ঢাকা ২৯ জানুয়ারি, ২০২৬
সংবাদ শিরোনাম
পরিত্যক্ত ঘর থেকে ব্রাহ্মণবাড়িয়ায় অস্ত্র, ককটেল উদ্ধার করেছে র‍্যাব শিল্পকলায় ইউএপি ড্রামা ক্লাবের ‘পোস্টমর্টেম’ নাটকের মঞ্চায়ন মাইক্রো ক্রেডিটরেগুলেটর অথরিটির কর্মকর্তার স্ত্রীর মরদেহ উদ্ধার স্বতন্ত্র প্রার্থি হিসেবে টিকে গেলেন রাজিব উদ দৌলা চৌধূরী উত্তরাধিকার ও উত্তরণের সন্ধিক্ষণে তারেক রহমান সাংবাদিকদের সংবর্ধনা দিলো নতুনধারা ফাউন্ডেশন ১০ জনকে পুরস্কার বরুড়া ওসির প্রশ্রয়ে চলছে মাটি লুট যৌথবাহিনীর সন্ত্রাসী আটককে “নাটক ” মনে করেন তিনি যাত্রাবাড়ীর এলাকার স্থানীয় বাসিন্দা যশোরে অস্ত্রের মুখে ব্যবসায়ীকে অপহরণ রাজধানী চন্দ্রিমা মডেল টাউনে রাজউকের অনুমোদন বিহীন ব্যাঙেরছাতার মতো ১০ ও ১৫ তলা ভবন গড়ে উঠেছে ডেমরায় ভবন নির্মাণ কাজে বাধা ও প্রাণনাশের হুমকি : থানায় জিডি

দি ইবনেসিনা ফার্মাসিউটিক্যাল এর ৪১তমবার্ষিক সাধারণ সভা অনুষ্ঠিত

#

নিজস্ব প্রতিবেদক

২৩ নভেম্বর, ২০২৫,  7:37 PM

news image


দি ইবনেসিনা ফার্মাসিউটিক্যাল ইন্ডাস্ট্রি পিএলসি এর ৪১তমবার্ষিক সাধারণসভা ডিজিটাল (ভার্চুয়াল) প্লাটফর্মে অনুষ্ঠিত হয়। সভায়সভা পতিত্ব করেন কোম্পানীর সম্মানীয় চেয়ারম্যান কাজী হারুন অর রশিদ। সভায় কোম্পানীর  সম্মানিত শেয়ার হোল্ডারগণ, ব্যবস্থাপনা পরিচালক প্রফেসর . কে এম সদরুল ইসলাম, কোম্পানীর প্রতিষ্ঠাতাপরিচালক প্রফেসর আবু নাসের মোহাম্মদ আবদুজজাহেরসহ অন্যান্য পরিচালকবৃন্দ, চেয়ারম্যান অডিটকমিটি, চেয়ারম্যান এনআরসি, অডিটর, কমপ্লায়ান্স অডিটর, ইন্ডিপেন্ডেন্ট স্কুটিনাইজার এবং নির্বাহী পরিচালক কোম্পানী সেক্রেটারীউপস্থিত ছিলেন। অর্থসহ পবিত্রকুর আনতিলাওয়াতের মাধ্যমে সকাল .৩০ মিনিটে সভার কার্যক্রম শুরু হয়।

সভায় ২০২৪-২৫ অর্থবছরের নিরীক্ষিত হিসাব, কোম্পানীরপরিচালনা পর্ষদের প্রতিবেদন নিরীক্ষকগণের প্রতিবেদন পেশ করা হয়। সম্মানিত শেয়ারহোল্ডারগণেরপক্ষ  থেকে বিস্তারিত আলোচনার পর সর্বসম্মতক্রমে বার্ষিক হিসাব পরিচালনা পর্ষদের প্রতিবেদন অনুমোদিত হয়।

সভায় ২০২৪-২৫ অর্থবছরের আর্থিক ফলাফলের ভিত্তিতে ১০ টাকা অভিহিত মূল্যের প্রতিটি শেয়ারের জন্য ৬৪%নগদ লভ্যাংশ অনুমোদিত হয়।

সভায় সম্মানিত শেয়ার হোল্ডারগণের বিভিন্ন প্রশ্নের জবাব দিয়ে বক্তব্য রাখেন কোম্পানীর মাননীয় ব্যবস্থাপনা পরিচালক প্রফেসর . কে এম সদরুলইসলাম।

সভায় স্পন্সর পরিচালকগণের  মধ্য থেকে সর্বজনাব কাজী হারুন অর রশিদও প্রফেসর . কে এম সদরুলইসলাম পরিচালক হিসেবে পুনর্নির্বাচিত হন।

জাতীয় রাজস্ব কোষাগারে কর ভ্যাট বাবদ কোম্পানী ১জুলাই, ২০২৪ থেকে ৩০ জুন, ২০২৫পর্যন্ত ২১৮,০৬,৬৬, ৯৬৬ (দুইশত আঠারো কোটি ছয় লক্ষ ছেষট্রি হাজার নয়শত ছেষট্রি) টাকা প্রদান করে জাতীয় অর্থনীতি বিকাশে এক উল্লেখযোগ্য অবদান রেখেছে।

বিদ্যমান শ্রমআইনের আলোকে কোম্পানী মুনাফার শতকরা ৫ভাগটাকা অর্থাৎ ,৩৩,৫৮,৩৯১/(চার কোটি তেত্রিশ লক্ষ আটান্ন হাজার তিনশত একানব্বই) টাকা শ্রমিক মুনাফাঅংশীদারিত্ব তহবিলে প্রদান করেছে।

পরম করুণাময় মহান আল্লাহরা ব্বুল আলামীনের কাছে কোম্পানীর সম্মানিত শেয়ারহোল্ডার, ইবনেসিনা পরিবারের সকলসদস্য, কোম্পানীর উত্তরোত্তর সমৃদ্ধি, ২০২৪সনের জুলাই-গণঅভ্যুত্থানে শহীদ আহতদের জন্য দোয়া এবং বাংলাদেশের জনগণের সার্বিককল্যাণ উন্নতি কামনার মাধ্যমে বার্ষিক সাধারণসভার সমাপ্তি ঘোষণা করা হয়।

logo

সম্পাদক ও প্রকাশকঃ জাহিদুল ইসলাম