নিজস্ব প্রতিবেদক
০৮ জানুয়ারি, ২০২৬, 1:44 PM
কদমতলীতে নোঙর প্রকল্পে সন্ত্রাসী হুমকি: নিরাপত্তাহীনতায় পরিবার
স্টাফ রিপোর্টার:
রাজধানীর কদমতলী থানা এলাকায় ২ নম্বর রোডে শিশু মাতৃসদন হাসপাতালের বিপরীত পাশে অবস্থিত রাজউক অনুমোদিত নোঙর প্রজেক্ট-এ সন্ত্রাসী হুমকি ও চাঁদা দাবির অভিযোগ পাওয়া গেছে। গত-২৮ ডিসেম্বর দুপুর আনুমানিক ১:টা ৫০: মিনিটের এ ঘটনা ঘটে বলেও জানা গেছে।
খোঁজ নিয়ে জানা যায়। আমির হোসেন (৪০)ও তার দলবল ওই প্রকল্পে এসে সন্ত্রাসী হুমকি, ভয়ভীতি প্রদান করেন।
এ বিষয় ভুক্তভোগীর আশরাফুল ইসলাম (৪৬) তিনি বলেন, চলতি ডিসেম্বর মাসের প্রথম সপ্তাহে প্রকল্পটির নির্মাণকাজ সম্পন্ন করে তিনি কয়েকজন ফ্লাট মালিকের কাছে ফ্লাট হস্তান্তর করেন।
এর কিছুদিন পর সন্ত্রাসী আমির হোসেন ও তার সহযোগীরা শামীমবাগ এলাকায় অবস্থিত আরেকটি প্রকল্পে এসে তাকে খোঁজাখুঁজি শুরু করে। আমি সেখানে উপস্থিত না থাকায় আমির (গং)বিভিন্নভাবে তার বিষয়ে খোঁজখবর নিতে থাকে। পরবর্তীতে প্রকল্পের ফ্লাটগুলোতে ‘শান্তিতে থাকতে হলে’ এবং অন্যান্য ফ্লাট মালিকদের বুঝিয়ে দিতে চাইলে তাদের আর্থিক সুবিধা ও অন্যান্য সুযোগ-সুবিধা দিতে হবে। এ শর্তে আমি রাজি না হলে আমার নিজস্ব ফ্লাটে A-2 নম্বর ফ্লাটে তালা লাগিয়ে দেয়। ভুক্তভোগী আশরাফুল ইসলাম আরো জানান, সন্ত্রাসীদের প্রকাশ্য হুমকির কারণে আমার পরিবার চরম আতঙ্কের মধ্যে দিন কাটাচ্ছি।
যেকোনো সময় অনাকাঙ্ক্ষিত ঘটনার আশঙ্কা করছি এরা আমার বড়ো ধরনের ক্ষতি করতে পারে। এ বিষয়ে কদমতলী থানার তদন্তকারী কর্মকর্তা এএসআই মোঃ তোফাজ্জল হোসেনকে বক্তব্য নেওয়ার জন্য একাধিকবার মোঠো ফোনের যোগাযোগের চেষ্টা করলেও তিনি ফোন রিসিভ করেনি। এলাকাবাসীর মধ্যে উদ্বেগ দেখা দিয়েছে। অপরাধীদের দ্রুত আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর হস্তক্ষেপ ও দোষীদের বিরুদ্ধে ব্যবস্থা গ্রহণের দাবি জানান।