নিজস্ব প্রতিবেদক
২৭ ডিসেম্বর, ২০২৫, 1:03 PM
মহেশপুরে নিয়ন্ত্রণ হারিয়ে চায়ের দোকানে প্রাইভেট কার নিহত -১ আহত ৪
ঝিনাইদহের মহেশপুর উপজেলার ফতেপুর ইউনিয়নের শিশুতলা বাজারে এক ভয়াবহ সড়ক দুর্ঘটনায় ইব্রাহিম হোসেন ইব্রা (৭০) নামে এক চায়ের দোকাদার নিহত হয়েছেন। এ ঘটনায় আরও ৪ জন গুরুতর আহত হয়েছেন,
স্থানীয় সূত্রে জানা গেছে, জীবননগর টু কালীগঞ্জ মহাসড়কের মহেশপুরে শিশুতলা বাজার এলাকায় শুক্রবার রাতে একটি দ্রুতগামী প্রাইভেটকার নিয়ন্ত্রণ হারিয়ে রাস্তার পাশের একটি চায়ের দোকানে ঢুকে পড়ে। এ সময় দোকানে অবস্থানরত ৫ জন ব্যক্তি গুরুতর আহত হন।
আহতদের দ্রুত উদ্ধার করে যশোর মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়। হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় চায়ের দোকানদার রাখালভোগা গ্রামের মৃতঃ আলী মন্ডল ছেলে ইব্রাহিম হোসেন ইব্রা মারা যান। আহত ৪ জন হলো মৃতঃ তোতা মিয়া ছেলে মোঃ নাসির উদ্দিন,আব্দুর রহমানের ছেলে শহিদুল ইসলাম,মৃতঃ চাঁন্দালি মন্ডলের ছেলে বাবলু রহমান।
এদের মধ্যে ২ জনের অবস্থা অত্যন্ত সংকটাপন্ন বলে জানিয়েছেন দায়িত্বরত চিকিৎসকরা। বর্তমানে তারা যশোর সদর হাসপাতালে চিকিৎসাধীন রয়েছেন। এলকাবাসী সূত্র জানা গেছে, দুর্ঘটনাকবলিত প্রাইভেটকারটির চালক মোঃ ওমর আলী ছেলে মোঃ অরণ্য (২৫) তার বাড়ি চুয়াডাঙ্গা জেলার জীবননগর উপজেলার আন্দুলবাড়ীয়া এলাকায়। এঘটনার পর শিশুতলা বাজার এলাকায় শোকের ছায়া নেমে এসেছে।
এলাকার লোকজন বলছেন মহাসড়কে দ্রুত গতিতে গাড়ি চালানোকে এই দুর্ঘটনার প্রধান কারণ হিসেবে দায়ী করছেন। মহেশপুর থানার ওসি মেহেদী হাসানের সাথে যোগাযোগ করলে তিনি বলেন পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করেছে এবং দুর্ঘটনাকবলিত গাড়িটি জব্দ করার হয়েছে।