ঢাকা ২৯ জানুয়ারি, ২০২৬
সংবাদ শিরোনাম
পরিত্যক্ত ঘর থেকে ব্রাহ্মণবাড়িয়ায় অস্ত্র, ককটেল উদ্ধার করেছে র‍্যাব শিল্পকলায় ইউএপি ড্রামা ক্লাবের ‘পোস্টমর্টেম’ নাটকের মঞ্চায়ন মাইক্রো ক্রেডিটরেগুলেটর অথরিটির কর্মকর্তার স্ত্রীর মরদেহ উদ্ধার স্বতন্ত্র প্রার্থি হিসেবে টিকে গেলেন রাজিব উদ দৌলা চৌধূরী উত্তরাধিকার ও উত্তরণের সন্ধিক্ষণে তারেক রহমান সাংবাদিকদের সংবর্ধনা দিলো নতুনধারা ফাউন্ডেশন ১০ জনকে পুরস্কার বরুড়া ওসির প্রশ্রয়ে চলছে মাটি লুট যৌথবাহিনীর সন্ত্রাসী আটককে “নাটক ” মনে করেন তিনি যাত্রাবাড়ীর এলাকার স্থানীয় বাসিন্দা যশোরে অস্ত্রের মুখে ব্যবসায়ীকে অপহরণ রাজধানী চন্দ্রিমা মডেল টাউনে রাজউকের অনুমোদন বিহীন ব্যাঙেরছাতার মতো ১০ ও ১৫ তলা ভবন গড়ে উঠেছে ডেমরায় ভবন নির্মাণ কাজে বাধা ও প্রাণনাশের হুমকি : থানায় জিডি

ব্যবসায়ী জসিম উদ্দিন পেলেন বিএনপির মনোনয়ন: এলাকায় স্বস্তি

#

নিজস্ব প্রতিবেদক

০১ জানুয়ারি, ২০২৬,  7:15 PM

news image


সমাজসেবক ও ব্যবসায়ী জসিম উদ্দিন পেলেন চট্টগ্রাম–১৪ (চন্দনাইশ ও সাতকানিয়া আংশিক) সংসদীয় আসনে বাংলাদেশ জাতীয়তাবাদী দল (বিএনপি) থেকে মনোনয়ন।


 রবিবার (২৮ ডিসেম্বর) সন্ধ্যায় দলীয় সূত্রে তার মনোনয়ন চূড়ান্ত হওয়ার বিষয়টি নিশ্চিত করা হয়। এলাকায় জনপ্রিয় ও পরিচিত এ ব্যবসায়ীকে মনোনয়ন দেওয়ার সংবাদ ছড়িয়ে পড়লে  এলাকায় দলের নেতা-কর্মীদের মধ্যে ব্যাপক উৎসাহ, উদ্দীপনা দেখা দেয়। 

অনেকে সামাজিক যোগাযোগমাধ্যমে মনোনয়নের ছবি পোস্ট করে অভিনন্দন জানাতে থাকেন। এ খবরে চট্টগ্রাম -১৪ আসনের নেতাকর্মী, সমর্থক, ভোটারসহ জনসাধারণের মধ্যে স্বস্তি দেখা গেছে। 


এলাকা বাসি বিএনপিকে ধন্যবাদ জানাচ্ছেন সঠিক লোককে বেছে নেওয়ার জন্য। চট্টগ্রাম -১৪  সংসদীয় আসনের ভোটাররা বলছেন, ক্লিন ইমেজ ও অমায়িক ব্যবহারের কারণে এই আসনে জসীম উদ্দীনের আলাদা জনপ্রিয়তা ও গ্রহণযোগ্যতা রয়েছে। 


তিনি ২০০৭ সাল থেকে নেতা-কর্মীদের সঙ্গে নিয়ে এলাকার মানুষের জন্য নিরলসভাবে কাজ করেছেন এবং এখনো করছেন। রাজনৈতিক প্রতিকূল সময়ে তিনি জনগণের পাশে থেকেছেন, স্বৈরাচারী সরকারের রক্তচক্ষুর ভয়ে সরে যাননি বা নিজের গা বাচিয়ে চলেননি।’

নেতাকর্মীরা বলছেন, বন্যা, করোনাকালীন দুঃসময়ে মানুষের পুনর্বাসন, জুলাই আন্দোলনে নিহত ও আহতদের পরিবারকে আর্থিক সহযোগিতা, ধর্মীয় শিক্ষা প্রতিষ্ঠানসহ অন্যান্য শিক্ষা প্রতিষ্ঠানে দান-অনুদান, শিক্ষা উপকরণ বিতরণসহ বিভিন্ন জনকল্যাণমূলক ও উন্নয়নধর্মী কার্যক্রম বাস্তবায়নের মাধ্যমে সাধারণ মানুষ, দলীয় নেতা-কর্মী ও সমর্থকদের সংগঠিত রাখার ক্ষেত্রে গুরুত্বপূর্ণ অবদান রেখেছেন।

 তার মনোনয়ন পাওয়ার খবরের এলাকার সাধারণ ভোটারদের মধ্যে স্বস্তি ফিরে এসেছে। কারণ দীর্ঘদিন থেকে বিএনপি নেতাকর্মীরা আসনটিতে সুবিধাজনক  অবস্থায় ছিল না ।

বিগত সময়ে মূলত, অলি আহমদের নেতৃত্বাধীন এলডিপি চট্টগ্রাম-১৪ এই আসনটিতে প্রতিদ্বন্দ্বিতা করে আসছে।  সামাজিক যোগাযোগমাধ্যমেও বিএনপির এই প্রার্থী মনোনয়ন নিয়ে চলছে ব্যাপক আলোচনা। স্থানীয়  একাধিক বিএনপি নেতা কর্মীরা জানায়, ব্যবসায়ী জসীমউদ্দীন যোগ্য ও শক্তিশালী প্রার্থী হিসেবে এ আসনে বিপুল ভোটে বিএনপি জয়লাভ করবে।

logo

সম্পাদক ও প্রকাশকঃ জাহিদুল ইসলাম