সংবাদ শিরোনাম
বায়েজীদ হোসেন, নওগাঁ
১৪ সেপ্টেম্বর, ২০২৫, 4:58 PM
নওগাঁর জাহানপুরে জামায়াত এমপি প্রার্থির অফিস উদ্বোধন
আসন্ন জাতীয় সংসদ নির্বাচনকে সামনে রেখে নওগাঁ-২ (ধামইরহাট–পত্নীতলা) আসনে নির্বাচনী মাঠ ক্রমেই সরব হয়ে উঠছে। এ আসনে জামায়াতে ইসলামী মনোনীত এমপি পদপ্রার্থী ইঞ্জিনিয়ার মোঃ এনামুল হক গতকাল
মঙ্গলবার ৬নং জাহানপুর ইউনিয়নে দিনব্যাপী ব্যাপক গণসংযোগ করেছেন। এ কর্মসূচিকে ঘিরে স্থানীয় রাজনৈতিক অঙ্গনে ব্যাপক আলোচনার সৃষ্টি হয়েছে।
ইউনিয়ন আমীর ও জামায়াত মনোনীত চেয়ারম্যান প্রার্থী মোহাম্মদ বায়েজীদ হোসেনের নেতৃত্বে আয়োজিত এ কর্মসূচির অংশ হিসেবে এমপি প্রার্থী ইউনিয়নের প্রায় সব শিক্ষা প্রতিষ্ঠানে গিয়ে শিক্ষকদের সঙ্গে মতবিনিময় করেন। শিক্ষা খাতের সমস্যা, শিক্ষকদের পেশাগত উন্নয়ন এবং তরুণ প্রজন্মকে সুশিক্ষায় গড়ে তোলার বিষয়ে তিনি তাঁর পরিকল্পনা উপস্থাপন করেন। পর্যবেক্ষকরা মনে করছেন, শিক্ষকদের সঙ্গে এই সরাসরি যোগাযোগ নির্বাচনী প্রচারণায় ইতিবাচক প্রভাব ফেলতে পারে।
এছাড়া পৃথকভাবে আয়োজিত মহিলা সমাবেশে তিনি নারীদের সামাজিক নিরাপত্তা, স্বাবলম্বিতা ও রাজনৈতিক অংশগ্রহণ নিয়ে আলোচনা করেন। একই দিনে তিনি ইউনিয়নে জামায়াতের নতুন কার্যালয় উদ্বোধন করেন, যা স্থানীয়ভাবে দলীয় কর্মীদের মধ্যে নতুন উদ্দীপনা সৃষ্টি করেছে।
দিনব্যাপী গণসংযোগ কর্মসূচির অংশ হিসেবে ইউনিয়ন আমীর ও জামায়াত মনোনীত চেয়ারম্যান প্রার্থী মোহাম্মদ বায়েজীদ হোসেনের সভাপতিত্বে একটি পথসভা অনুষ্ঠিত হয়। পথসভায় বক্তারা বলেন, “পি.আর. পদ্ধতি, সমতল ময়দান (লেভেল প্লেয়িং ফিল্ড) এবং সংস্কার ছাড়া নির্বাচন বাংলার জনগণ মেনে নেবে না। ধর্ম-বর্ণ নির্বিশেষে সকল মানুষের খাদেম হিসেবে খেদমত করাই জামায়াতে ইসলামী’র লক্ষ্য। ক্ষমতায় এলে দেশকে দুর্নীতি, চাঁদাবাজি ও দখলবাজ মুক্ত করা হবে।”
পথসভায় এলাকাবাসীর ব্যাপক অংশগ্রহণ দেখা যায়, যেখানে সাধারণ ভোটারদের মধ্যেও উচ্ছ্বাস লক্ষ্য করা যায়।
কর্মসূচিতে উপস্থিত ছিলেন নওগাঁ জেলা জামায়াতের ওলামা বিভাগের সভাপতি ও ধামইরহাট ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান প্রার্থী সহযোগী অধ্যাপক কাজী এ কে এম ফজলুর রহমান, উপজেলা জামায়াতের নায়েবে আমির ও উপজেলা পরিষদ চেয়ারম্যান পদপ্রার্থী মাওলানা মোঃ আতাউর রহমানসহ ইউনিয়ন জামায়াতের বিভিন্ন স্তরের দায়িত্বশীলবৃন্দ। তাঁদের উপস্থিতি প্রার্থীর গণসংযোগকে আরও বেগবান করে তোলে।
স্থানীয় রাজনৈতিক বিশ্লেষকদের মতে, ইঞ্জিনিয়ার এনামুল হকের এই গণসংযোগ কর্মসূচি নির্বাচনী মাঠে তাঁর সক্রিয় উপস্থিতি নিশ্চিত করেছে। বিশেষত শিক্ষক, নারী ও সাধারণ জনগণের সঙ্গে সরাসরি যোগাযোগের মাধ্যমে তিনি ভোটারদের একটি বড় অংশকে প্রভাবিত করার চেষ্টা করছেন।
দিনব্যাপী গণসংযোগ ও পথসভায় অংশগ্রহণকারীদের স্বতঃস্ফূর্ত সমর্থন এবং শুভেচ্ছা জানানো দেখে পর্যবেক্ষকরা বলছেন, এ কর্মসূচি নিঃসন্দেহে জামায়াত প্রার্থীর নির্বাচনী প্রচারণায় গতি সঞ্চার করেছে।
অবশেষে প্রোগ্রাম সফল করায় সকল বিভাগের দায়িত্বশীলদের ধন্যবাদ জানিয়ে আগামী নির্বাচনে জামায়াতের মনোনীত প্রার্থীকে ভোট দেয়ার আহ্বান জানানো হয় এবং সকলের সুস্বাস্থ্য ও দীর্ঘায়ু কামনা করে নির্দিষ্ট দোয়ার মাধ্যমে প্রোগ্রামের সমাপ্তি ঘোষণা করা হয়।
সম্পর্কিত