ঢাকা ০৬ ডিসেম্বর, ২০২৫
সংবাদ শিরোনাম
Marriage Notice দূর্নীতির বহুমাত্রিক অভিযোগ জাতীয় গৃহায়ণ প্রশাসকের বিরুদ্ধে ২০২৬ সালে যাত্রা শুরু করছে ‘ডা: ইদ্রিস ইন্টারন্যাশনাল স্কুল’ পটুয়াখালী মেডিকেল কলেজ এক লটে ৭০৩ সরঞ্জাম: দরপত্রে ক্রয় আইন লঙ্ঘনের অভিযোগ সাজানো মিথ্যে মামলায় জেল হাজতে খোকন সেখ: ফরিদ গঞ্জে ক্ষাভ টেকসই উন্নয়নে ফিলানথ্রপি উদ্যোগের ভূমিকা শীর্ষক সেমিনার অনুষ্ঠিত রেলওয়েকে লাভজনক করতে উদ্যোগ চলতি বছরে জরিমানা আদায় ২২ কোটি টাকার বেশি তদন্তের মুখেও জৌলুশ বাড়ছে গণপূর্তের প্রকৌশলী স্বপন চাকমার দি ইবনেসিনা ফার্মাসিউটিক্যাল এর ৪১তমবার্ষিক সাধারণ সভা অনুষ্ঠিত ২০২৫-২৬ কর বছরের আয়কর রিটার্ন দাখিলের সময় এক মাস বাড়ালো জাতীয় রাজস্ব বোর্ড

সাবেক কাউন্সিলর সুলতান উদ্দিন আহমেদের বহিষ্কারাদেশ প্রত্যাহারে দোয়া মাহফিল

#

নিজস্ব প্রতিবেদক

২০ নভেম্বর, ২০২৫,  8:15 PM

news image


গাজীপুর মহানগরীর পূবাইল থানাধীন ৪২ নম্বর ওয়ার্ডের তালুটিয়া চেয়ারম্যান বাড়িতে বুধবার বিকেল ৪টায় বাংলাদেশ জাতীয়তাবাদী দল (বিএনপি) থেকে বহিষ্কারাদেশ প্রত্যাহার প্রসঙ্গে সাবেক কাউন্সিলর ও সাবেক ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান আলহাজ্ব সুলতান উদ্দিন আহমেদের উদ্যোগে দোয়া ও মিলাদ মাহফিল অনুষ্ঠিত হয়।

অনুষ্ঠানে সভাপতিত্ব করেন পূবাইল থানা বিএনপির সভাপতি মনির হোসেন সিকদার বকুল।

এতে বক্তব্য দেন , দেলোয়ার হোসেন, সিনিয়র সহ-সভাপতি, পূবাইল থানা বিএনপি আরিফ হোসেন ভূঁইয়া, সাংগঠনিক সম্পাদক, পূবাইল থানা বিএনপি জাকির হোসেন সরকার, সিনিয়র যুগ্ম সাধারণ সম্পাদক

আসাদ হোসেন বুলবুল, সম্মানিত সদস্য সাখাওয়াত হোসেন খোকন, সম্মানিত সদস্য অনুষ্ঠান সঞ্চালনা করেন রাকিব হোসেন মোল্লা।

সুলতান উদ্দিন আহমেদের বক্তব্য অনুষ্ঠানে বক্তব্য রাখতে গিয়ে আলহাজ্ব সুলতান উদ্দিন আহমেদ বলেন, তিনি ছাত্রজীবন থেকেই রাজনীতির সঙ্গে সম্পৃক্ত।

১৯৮৮ সালে সর্বোচ্চ ভোটে পুবাইল ইউনিয়ন পরিষদের সদস্য নির্বাচিত হয়ে জনসেবার পথচলা শুরু করেন। পরবর্তীতে ২০০৩ সালে ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান নির্বাচিত হয়ে ২০১২ সাল পর্যন্ত দীর্ঘ প্রায় এক দশক সুনামের সঙ্গে দায়িত্ব পালন করেন।

তিনি তাঁর রাজনৈতিক জীবনে সংঘটিত নানা ঘটনাপ্রবাহ এবং বিভিন্ন নির্বাচনী অভিজ্ঞতার কথাও তুলে ধরেন।

দলে প্রত্যাবর্তন ২০২৩ সালের ২৫ জুন গাজীপুর সিটি কর্পোরেশন নির্বাচনে অংশগ্রহণের কারণে দলীয় সিদ্ধান্ত অনুযায়ী তাকে বিএনপি থেকে বহিষ্কার করা হয়। তবে তিনি জানান, বহিষ্কৃত অবস্থাতেও তিনি দলের কর্মসূচি থেকে নিজেকে দূরে রাখেননি।

পরে গাজীপুর মহানগর বিএনপির সাধারণ সম্পাদক এম মনজুরুল করিম রনি এবং গাজীপুর জেলা বিএনপির আহ্বায়ক এ কে এম ফজলুল হক মিলনের সহযোগিতায় তার বহিষ্কারাদেশ প্রত্যাহার করা হয়।

সমর্থনের আহ্বান বক্তব্যে তিনি বলেন “ধানের শীষ আমাদের নির্বাচনী প্রতীক। গাজীপুরে দলের প্রার্থীদের বিজয়ী করতে সকলকে ঐক্যবদ্ধ থাকতে হবে।” অনুষ্ঠানের শেষে দোয়া ও মিলাদের মধ্য দিয়ে কর্মসূচি সম্পন্ন হয়।

logo

সম্পাদক ও প্রকাশকঃ জাহিদুল ইসলাম