ঢাকা ২৯ জানুয়ারি, ২০২৬
সংবাদ শিরোনাম
পরিত্যক্ত ঘর থেকে ব্রাহ্মণবাড়িয়ায় অস্ত্র, ককটেল উদ্ধার করেছে র‍্যাব শিল্পকলায় ইউএপি ড্রামা ক্লাবের ‘পোস্টমর্টেম’ নাটকের মঞ্চায়ন মাইক্রো ক্রেডিটরেগুলেটর অথরিটির কর্মকর্তার স্ত্রীর মরদেহ উদ্ধার স্বতন্ত্র প্রার্থি হিসেবে টিকে গেলেন রাজিব উদ দৌলা চৌধূরী উত্তরাধিকার ও উত্তরণের সন্ধিক্ষণে তারেক রহমান সাংবাদিকদের সংবর্ধনা দিলো নতুনধারা ফাউন্ডেশন ১০ জনকে পুরস্কার বরুড়া ওসির প্রশ্রয়ে চলছে মাটি লুট যৌথবাহিনীর সন্ত্রাসী আটককে “নাটক ” মনে করেন তিনি যাত্রাবাড়ীর এলাকার স্থানীয় বাসিন্দা যশোরে অস্ত্রের মুখে ব্যবসায়ীকে অপহরণ রাজধানী চন্দ্রিমা মডেল টাউনে রাজউকের অনুমোদন বিহীন ব্যাঙেরছাতার মতো ১০ ও ১৫ তলা ভবন গড়ে উঠেছে ডেমরায় ভবন নির্মাণ কাজে বাধা ও প্রাণনাশের হুমকি : থানায় জিডি

মোড়লগঞ্জ শ্রমিক দলের সাধারণ সম্পাদকের বিরুদ্ধে ফ্যাসিস্ট দোসরদের ব্যবসা রক্ষার অভিযোগ

#

নিজস্ব প্রতিবেদক

০৪ অক্টোবর, ২০২৫,  6:05 PM

news image


‎বাগেরহাটের মোল্লারহাট উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ও একাধিকবার নির্বাচিত উপজেলা চেয়ারম্যান শাহিনুর আলম সানা মিয়াসহ একাধিক আওয়ামীলীগ নেতার ব্যবসা বাণিজ্য দেখা শোনার দায়িত্ব নিয়েছেন মোড়লগঞ্জ শ্রমিক দলের সাধারণ সম্পাদক ও বিএনপি নেতা মশিউর রহমান জুয়েল।

এমন অভিযোগের  কারণে স্থাণীয় বিএনপি নেতাকর্মিদের মাঝে ব্যাপক প্রতিক্রিয়ার জন্ম হয়েছে। যার বড় প্রভাব পড়বে আগামী জাতীয় নির্বাচনে, এমনটি বলছেন খোদ বিএনপি নেতাকর্মিদের অনেকেই। 

জানা গেছে, মোল্লারহাট উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ও একাধিকবার নির্বাচিত উপজেলা চেয়ারম্যান শাহিনুর আলম সানা মিয়ার ‘ইমা’ পরিবহন ব্যবসা নিয়ন্ত্রণ করছেন বিএনপি নেতা জুয়েল। 

শুধু ইমা পরিবহন ব্যবসা নিয়ন্ত্রণই নয়, স্থানীয় ব্যবসা-বাণিজ্যে প্রভাব খাটানো, ক্ষমতাশালীদের সঙ্গে হাত মিলিয়ে নিজ দলীয় নেতাকর্মিদের অবহেলা করে নিজ স্বার্থ হাসিল করে চলেছেন বিএনপির এই নেতা। 

নেতা কর্মিরা জুয়েলের বিরুদ্ধে  ব্যক্তিস্বার্থ  হাসিলসহ ফ্যাসিবাদী কর্মকাণ্ডে সহযোগিতা করার অভিযোগ তুলেছে।   স্থানীয়রা বলছেন, বিএনপির একজন দায়িত্বশীল নেতা হয়েও জুয়েল এখন ফ্যাসিবাদের সহচর হিসেবে পরিচিতি পেয়েছেন।

‎স্থানীয় এক বিএনপি কর্মী ক্ষোভ প্রকাশ করে জানান, ফ্যাসিবাদের আমলে আমাদের ওপর নির্যাতনের স্টিম রোলার চালানো হয়েছিল সানা মিয়ার নির্দেশে। অথচ আজ দেখি বিএনপিরই কিছু নেতা, যেমন জুয়েল, তাদের সঙ্গে হাত মিলিয়ে চলছে। এটা আমাদের জন্য লজ্জাজনক।”‎

স্থানীয় ত্যাগী বিএনপি নেতাদের অনেকেই বলছেন, এভাবে যদি স্থানীয় বিএনপি নেতাদের একটি অংশের  ফ্যাসিবাদের দোসরদের সঙ্গে সম্পৃক্ততা কোনভঅবেই সাধারণ মানুষ ভালভাবে নিচ্ছে না। এতে আগামী জাতীয় নির্বাচনে দল বড় ক্ষতির মুখে পড়বে। 

এ বিষয়ে জানতে বিএনপি নেতা জুয়েলের মোবাইলে যোগাযোগ করা হলে তিনি বলেন, ব্যবসা বাণিজ্য অনেকেই অনেকভাবে করছেন। শুধূ আমাকে কেন টার্গেট করা হচ্ছে বুঝতে পারছি না। এর বিচার আল্লাহ করবে বলে মন্তব্য করেন তিনি। 

স্থানীয় নেতাকর্মিদের দাবি এমন ঘটনার বিষয়ে কেন্দ্রিয় তদন্ত ও ব্যবস্থা গ্রহণ জরুরি। কারো ব্যক্তি লোভের কাছে দল পরাজিত হতে পারে না। 

logo

সম্পাদক ও প্রকাশকঃ জাহিদুল ইসলাম