ঢাকা ২৯ জানুয়ারি, ২০২৬
সংবাদ শিরোনাম
পরিত্যক্ত ঘর থেকে ব্রাহ্মণবাড়িয়ায় অস্ত্র, ককটেল উদ্ধার করেছে র‍্যাব শিল্পকলায় ইউএপি ড্রামা ক্লাবের ‘পোস্টমর্টেম’ নাটকের মঞ্চায়ন মাইক্রো ক্রেডিটরেগুলেটর অথরিটির কর্মকর্তার স্ত্রীর মরদেহ উদ্ধার স্বতন্ত্র প্রার্থি হিসেবে টিকে গেলেন রাজিব উদ দৌলা চৌধূরী উত্তরাধিকার ও উত্তরণের সন্ধিক্ষণে তারেক রহমান সাংবাদিকদের সংবর্ধনা দিলো নতুনধারা ফাউন্ডেশন ১০ জনকে পুরস্কার বরুড়া ওসির প্রশ্রয়ে চলছে মাটি লুট যৌথবাহিনীর সন্ত্রাসী আটককে “নাটক ” মনে করেন তিনি যাত্রাবাড়ীর এলাকার স্থানীয় বাসিন্দা যশোরে অস্ত্রের মুখে ব্যবসায়ীকে অপহরণ রাজধানী চন্দ্রিমা মডেল টাউনে রাজউকের অনুমোদন বিহীন ব্যাঙেরছাতার মতো ১০ ও ১৫ তলা ভবন গড়ে উঠেছে ডেমরায় ভবন নির্মাণ কাজে বাধা ও প্রাণনাশের হুমকি : থানায় জিডি

সাবেক কাউন্সিলর সুলতান উদ্দিন আহমেদের বহিষ্কারাদেশ প্রত্যাহারে দোয়া মাহফিল

#

নিজস্ব প্রতিবেদক

২০ নভেম্বর, ২০২৫,  8:15 PM

news image


গাজীপুর মহানগরীর পূবাইল থানাধীন ৪২ নম্বর ওয়ার্ডের তালুটিয়া চেয়ারম্যান বাড়িতে বুধবার বিকেল ৪টায় বাংলাদেশ জাতীয়তাবাদী দল (বিএনপি) থেকে বহিষ্কারাদেশ প্রত্যাহার প্রসঙ্গে সাবেক কাউন্সিলর ও সাবেক ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান আলহাজ্ব সুলতান উদ্দিন আহমেদের উদ্যোগে দোয়া ও মিলাদ মাহফিল অনুষ্ঠিত হয়।

অনুষ্ঠানে সভাপতিত্ব করেন পূবাইল থানা বিএনপির সভাপতি মনির হোসেন সিকদার বকুল।

এতে বক্তব্য দেন , দেলোয়ার হোসেন, সিনিয়র সহ-সভাপতি, পূবাইল থানা বিএনপি আরিফ হোসেন ভূঁইয়া, সাংগঠনিক সম্পাদক, পূবাইল থানা বিএনপি জাকির হোসেন সরকার, সিনিয়র যুগ্ম সাধারণ সম্পাদক

আসাদ হোসেন বুলবুল, সম্মানিত সদস্য সাখাওয়াত হোসেন খোকন, সম্মানিত সদস্য অনুষ্ঠান সঞ্চালনা করেন রাকিব হোসেন মোল্লা।

সুলতান উদ্দিন আহমেদের বক্তব্য অনুষ্ঠানে বক্তব্য রাখতে গিয়ে আলহাজ্ব সুলতান উদ্দিন আহমেদ বলেন, তিনি ছাত্রজীবন থেকেই রাজনীতির সঙ্গে সম্পৃক্ত।

১৯৮৮ সালে সর্বোচ্চ ভোটে পুবাইল ইউনিয়ন পরিষদের সদস্য নির্বাচিত হয়ে জনসেবার পথচলা শুরু করেন। পরবর্তীতে ২০০৩ সালে ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান নির্বাচিত হয়ে ২০১২ সাল পর্যন্ত দীর্ঘ প্রায় এক দশক সুনামের সঙ্গে দায়িত্ব পালন করেন।

তিনি তাঁর রাজনৈতিক জীবনে সংঘটিত নানা ঘটনাপ্রবাহ এবং বিভিন্ন নির্বাচনী অভিজ্ঞতার কথাও তুলে ধরেন।

দলে প্রত্যাবর্তন ২০২৩ সালের ২৫ জুন গাজীপুর সিটি কর্পোরেশন নির্বাচনে অংশগ্রহণের কারণে দলীয় সিদ্ধান্ত অনুযায়ী তাকে বিএনপি থেকে বহিষ্কার করা হয়। তবে তিনি জানান, বহিষ্কৃত অবস্থাতেও তিনি দলের কর্মসূচি থেকে নিজেকে দূরে রাখেননি।

পরে গাজীপুর মহানগর বিএনপির সাধারণ সম্পাদক এম মনজুরুল করিম রনি এবং গাজীপুর জেলা বিএনপির আহ্বায়ক এ কে এম ফজলুল হক মিলনের সহযোগিতায় তার বহিষ্কারাদেশ প্রত্যাহার করা হয়।

সমর্থনের আহ্বান বক্তব্যে তিনি বলেন “ধানের শীষ আমাদের নির্বাচনী প্রতীক। গাজীপুরে দলের প্রার্থীদের বিজয়ী করতে সকলকে ঐক্যবদ্ধ থাকতে হবে।” অনুষ্ঠানের শেষে দোয়া ও মিলাদের মধ্য দিয়ে কর্মসূচি সম্পন্ন হয়।

logo

সম্পাদক ও প্রকাশকঃ জাহিদুল ইসলাম