ঢাকা ০৬ ডিসেম্বর, ২০২৫
সংবাদ শিরোনাম
Marriage Notice দূর্নীতির বহুমাত্রিক অভিযোগ জাতীয় গৃহায়ণ প্রশাসকের বিরুদ্ধে ২০২৬ সালে যাত্রা শুরু করছে ‘ডা: ইদ্রিস ইন্টারন্যাশনাল স্কুল’ পটুয়াখালী মেডিকেল কলেজ এক লটে ৭০৩ সরঞ্জাম: দরপত্রে ক্রয় আইন লঙ্ঘনের অভিযোগ সাজানো মিথ্যে মামলায় জেল হাজতে খোকন সেখ: ফরিদ গঞ্জে ক্ষাভ টেকসই উন্নয়নে ফিলানথ্রপি উদ্যোগের ভূমিকা শীর্ষক সেমিনার অনুষ্ঠিত রেলওয়েকে লাভজনক করতে উদ্যোগ চলতি বছরে জরিমানা আদায় ২২ কোটি টাকার বেশি তদন্তের মুখেও জৌলুশ বাড়ছে গণপূর্তের প্রকৌশলী স্বপন চাকমার দি ইবনেসিনা ফার্মাসিউটিক্যাল এর ৪১তমবার্ষিক সাধারণ সভা অনুষ্ঠিত ২০২৫-২৬ কর বছরের আয়কর রিটার্ন দাখিলের সময় এক মাস বাড়ালো জাতীয় রাজস্ব বোর্ড

ষড়যন্ত্র করে লাভ নেই তারেক রহমানের হাত ধরে দেশ সামনে এগোবে : আমান উল্লাহ আমান

#

রহমাতুল্লাহ শিশির

১৩ অক্টোবর, ২০২৫,  3:43 PM

news image


ষড়যন্ত্র করে কোন লাভ হবে না।  দেশ ও মানুষের প্রাণের স্পন্দন তাকের রহমানের হাত ধরেই সামনে এগোবে বাংলাদেশ । তার অনুপস্থিতিতে অনেকেই অনেক ষড়যন্ত্র করে নির্বাচন বানচালের চেষ্টা করছেন।  মানুষকে বিভ্রান্ত করতে পিআর নামের এক পদ্ধতির অবতরনা করে চলেছে। যা জনগণ বুঝে কিনা সে বিষয়ে তাদের কোন মাথা ব্যথ্যা নেই। এসব মন্তব্য করেছেন  বিএনপি চেয়ারপারসনের উপদেষ্টা কাউন্সিলের সদস্য, সাবেক মন্ত্রী,সাবেক ডাকসু ভিপি   আমান উল্লাহ আমান।

আজ সোমবার (১৩ অক্টোবর) দুপুরে জাতীয় প্রেসক্লাবে এক আলোচনা সভায় তিনি এ মন্তব্য করেন। তিনি বলেন, 

ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান দেশে ফিরে ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে অংশ নিয়ে দলের নির্বাচনী প্রচারণায় নেতৃত্ব দেবেন বলে জানিয়েছেন বিএনপি  আমান উল্লাহ আমান বলেন, ‘অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা ড. মুহাম্মদ ইউনূস ঘোষণা করেছেন ২৬ সালের ফেব্রুয়ারি প্রথমার্ধে জাতীয় নির্বাচন হবে। এই নির্বাচনে আমাদের নেতা বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান দেশে এসে এই নির্বাচনে অংশগ্রহণ করবেন এবং নির্বাচনের প্রচারণায় তিনিই থাকবেন, তিনিই নেতৃত্ব দেবেন। ’


তিনি বলেন, ফ্যাসিস্ট সরকারবিরোধী আন্দোলনে তারেক রহমানের ভবিষ্যৎবাণী ‘সত্য হয়েছে’ বলে মন্তব্য করেন তিনি। বলেন, ‘আপনারা দেখবেন, তারেক রহমান যে কথাগুলো বলেছিলেন সেই কথাগুলো সত্য হয়েছে। যেমন, তিনি বলেছিলেন, দেশ যাবে কোন পথে, ফয়সালা হবে রাজপথে। ফয়সালা কিন্তু রাজপথেই হয়েছে। ’ 


কোনো দলের নাম উল্লেখ না করে আমান উল্লাহ আমান বলেন, ‘আজকে বাংলাদেশের নির্বাচন নিয়ে একটি দল ষড়যন্ত্র ও চক্রান্ত করছে। স্বাধীনতার সময় যাদের বিতর্কিত ভূমিকা ছিল, তারা আজ পিআর পদ্ধতির নামে নির্বাচন বানচালের চেষ্টা করছে। আমরা স্পষ্ট করে বলতে চাই, নির্বাচন বানচাল করা যাবে না। ’


জামায়াতে ইসলামী, এনসিপিসহ কয়েকটি দল নির্বাচনে সংখ্যানুপাতিক প্রতিনিধিত্ব (পিআর) পদ্ধতি চালুর দাবি জানিয়ে আসছে। তবে বিএনপিসহ কয়েকটি দল এর বিরোধিতা করে বর্তমান সরাসরি ভোট পদ্ধতি বজায় রাখার দাবি জানাচ্ছে।


আমান উল্লাহ আমান বলেন, ‘আজকে বিভিন্ন জায়গায় নির্বাচনের ক্ষেত্রে বাধা সৃষ্টি করা হচ্ছে এবং বিশেষ সময়ে বিশেষ বক্তব্য রেখে বিএনপিকে কটাক্ষের চেষ্টা করা হচ্ছে। আপনারা দীর্ঘ ১৬ বছরের আন্দোলন দেখেছেন— স্বৈরাচারবিরোধী, এরশাদবিরোধী আন্দোলন দেখেছেন— জিয়া পরিবার সব সময় জনগণের পাশে ছিল, জনগণের পাশে ছিল বিএনপি। ’

জাতীয় প্রেসক্লাবের তোফাজ্জল হোসেন মানিক মিয়া হলে ডেমোক্র্যাটিক লীগের উদ্যোগে দলটির প্রয়াত নেতা সাইফুদ্দিন আহমেদ মনির দ্বিতীয় মৃত্যুবার্ষিকী উপলক্ষে আয়োজিত এই আলোচনা সভায় গণতান্ত্রিক আন্দোলন, বিশেষ করে ভোটের অধিকার প্রতিষ্ঠায় মনির ভূমিকার কথা স্মরণ করেন আমান উল্লাহ আমান।

আলোচনা সভায় সভাপতিত্ব করেন দলের সহ-সভাপতি মাহবুব আলম এবং সঞ্চালনা করেন সাধারণ সম্পাদক খোকন চন্দ্র দাস।  

সভায় আরও বক্তব্য দেন- ন্যাশনাল পিপলস পার্টির ফরিদুজ্জামান ফরহাদ, বিএনপির খায়রুল কবির খোকন, সাম্যবাদী দলের সৈয়দ নুরুল ইসলাম, গণদলের এটিএম গোলাম মাওলা চৌধুরী এবং গ্লোবাল বাংলাদেশিজ অ্যালায়েন্স ফর হিউম্যান রাইটসের আহ্বায়ক ও অতীশ দীপঙ্কর বিশ্ববিদ্যালয় ট্রাস্টের চেয়ারম্যান শামসুল আলম লিটন।

logo

সম্পাদক ও প্রকাশকঃ জাহিদুল ইসলাম