হাবিবুর রহমান রতন, নেত্রকোনা
২৬ আগস্ট, ২০২৫, 4:35 PM
আরও ছয় উপজেলায় বিএনপির কমিটি অনুমোদন, প্রতিবাদে সংবাদ সম্মেলন
নেত্রকোনার দুর্গাপুর, কেন্দুয়া, আটপাড়া, মদন, খালিয়াজুরী ও মদন উপজেলা বিএনপির পূর্ণাঙ্গ কমিটি অনুমোদন দেওয়া হয়েছে। প্রতি উপজেলাতে ১০১ সদস্য বিশিষ্ট কমিটির অনুমোদন দেন জেলা বিএনপির আহ্বায়ক ডা. মো. আনোয়ারুল হক ও সদস্য সচিব ড. মো. রফিকুল ইসলাম হিলালী।
কেন্দুয়া ও আটপাড়া উপজেলা বিএনপির একাংশের নেতাকর্মীরা দলীয় ত্যাগী নেতাকর্মীদের কমিটিতে না রাখার প্রতিবাদে গতকাল সোমবার সন্ধ্যায় নেত্রকোনা জেলা প্রেসক্লাবে সংবাদ সম্মেলন করেছে।
গত বৃহস্পতিবার রাত থেকে গত শনিবার এসব কমিটির অনুমোদন করা হলেও বিষয়টি গোপন রাখা হয়। এরপর গত রোববার দুপুর থেকে কমিটিগুলোর তালিকা ফেসবুকে ছড়িয়ে পড়ে। এরমধ্যে মদন উপজেলায় কমিটিতে সরকারি বিদ্যালয়ের একজন শিক্ষককে ছাত্রবিষয়ক সম্পাদক রাখা হয়।
এ ছাড়া কেন্দুয়া ও আটপাড়া উপজেলায় কমিটি নিয়ে বিরূপ প্রতিক্রিয়ার সৃষ্টি হয়। এ নিয়ে গত সোমবার সন্ধ্যায় কেন্দুয়া উপজেলা বিএনপির একাংশের নেতাকর্মীরা নেত্রকোনা জেলা প্রেসক্লাবে সংবাদ সম্মেলন করে।
বিএনপির দলীয় সূত্রে জানা গেছে, গত ২০২২ সালের ৯ এপ্রিল মদন উপজেলা বিএনপির সম্মেলন অনুষ্ঠিত হয়েছিল। সেখানে নূরুল আলম তালুকদারকে সভাপতি এবং রফিকুল ইসলাম আকন্দকে সাধারণ সম্পাদক নির্বাচিত করা হয়। দীর্ঘদিন পর গত বৃহস্পতিবার পূর্ণাঙ্গ কমিটি গঠন করা হয়।
কমিটিতে মদন দক্ষিণপাড়া সরকারি প্রাথমিক বিদ্যালয়ের সহকারী শিক্ষক মজিবুর রহমানকে ছাত্রবিষয়ক সম্পাদক রাখা হয়। এ নিয়ে সমালোচনার সৃষ্টি হয়। এদিকে ২০২২ সালে ২৮ মার্চ কেন্দুয়া উপজেলা বিএনপির সম্মেলনে জয়নাল আবেদীন ভূঁইয়াকে সভাপতি ও সাধারণ সম্পাদক হিসেবে মজিবুর রহমানকে নির্বাচিত করা হয়। গত শনিবার পূর্ণাঙ্গ কমিটি অনুমোদন করে জেলা কমিটি।
কেন্দুয়া উপজেলা বিএনপির একাংশের নেতাকর্মীরা গতকাল সোমবার সন্ধ্যায় নেত্রকোনা জেলা প্রেসক্লাবে সংবাদ সম্মেলন করেন। ত্যাগী ও নির্যাতিত নেতা-কর্মীদের ব্যানারে অনুষ্ঠিত সংবাদ সম্মেলনে লিখিত বক্তব্য পাঠ করেন কেন্দুয়া উপজেলা বিএনপির সাবেক সাধারণ সম্পাদক ও কেন্দুয়া উপজেলা পরিষদের সাবেক চেয়ারম্যান দেলোয়ার হোসেন ভূঁইয়া। এ সময় কেন্দুয়া পৌর বিএনপির সাবেক আহ্বায়ক সৈয়দ মাহমুদুল হক, সাবেক সাধারণ সম্পাদক মজনু রহমান খন্দকার, জাহাঙ্গীর আলম সজল প্রমুখ বক্তব্য দেন।
এ ছাড়া এর আগে নেত্রকোনার কেন্দুয়া ও আটপাড়ায় বিএনপির একাংশের নেতাকর্মীরা বিক্ষোভ মিছিল করে। সংবাদ সম্মেলনে অভিযোগ করা হয় বিগত সময়ে যারা দলের জন্য নিবেদিত ছিলেন তাঁদের অনেককেই কমিটিতে স্থান দেওয়া হয়নি।
কেন্দুয়া উপজেলা বিএনপির সভাপতি জয়নাল আবেদীন ভূঁইয়া বলেন, বিগত সময়ে যারা দলের পক্ষ হয়ে আন্দোলন সংগ্রাম করেছেন, নির্যাতিত হয়েছেন তাদেরকে বাদ দেওয়া হয়নি। অনেককে নিয়েই কমিটির গঠন করা হয়েছে। সবাইকে তো আর কমিটিতে রাখা সম্ভব হয় না।
পদ না পেয়ে কেউ আন্দোলন করতেই পারেন, এটা তাঁর অধিকার। কিন্তু সংবাদ সম্মেলনে যিনি লিখিত বক্তব্য পাঠ করেছেন দেলোয়ার হোসেন ভূঁইয়া তাঁকেও উপজেলা কমিটির সদস্য রাখা হয়েছে। মজনু রহমান খন্দকারকে সদস্য রাখা হয়েছে। তারা শুধু শুধু আন্দোলন করছেন।'
নেত্রকোনা জেলা বিএনপির সদস্য সচিব ড. রফিকুল ইসলাম হিলালী বলেন, যারা আন্দোলন করছেন, তাদের অনেকেই কমিটিতে আছেন। তারা কেন আন্দোলন করছেন বিষয়টি বোধগম্য হয়না।