নিজস্ব প্রতিবেদক
১৪ জানুয়ারি, ২০২৬, 4:34 PM
যাত্রাবাড়ীর এলাকার স্থানীয় বাসিন্দা যশোরে অস্ত্রের মুখে ব্যবসায়ীকে অপহরণ
বজলুর রহমান
রাজধানীর যাত্রাবাড়ী এলাকার এক ব্যবসায়ীকে যশোরে অস্ত্রের মুখে অপহরণ করার অভিযোগ পাওয়া গেছে। অপহৃত ব্যবসায়ীর নাম মো. ইকবাল হোসেন মজুমদার (৪৬)। তিনি যাত্রাবাড়ী থানাধীন এলাকার স্থায়ী বাসিন্দা।
ভুক্তভোগী ও পারিবারিক সূত্রে জানা যায়, গত- ৩ জানুয়ারি বিকেলে যশোরের টিবি ক্লিনিক এলাকা থেকে ৯–১০ জনের একটি সশস্ত্র চক্র জোরপূর্বক মো. ইকবাল হোসেন মজুমদারকে একটি মাইক্রোবাসে তুলে নিয়ে যায়।
অপহরণের পর তাকে চোখ বেঁধে একাধিক গোপন স্থানে আটকে রেখে নির্মমভাবে মারধর করা হয়।
অভিযোগে জানা গেছে, নির্যাতনের একপর্যায়ে অপহরণকারীরা ভুক্তভোগীকে দিয়ে পরিবারের সদস্যদের সঙ্গে ফোনে কথা বলায় এবং তার মুক্তির বিনিময়ে এক কোটি টাকা মুক্তিপণ দাবি করে। এতে পরিবার চরম আতঙ্কে পড়ে যায়।
এ বিষয়ে ভুক্তভোগীর স্ত্রী নিলুফা ইয়াসমিন তিনি বলেন, “আমার স্বামীকে বাঁচানোর জন্য আত্মীয়স্বজনের কাছ থেকে ধার ও জমানো টাকা মিলিয়ে ২০ লাখ টাকা সংগ্রহ করি।
আমার স্বামীর বন্ধু আবেদকে আমি প্রধান করে ওই টাকা অপহরণকারীদের দেওয়ার ব্যবস্থা করা হয়। কিন্তু টাকা দেওয়ার পরও তারা আমার স্বামীকে ছেড়ে দেয়নি। এ বিষয়ে ভুক্তভোগীর বন্ধু আবেদ মোঠো মুঠোফোনে জানান, “ইকবাল অপহরণের বিষয়টি আমাকে জানালে আমি তার স্ত্রী ও অপহরণকারীদের সঙ্গে একাধিকবার ফোনে কথা বলি।
আলোচনার একপর্যায়ে তারা জানায়, বর্তমানে ২০ লাখ টাকা ও আগামী ৭ দিনের মধ্যে ৮০ লাখ টাকা দিলে তাকে ছেড়ে দেবে। টাকা দেওয়ার পরপরই ইকবালের মুঠোফোন বন্ধ হয়ে যায়। এরপর আর কোনো যোগাযোগ করতে পারিনি।
পরবর্তীতে অপহরণকারীরা একটি ৮০ লাখ টাকার লিখিত মুচলেকা নিয়ে গত- ১৩ জানুয়ারি রাত আনুমানিক ২:টার দিকে যাত্রাবাড়ীর কনকর্ড ল্যান্ড আবাসিক এলাকায় মো. ইকবাল হোসেন মজুমদারকে অচেতন অবস্থায় ফেলে রেখে যায়।
পথচারীরা তাকে উদ্ধার করে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে প্রাথমিক চিকিৎসা দেন। পরে পরিবারের সদস্যদের খবর দিলে তারা তাকে যাত্রাবাড়ীর একটি বেসরকারি জেনারেল হাসপাতালে নিয়ে যান।
বর্তমানে তিনি সেখানে চিকিৎসাধীন রয়েছেন। পরিবারের অভিযোগ, ঘটনার পরও সন্ত্রাসীরা একের পর এক ফোন করে আবারও অপহরণ ও হত্যার হুমকি দিয়ে যাচ্ছে।
এ বিষয়ে ভুক্তভোগী মো. ইকবাল হোসেন মজুমদার বলেন,আমি সুস্থ হয়ে উঠলে যাত্রাবাড়ী থানায় এ ঘটনায় মামলা দায়ের করবো।