নিজস্ব প্রতিবেদক
৩০ আগস্ট, ২০২৫, 3:22 PM
সাবেক সংসদ সদস্য বোরহান উদ্দিনের ইন্তেকাল
সাবেক সংসদ সদস্য অধ্যাপক বোরহান উদ্দিন ইন্তেকাল করেছেন। ইন্নালিল্লাহি অ ইন্না ইলাহি রাজেউন।
শহীদ রাষ্ট্র পতি জিয়াউর রহমানের সময়ের বেগমগঞ্জ উপজেলা থেকে নির্বাচিত হয়ে জাতীয় সংসদ সদস্য হন। অধ্যাপক বোরহান উদ্দিন
তিনি ছিলেন একজন সৎ ও কর্মিবান্ধব রাজনীতিক। তার মৃত্যুতে এলাকায় শোকের ছাঁয়া নেমে আসে। বার্ধক্য জনিত কারণে তার মৃত্যু হয় বলে পারিবারিক সূত্র থেকে জানানো হয়েছে।
জানা যায়, একজন পরিচ্ছন্ন রাজনীতিক হিসেবে অধ্যাপক বোরহান উদ্দিনের সর্বমহলে গ্রহণযোগ্যতা ছিলো।
এলাকা বাসীর পক্ষ থেকে মরহুমের আত্মার মাগফেরাত কামনা করে তার বিদেহী আত্মার শান্তি কামনায় দেশবাসির কাছে দোয়া কামনা করা হয়েছে।
মরহুমের মৃত্যুতে ঢাকাস্ত নোয়াখালী জার্নালিস্ট ফোরামের পক্ষ থেকে দৈনিক কালের ছবির বিশেষ প্রতিবেদক মোঃ রাজিব উদ দৌলা চৌধূরি শোক জানিয়ে মরহুমের আত্মার শান্তি কামনা করেন।