রহমাতুল্লাহ শিশির
২৬ সেপ্টেম্বর, ২০২৫, 4:10 PM
কালিন্দী ইউনিয়নে নাট মন্দির উদ্বোধন করলেন আমান উল্লাহ আমান
কালিন্দী, ঘোষপাড়া শুক্রবার ২৬ সেপ্টেম্বর কালিন্দী ইউনিয়নে ধর্মীয় সম্প্রীতির এক অনন্য নিদর্শন হিসেবে আজ শুভ উদ্বোধন করা হলো একটি নতুন হিন্দু মন্দিরের।
প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে মন্দিরের আনুষ্ঠানিক উদ্বোধন করেন বিএনপি চেয়ারপারসনের উপদেষ্টা সাবেক মন্ত্রী আমান উল্লাহ আমান।
মন্দির উদ্বোধনের সময় স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গ, হিন্দু সম্প্রদায়ের সদস্য এবং সাধারণ মানুষ উপস্থিত ছিলেন। উদ্বোধনী অনুষ্ঠানে আমান উল্লাহ আমান বলেন,
"ধর্ম যার যার, উৎসব সবার। এই মন্দির শুধু হিন্দু সম্প্রদায়ের জন্য নয়, এটি হবে— শান্তি, সম্প্রীতি ও ভালোবাসার প্রতীক।"
তিনি আরও বলেন, বিএনপি সব ধর্মের মানুষের ধর্মীয় অধিকার নিশ্চিত করতে বদ্ধপরিকর এবং এ ধরনের উন্নয়ন কর্মকাণ্ড তারই প্রমাণ।
বাবু মহাদেব ঘোষের সভাপতিত্বে অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ঢাকা জেলা বিএনপি সাংগঠনিক সম্পাদক জনতার এমপি ব্যারিস্টার ইরফান ইবনে আমান অমি।
অনুষ্ঠান শেষে প্রার্থনা মাধ্যমে কর্মসূচির সমাপ্তি ঘটে।