ঢাকা ২৯ জানুয়ারি, ২০২৬
সংবাদ শিরোনাম
পরিত্যক্ত ঘর থেকে ব্রাহ্মণবাড়িয়ায় অস্ত্র, ককটেল উদ্ধার করেছে র‍্যাব শিল্পকলায় ইউএপি ড্রামা ক্লাবের ‘পোস্টমর্টেম’ নাটকের মঞ্চায়ন মাইক্রো ক্রেডিটরেগুলেটর অথরিটির কর্মকর্তার স্ত্রীর মরদেহ উদ্ধার স্বতন্ত্র প্রার্থি হিসেবে টিকে গেলেন রাজিব উদ দৌলা চৌধূরী উত্তরাধিকার ও উত্তরণের সন্ধিক্ষণে তারেক রহমান সাংবাদিকদের সংবর্ধনা দিলো নতুনধারা ফাউন্ডেশন ১০ জনকে পুরস্কার বরুড়া ওসির প্রশ্রয়ে চলছে মাটি লুট যৌথবাহিনীর সন্ত্রাসী আটককে “নাটক ” মনে করেন তিনি যাত্রাবাড়ীর এলাকার স্থানীয় বাসিন্দা যশোরে অস্ত্রের মুখে ব্যবসায়ীকে অপহরণ রাজধানী চন্দ্রিমা মডেল টাউনে রাজউকের অনুমোদন বিহীন ব্যাঙেরছাতার মতো ১০ ও ১৫ তলা ভবন গড়ে উঠেছে ডেমরায় ভবন নির্মাণ কাজে বাধা ও প্রাণনাশের হুমকি : থানায় জিডি

সমিতির নেতা হিসাবে নয়, বন্ধু হিসাবে কাজ করতে চাই, সাঃ সম্পাদক প্রার্থী কফিল

#

নিজস্ব প্রতিবেদক

১৫ নভেম্বর, ২০২৫,  4:11 PM

news image


আসছে ২২ নভেম্বর ২০২৫ রোজ শনিবার আশুলিয়ায় বাইপাইল আড়ৎ ব্যবসায়ী কল্যাণ সমিতির ত্রি- বার্ষিক নির্বাচনকে ঘিরে

ব্যবসায়ীদের মধ্যে উৎসাহ উদ্দিপনার সৃষ্টি হয়েছে।দীর্ঘদিন পর সমিতির নির্বাচন অনুষ্ঠিত হতে যাওয়ায় এ নিয়ে ব্যবসায়ী সহ বিভিন মহলে চলছে আলোচন। আগামী দিনে আড়ৎ ব্যবসায়ী কল্যাণ সমিতির নেতৃত্বে কারা আসছেন এ নিয়ে আগ্রহের কমতি নেই কোথাও। সকল মহলেই চলছে আলোচনা

এ নির্বাচনে সাধারণ সম্পাদক প্রার্থী হিসেবে আড়ৎদার বিশিষ্ট ব্যবসায়ী মোঃ কফিল উদ্দিন ভুঁইয়া বাইপাইল আড়ৎ প্রতিষ্ঠা হওয়ার শুরু থেকে সাধারণ সম্পাদক হিসেবে দায়িত্ব পালন করে আসছেন। সেই থেকে ব্যবসায়ীদের সুবিধা ও অসুবিধা, সমিতির উন্নয়ন ও আড়ৎ এর বিভিন্ন রাস্তাঘাট আরসিসি ঢালাইসহ বিভিন্ন উন্নয়ন কর্মকান্ডে সততার সাথে দায়িত্ব পালন করে আসছেন।



এসময় আড়ৎ এর বিভিন্ন ব্যবসায়ী ও আড়ৎদারদের সাথে কথা হলে তারা জানান, কফিল উদ্দিন একজন ভালো সংগঠক। তিনি বাইপাইলে আড়ৎ প্রতিষ্ঠা শুরুতেই ব্যবসা  করে আসছেন। পরবর্তীতে বাইপাইল আড়ৎ ব্যবসায়ী কল্যাণ সমিতির প্রতিষ্ঠাতার শুরু থেকে সাধারণ সম্পাদক হিসাবে দায়িত্ব পালন করে আসছেন। তিনি সমিতির উন্নয়ন ও আড়ৎ এর রাস্তাঘাট তৈরি করে থাকেন। সমিতির কোন সদস্য সমস্যায় পড়লে তিনি খবর পাওয়া মাত্র তার কাছে ছুটে যেতেন এবং তার বিপদে আপদে পাশে দাঁড়াতেন। তাই আগামী ২২ নভেম্বর ২০২৫ তারিখে সমিতির ত্রি- বার্ষিক নির্বাচনে সমিতির উন্নয়ন ও আড়ৎ এর উন্নয়ন এর জন্য সাধারণ সম্পাদক পদে আমরা তাকেই চাই।


 এ সময় সাধারণ সম্পাদক প্রার্থী কফিল উদ্দিন ভূঁইয়া বলেন, বাইপাইলে আড়ৎ প্রতিষ্ঠা হওয়ার পর থেকেই আমি বাইপ্যাইল আড়ৎ ব্যবসায়ী কল্যাণ সমিতির সাধারণ সম্পাদক হিসাবে সততা ও নিষ্ঠার সাথে দায়িত্ব পালন করে আসছি। সমিতির সরকারি অনুমোদন থেকে শুরু করে বিভিন্ন উন্নয়নমূলক কার্যক্রম, ব্যবসায়ীদের সুযোগ-সুবিধা এবং আড়ৎ এর রাস্তাঘাট সহ বিভিন্ন উন্নয়নমূলক কর্মকাণ্ড করে আসছি। সমিতিকে আরো এগিয়ে নিয়ে যেতে আগামী ২২ নভেম্বর ২০২৫ তারিখে ১ম ত্রি- বার্ষিক নির্বাচনে আমি সাধারণ সম্পাদক  পদে প্রার্থী হয়েছি। এ আড়ৎ এর ব্যবসায়ীদের অতি আপন মানুষ  হিসাবে আমি  এ নির্বাচন করতেছি। তাই আমাকেও আপন মনে করে তরমুজ মার্কায় আপনাদের ভোট দেবেন। আমি আপনাদের ভাই, ভাতিজা, বন্ধু হিসেবে ভোট ভিক্ষা চাচ্ছি। আমি যদি জিততে পারি তাহলে রাত-দিন নাই আমি শুধু আপনাদের ডাকার অপেক্ষায় থাকবো। যখনই ডাকবেন আমি তখনই আসবো।

logo

সম্পাদক ও প্রকাশকঃ জাহিদুল ইসলাম