ঢাকা ০৬ ডিসেম্বর, ২০২৫
সংবাদ শিরোনাম
Marriage Notice দূর্নীতির বহুমাত্রিক অভিযোগ জাতীয় গৃহায়ণ প্রশাসকের বিরুদ্ধে ২০২৬ সালে যাত্রা শুরু করছে ‘ডা: ইদ্রিস ইন্টারন্যাশনাল স্কুল’ পটুয়াখালী মেডিকেল কলেজ এক লটে ৭০৩ সরঞ্জাম: দরপত্রে ক্রয় আইন লঙ্ঘনের অভিযোগ সাজানো মিথ্যে মামলায় জেল হাজতে খোকন সেখ: ফরিদ গঞ্জে ক্ষাভ টেকসই উন্নয়নে ফিলানথ্রপি উদ্যোগের ভূমিকা শীর্ষক সেমিনার অনুষ্ঠিত রেলওয়েকে লাভজনক করতে উদ্যোগ চলতি বছরে জরিমানা আদায় ২২ কোটি টাকার বেশি তদন্তের মুখেও জৌলুশ বাড়ছে গণপূর্তের প্রকৌশলী স্বপন চাকমার দি ইবনেসিনা ফার্মাসিউটিক্যাল এর ৪১তমবার্ষিক সাধারণ সভা অনুষ্ঠিত ২০২৫-২৬ কর বছরের আয়কর রিটার্ন দাখিলের সময় এক মাস বাড়ালো জাতীয় রাজস্ব বোর্ড

৬ বিশিষ্ট নাগরিক পেলেন জাতীয় অ্যাওয়ার্ড গ্রিনম্যান-২০২৫

#

বিজ্ঞপ্তি

৩১ আগস্ট, ২০২৫,  3:16 PM

news image



বাংলাদেশের সর্ববৃহৎ পরিবেশবাদী সামাজিক সংগঠন সবুজ আন্দোলন ৮ম বর্ষে পদার্পণ উপলক্ষে  আগামীকাল  সোমবার সকাল ১০:০০ টায় জাতীয় প্রেসক্লাবের তৃতীয় তলায় আব্দুস সালাম হলে “বন্যপ্রাণী সংরক্ষণ, আইন সংশোধন, বনাঞ্চল রক্ষায় সরকার ও জনগণের করণীয় শীর্ষক আলোচনা সভা, গ্রিনম্যান অ্যাওয়ার্ড ও প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপন অনুষ্ঠান” অনুষ্ঠিত হবে।

সবুজ আন্দোলনের প্রতিষ্ঠাতা ও পরিচালনা পরিষদের চেয়ারম্যান বাপ্পি সরদারের সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থাকবেন গণপ্রজাতন্ত্রী বাংলাদেশের অন্তর্বর্তীকালীন সরকারের বন, পরিবেশ ও জলবায়ু বিষয়ক মন্ত্রণালয়ের মাননীয় উপদেষ্টা সৈয়দা রিজওয়ানা হাসান।

বিশেষজ্ঞ আলোচক হিসেবে উপস্থিত থাকবেন বন্যপ্রাণী বিশারদ ও সাবেক অধ্যাপক ঢাকা বিশ্ববিদ্যালয় ডক্টর আলী রেজা খান, ঢাকা বিশ্ববিদ্যালয় প্রাণিবিদ্যা বিভাগের অধ্যাপক ডক্টর ফিরোজ জামান, জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের অধ্যাপক ডক্টর আদিল মুহাম্মদ খান, পরিকল্পনাবিদ মোহাম্মদ রাসেল কবির, বাংলাদেশ পরিবেশ আন্দোলন (বাপা)র সাধারণ সম্পাদক আলমগীর কবির।

এছাড়াও আমন্ত্রিত অতিথি হিসেবে বিশিষ্ট নাগরিকবৃন্দ উপস্থিত থাকবেন। উক্ত অনুষ্ঠানে পরিবেশ খাতে জনসচেতনতা তৈরিতে বিশেষ ভূমিকা রাখায় ৬ বিশিষ্ট নাগরিককে জাতীয় অ্যাওয়ার্ড গ্রিনম্যান-২০২৫ প্রদান করা হবে।

এ বছর যারা সংবর্ধিত হবেন তারা হলেন রাজশাহী বিশ্ববিদ্যালয়ের ভূতত্ত্ব ও খনিবিদ্যা বিভাগের অধ্যাপক ড. চৌধুরী মো. সারোয়ার জাহান, জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের প্রাণিবিদ্যা বিভাগের সাবেক চেয়ারম্যান অধ্যাপক ডক্টর মনিরুল এইচ খান, দৈনিক খোলা কাগজ পত্রিকার সিনিয়র স্টাফ রিপোর্টার মোঃ তানজিরুল ইসলাম,

বৈশাখী টেলিভিশনের স্টাফ রিপোর্টার মোঃ শহিদুল ইসলাম পিয়াস, এখন টেলিভিশনের রিপোর্টার শম্পা বিশ্বাস ও সাভার ক্যান্টনমেন্ট মর্নিং গ্লোরি স্কুল এন্ড কলেজের প্রভাষক মনিকা আফরোজ শিলা।

এ প্রসঙ্গে সবুজ আন্দোলনের প্রতিষ্ঠাতা ও চেয়ারম্যান বাপ্পি সরদার বলেন, ‘বাংলাদেশের ৬ বিশিষ্ট নাগরিককে এ বছর ‘জাতীয় অ্যাওয়ার্ড গ্রিনম্যান-২০২৫’ দিতে পেরে আমরা গর্বিত।

তাঁরা প্রত্যেকেই নিজ নিজ অবস্থান থেকে নিজের পেশার প্রতি সম্মান রেখে এবং দেশপ্রেমের চেতনায় বলীয়ান হয়ে রাষ্ট্রকে আগামী প্রজন্মের জন্য নিরাপদ করতে পরিবেশ বিপর্যয় রোধে জনসচেতনতা তৈরিতে ভূমিকা রেখে চলেছেন, আশা করি ভবিষ্যতেও করবেন। সবুজ আন্দোলন পরিবেশ বিপর্যয় রোধে জনসচেতনতা তৈরিতে বাংলাদেশ সরকারসহ সকলের সাথে ঐক্যবদ্ধ হয়ে কাজ করতে বদ্ধপরিকর।’

logo

সম্পাদক ও প্রকাশকঃ জাহিদুল ইসলাম