ঢাকা ০৬ ডিসেম্বর, ২০২৫
সংবাদ শিরোনাম
Marriage Notice দূর্নীতির বহুমাত্রিক অভিযোগ জাতীয় গৃহায়ণ প্রশাসকের বিরুদ্ধে ২০২৬ সালে যাত্রা শুরু করছে ‘ডা: ইদ্রিস ইন্টারন্যাশনাল স্কুল’ পটুয়াখালী মেডিকেল কলেজ এক লটে ৭০৩ সরঞ্জাম: দরপত্রে ক্রয় আইন লঙ্ঘনের অভিযোগ সাজানো মিথ্যে মামলায় জেল হাজতে খোকন সেখ: ফরিদ গঞ্জে ক্ষাভ টেকসই উন্নয়নে ফিলানথ্রপি উদ্যোগের ভূমিকা শীর্ষক সেমিনার অনুষ্ঠিত রেলওয়েকে লাভজনক করতে উদ্যোগ চলতি বছরে জরিমানা আদায় ২২ কোটি টাকার বেশি তদন্তের মুখেও জৌলুশ বাড়ছে গণপূর্তের প্রকৌশলী স্বপন চাকমার দি ইবনেসিনা ফার্মাসিউটিক্যাল এর ৪১তমবার্ষিক সাধারণ সভা অনুষ্ঠিত ২০২৫-২৬ কর বছরের আয়কর রিটার্ন দাখিলের সময় এক মাস বাড়ালো জাতীয় রাজস্ব বোর্ড

বিএনপির ৪৭তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে টংগিবাড়ীতে আলোচনা সভা ও বর্ণাঢ্য শোভাযাত্রা

#

রহমাতুল্লাহ শিশির

০৬ সেপ্টেম্বর, ২০২৫,  8:14 PM

news image


শনিবার, ৬ সেপ্টেম্বর ২০২৫ ইং, বিকাল ৩টা—মুন্সীগঞ্জ-২ (লৌহজং ও টংগিবাড়ী) নির্বাচনী এলাকার টংগিবাড়ী উপজেলা মাঠ প্রাঙ্গণে বাংলাদেশ জাতীয়তাবাদী দল-বিএনপির ৪৭তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে এক আলোচনা সভা ও বর্ণাঢ্য র‌্যালির আয়োজন করা হয়।

আয়োজক ছিল টংগিবাড়ী উপজেলা বিএনপি ও অঙ্গ-সহযোগী সংগঠনসমূহ।

অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বিএনপির যুগ্ম মহাসচিব ও মুন্সীগঞ্জ-২ আসনের গণমানুষের নেতা অ্যাডভোকেট আব্দুস সালাম আজাদ।

প্রধান বক্তা ছিলেন বীর মুক্তিযোদ্ধা এম. এ. মালেক, প্রান্তিক জনগোষ্ঠী উন্নয়ন বিষয়ক সম্পাদক, বিএনপি।

বিশেষ বক্তা হিসেবে বক্তব্য রাখেন বীর মুক্তিযোদ্ধা বাবুল আহমেদ, সদস্য, জাতীয় নির্বাহী কমিটি, বিএনপি।

সভাপতিত্ব করেন আলহাজ্ব আলী আজগর রিপন মল্লিক, সভাপতি, টংগিবাড়ী উপজেলা বিএনপি।

আলোচনা সভায় বক্তারা বলেন,

“স্বাধীনতার ঘোষক শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমান জাতির প্রয়োজনে ১৯৭৮ সালে একদলীয় বাকশাল ব্যবস্থার বিপরীতে জনগণের প্রত্যাশা অনুযায়ী বাংলাদেশ জাতীয়তাবাদী দল (বিএনপি) প্রতিষ্ঠা করেছিলেন। স্বাধীনতা, সার্বভৌমত্ব ও আইনের শাসন প্রতিষ্ঠার লক্ষ্যে এই দল কাজ করে যাচ্ছে।”


তারা আরও বলেন, “গত ১৬ বছর ধরে দেশ এক প্রকার স্বৈরশাসনের মধ্যে দিয়ে চলেছে। খুন, গুম, হত্যা এবং সংবাদমাধ্যমের স্বাধীনতা হরণ করে দেশকে একপ্রকার পরাধীন রাষ্ট্রে পরিণত করা হয়েছে। আগামী ফেব্রুয়ারিতে একটি সুষ্ঠু ও গ্রহণযোগ্য নির্বাচনের মাধ্যমে বিএনপি সরকার গঠন করলে দেশে ন্যায়বিচার ও আইনের শাসন প্রতিষ্ঠা পাবে।”

সভায় নেতৃবৃন্দ বিক্রমপুরবাসীর দীর্ঘদিনের দাবির প্রতি গুরুত্বারোপ করে বলেন,

“মাওয়া থেকে মুন্সীগঞ্জের বাংলাবাজার পর্যন্ত স্থায়ী বাঁধ নির্মাণের উদ্যোগ নিতে হবে। নদীভাঙনের হাত থেকে জনপদকে রক্ষা করতে দ্রুত পদক্ষেপ নিতে সরকারের প্রতি আহ্বান জানানো হয়।”

logo

সম্পাদক ও প্রকাশকঃ জাহিদুল ইসলাম