত্যাশা করেন, আগামী নির্বাচনে ভোট প্রদানের মাধ্যমে তাদের নেতা নির্বাচনের আকাঙ্ক্ষা পূরণ হবে। বাংলাদেশ একটি গণতান্ত্রিক রাষ্ট্র। জনগণ উৎসবমুখর পরিবেশে ভোট দিতে চায় । গত তিনটি জাতীয় নির্বাচনে জনগণ বিশেষ করে তরুণ ভোটাররা ভোট দিতে পারেনি।

নির্বাচনের কোন পরিবেশেই রেখেছিল না ফ্যাসিস্ট হাসিনার সরকার। মানুষ তাদের পছন্দের নেতাকে ভোট দিয়ে নির্বাচিত করতে পারেননি। মেজরা মান্নান আশা প্রকাশ করেন, বর্তমানে নির্বাচন কমিশন একটি সুষ্ঠু, সুন্দর এবং আন্তর্জাতিকভাবে গ্রহণযোগ্য ভোটের আয়োজন করতে পারবেন ।

তিনি বলেন, নির্বাচন বিলম্বিত হলে জনগণের মাঝে অস্থিরতা বৃদ্ধি পাবে। অর্থনীতিও খারাপের দিকে যাবে। কাজেই নির্বাচনের কোন বিকল্প নাই। একটি সুষ্ঠু নির্বাচন পারবে দেশের বর্তমান সংকট অনেকটা দূর করতে।


সভায় গণঅধিকার পরিষদের সভাপতি নূরুল হক নূরের উপর মিডিয়ার সামনে উপর্যুপুরি হামলার জন্য গভীর উদ্বেগ প্রকাশ করা হয়। সুষ্ঠু তদন্তের মাধ্যমে দোষীদের বিরুদ্ধে দ্রুত ব্যবস্থা নেয়ার দাবিও করা হয়। নূরুল হক নূরের সুচিকিৎসার প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করার জন্য সরকারের প্রতি আহ্বান জানান হয়।


সভায় উপস্থিত ছিলেন প্রেসিডিয়াম সদস্য মহসিন চৌধুরী, ওবায়দুর রহমান মৃধা, মোঃ ওয়াসিমুল ইসলাম, মোঃ আসাদুজ্জামান বাচ্চু, আরো উপস্থিত ছিলেন  মোঃ মোস্তফা সারোয়ার, মোঃ  ইকবাল হোসেন ভূঁইয়া, মোঃ শামীম আহম্মেদ , মোঃ আলামিন, মোঃ মিজানুর রহমান চন্দন, মোঃ সোবেল খান প্রমুখ।

logo

সম্পাদক ও প্রকাশকঃ জাহিদুল ইসলাম