মোস্তাফিজুর রহমান চট্টগ্রাম প্রতিনিধি :
০৯ সেপ্টেম্বর, ২০২৫, 4:28 PM
বিএনপি ক্ষমতায় গেলে উন্নয়নে এগিয়ে যাবে বাংলাদেশ
* চট্টগ্রামে ফ্রি মেডিকেল ক্যাম্পে ইসরাফিল খসরু মাহমুদ চৌধুরী
স্বাস্থ্য সেবা সম্পর্কে জণসচেতনতা সৃষ্টি এবং জীবন যাত্রার মান উন্নয়নের লক্ষ্যে ইসরাফিল খসরু মাহমুদ চৌধুরীর পক্ষ থেকে পতেঙ্গা থানার ৪১ নং ওয়ার্ডস্থ বিএনপির আয়োজনে ফ্রি মেডিকেল ক্যাম্পিং ও আলোচনা সভার আয়োজন করা হয়।
৯ সেপ্টেম্বর (মঙ্গলবার )সকাল ১০ টার সময় চট্টগ্রাম নগরীর পতেঙ্গা থানার ৪১নং ওয়ার্ড সুমাইয়া কনভেনশন হলে বিএনপির আহ্বায়ক নাজমুল হুদা চৌধুরী নাজিমের সভাপতিত্বে ও সদস্য সচিব আলী আজমের সঞ্চালনায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, বিএনপির আন্তর্জাতিক বিষয়ক উপ-কমিটির সদস্য ইসরাফিল খসরু মাহমুদ চৌধুরী।
এসময় মেডিকেল ক্যাম্পিং এ আরও উপস্থিত ছিলেন , চট্টগ্রাম মহানগর বিএনপির আহ্বায়ক কমিটির যুগ্ম আহ্বায়ক মোহাম্মদ মিয়া ভোলা,নগর সদস্য হাজী মুজিবুল হক।এতে আরও উপস্থিত ছিলেন,বিএনপির নেতা শাহাব উদ্দিন,ডা.নুরুল আবছার, ইসমাইল হোসেন,
আব্দুস সাত্তার কন্ট্রাটর,মো.ইলিয়াস, সোলাইমান, আবু জাফর, হারুন কোম্পানি, রফিক, আলমগীর,শফি মেম্বার, ওসমান,নজরুল, আবদুল হাকিম, সুমন, পাবেল, সবুর,লিটন,ইকবাল, নাছির সহ আরও অনেকেই।
এসময় বিএনপির আন্তর্জাতিক বিষয়ক উপ-কমিটির সদস্য ইসরাফিল খসরু মাহমুদ চৌধুরীর কাছে জানতে চাইলে তিনি খবর ২৪ কে বলেন,বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান ঘোষিত বিএনপির ৩১ দফা দাবির কর্মসূচির মধ্যে স্বাস্থ্যখাতে সংস্কার অন্যতম এবং জনগণের সমর্থনের মধ্য দিয়ে বিএনপি ক্ষমতায় গেলে একদিকে যেমন রাজনৈতিক পরিবর্তন ঘটবে, অন্যদিকে উন্নয়নে এগিয়ে যাবে বাংলাদেশ।
এবিষয়ে ৪১ নং ওয়ার্ড বিএনপির আহ্বায়ক নাজমুল হুদা চৌধুরী নাজিম বলেন, আগামী জাতীয় সংসদ নির্বাচনে বিএনপি কে জয়যুক্ত করতে আমাদের সবাইকে ঐক্যবদ্ধ হয়ে কাজ করতে হবে, আমরা ৩১ দফা দাবির উদ্দেশ্য প্রতিটি ঘরে ঘরে ছমাদের এই দফা পৌঁছে দিতে হবে। তিনি আরও বলেন,সকাল থেকে সুমাইয়া কনভেনশন হলে ১১ শতাধিক নারী ও পুরুষ কে ফ্রি মেডিকেল চিকিৎসা দেয়া হয়েছে বলে জানান।