ঢাকা ০৬ ডিসেম্বর, ২০২৫
সংবাদ শিরোনাম
Marriage Notice দূর্নীতির বহুমাত্রিক অভিযোগ জাতীয় গৃহায়ণ প্রশাসকের বিরুদ্ধে ২০২৬ সালে যাত্রা শুরু করছে ‘ডা: ইদ্রিস ইন্টারন্যাশনাল স্কুল’ পটুয়াখালী মেডিকেল কলেজ এক লটে ৭০৩ সরঞ্জাম: দরপত্রে ক্রয় আইন লঙ্ঘনের অভিযোগ সাজানো মিথ্যে মামলায় জেল হাজতে খোকন সেখ: ফরিদ গঞ্জে ক্ষাভ টেকসই উন্নয়নে ফিলানথ্রপি উদ্যোগের ভূমিকা শীর্ষক সেমিনার অনুষ্ঠিত রেলওয়েকে লাভজনক করতে উদ্যোগ চলতি বছরে জরিমানা আদায় ২২ কোটি টাকার বেশি তদন্তের মুখেও জৌলুশ বাড়ছে গণপূর্তের প্রকৌশলী স্বপন চাকমার দি ইবনেসিনা ফার্মাসিউটিক্যাল এর ৪১তমবার্ষিক সাধারণ সভা অনুষ্ঠিত ২০২৫-২৬ কর বছরের আয়কর রিটার্ন দাখিলের সময় এক মাস বাড়ালো জাতীয় রাজস্ব বোর্ড

প্রশিক্ষণ হচ্ছে দক্ষতা বাড়ানোর উপায় – শিক্ষা সচিব

#

নিজস্ব প্রতিবেদক

০৫ সেপ্টেম্বর, ২০২৫,  8:05 PM

news image


প্রকল্প পরিচালকদের দক্ষতা বৃদ্ধি করতে হলে প্রশিক্ষণের কোনো বিকল্প নেই বলে মন্তব্য করেছেন শিক্ষা মন্ত্রণালয়ের মাধ্যমিক ও উচ্চ শিক্ষা বিভাগের সচিব রেহানা পারভীন। তিনি শুক্রবার ) সকালে মুন্সিগঞ্জ জেলার গজারিয়ায় অবস্থিত ইঞ্জিনিয়ারিং স্টাফ কলেজ বাংলাদেশ (ইএসসিবি) মেইন ক্যাম্পাসে “প্রজেক্ট প্রসেসিং, এপ্রাইজাল এন্ড ম্যানেজমেন্ট সিস্টেম (পিপিএস)” শীর্ষক তিন দিনব্যাপী আবাসিক প্রশিক্ষণ কর্মশালার উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে এ মন্তব্য করেন।


মাধ্যমিক ও উচ্চ শিক্ষা বিভাগের তত্ত্বাবধানে হায়ার এডুকেশন এক্সিলারেশন এন্ড ট্রান্সফরমেশন (হিট) প্রজেক্টের সার্বিক ব্যবস্থাপনায় আয়োজিত এ প্রশিক্ষণে মাধ্যমিক ও উচ্চ বিভাগ, মাধ্যমিক ও উচ্চ শিক্ষা অধিদপ্তর, বাংলাদেশ বিশ্ববিদ্যালয় মঞ্জুরী কমিশন, শিক্ষা প্রকৌশল অধিদপ্তর ও বিভিন্ন সরকারি বিশ্ববিদ্যালয়ের ৩০ জন প্রকল্প পরিচালক ও প্রকল্প সংশ্লিষ্ট কর্মকর্তা অংশ নিচ্ছেন।


স্বাগত বক্তব্য দেন অনুষ্ঠানের সভাপতি হিট প্রজেক্টের প্রকল্প পরিচালক অধ্যাপক ড. আসাদুজ্জামান। তিনি এই প্রকল্পের বিভিন্ন কর্মকান্ড সম্পর্কে সবাইকে ধারণা প্রদান করেন এবং প্রশিক্ষণ কার্যক্রম সফলভাবে সম্পন্ন করার বিষয়ে গুরুত্বারোপ করেন। এরপর বক্তব্য রাখেন ইএসসিবি’র রেক্টর, সড়ক ও জনপথ অধিদপ্তরের সাবেক প্রধান প্রকৌশলী মো. আশরাফুল আলম। সঞ্চালনা করেন ইএসসিবি’র ফ্যাকাল্টি ও প্রকিউরমেন্ট ইউনিটের প্রধান ড. তাওহীদ হাসান।


অনুষ্ঠানে আরও বক্তব্য রাখেন শিক্ষা মন্ত্রণালয়ের অতিরিক্ত সচিব সৈয়দ মামুনুল আলম, যুগ্ম সচিব (পরিকল্পনা) আহমেদ শিবলী এবং গজারিয়া উপজেলার উপজেলা নির্বাহী কর্মকর্তা আশরাফুল আলম। অতিথিরা প্রশিক্ষণ কার্যক্রমের গুরুত্ব তুলে ধরেন এবং প্রকল্প পরিচালক ও প্রকল্প কার্যক্রমে সাথে সংশ্লিষ্ট কর্মকর্তাদের দক্ষতা উন্নয়নে এই আয়োজনকে সময়োপযোগী বলে অভিহিত করেন।


প্রধান অতিথির বক্তব্যে সচিব রেহানা পারভীন বলেন, “সরকারি প্রকল্পসমূহের সফল বাস্তবায়নে দক্ষ প্রকল্প পরিচালকের ভূমিকা অত্যন্ত গুরুত্বপূর্ণ। পিপিএস বিষয়ক এই প্রশিক্ষণ তাদেরকে কার্যকরভাবে প্রকল্প পরিকল্পনা ও ব্যবস্থাপনায় সহায়তা করবে।” প্রশিক্ষনটির ব্যাবস্থাপনায় সহায়তা করে ইএসসিবি এর সেকশন অফিসার মাহবুবুর রহমান খান। সুন্দরভাবে প্রশিক্ষণ পরিচালনায় সহায়তা করায় ইএসসিবি এর সকল কর্মকর্তা কর্মচারীবৃন্দদের ধন্যবাদ জানান ইএসসিবি’র ফ্যাকাল্টি ও প্রকিউরমেন্ট ইউনিটের প্রধান ড. তাওহীদ হাসান।


উদ্বোধনী অনুষ্ঠানের পর ফটোসেশন অনুষ্ঠিত হয় এবং পরে শুরু হয় প্রশিক্ষণ পর্ব। তিন দিনব্যাপী এই আবাসিক প্রশিক্ষণের সব কার্যক্রম হিট প্রজেক্টের কর্মকর্তা, প্রকল্প পরিচালক ও শিক্ষা মন্ত্রণালয়ের যুগ্ম সচিব (পরিকল্পনা) পরিদর্শন ও নিবিড়ভাবে পর্যবেক্ষণ করেন।

logo

সম্পাদক ও প্রকাশকঃ জাহিদুল ইসলাম