নিজস্ব প্রতিবেদক
১৮ অক্টোবর, ২০২৫, 7:06 PM
কলাপাড়ায় কল্প কাহিনীভিত্তিক অভিযোগে রাজনৈতিক ষড়যন্ত্রের অভিযোগ মজিবর রহমান প্যাদার
ভিত্তিহীন ও কল্পকাহিনী নির্ভর অভিযোগ তুলে রাজনৈতিকভাবে হেয় করার চেষ্টা চলছে বলে অভিযোগ করেছেন পটুয়াখালীর কলাপাড়া উপজেলার লালুয়া ইউনিয়ন বিএনপির সাধারণ সম্পাদক মো. মজিবর রহমান প্যাদা। শনিবার সকালে কলাপাড়া টেলিভিশন জার্নালিস্ট ফোরাম মিলনায়তনে আয়োজিত সংবাদ সম্মেলনে তিনি এ অভিযোগ করেন।
তিনি বলেন, একটি কুচক্রী মহল নারীকে ব্যবহার করে ব্ল্যাকমেইল ও ষড়যন্ত্রের মাধ্যমে তাকে ফাঁসানোর চেষ্টা করছে। ওই মহল তার নির্মিত ঘর, পুনর্বাসন ঘর, জমি ও ক্ষতিপূরণের টাকা আত্মসাতের উদ্দেশ্যে অপপ্রচার চালাচ্ছে।
লিখিত বক্তব্যে মজিবর রহমান প্যাদা জানান, ২০২১ সালে মো. মোসলেম আলী দফাদারের কাছ থেকে স্থানীয় স্বাক্ষীদের উপস্থিতিতে তিনি ১২ শতাংশ জমি ৫ লাখ টাকায় ক্রয় করেন। পরে সেখানে দুটি টিনসেট ঘর, পাকঘর ও বাথরুম নির্মাণ করেন। পরবর্তীতে সরকার জমিটি অধিগ্রহণ করলে ক্ষতিপূরণের টাকাও তার পরিবর্তে মোসলেম আলীর ছেলে রহমান ও মেয়ে মরিয়মের নামে সংগ্রহ করা হয়।
তিনি অভিযোগ করেন, ওই পরিবার সরকারি পুনর্বাসন প্রকল্পের দুটি ঘরও তার নামে না দিয়ে নিজেদের দখলে নেয়। এতে প্রায় ৭৫ লাখ টাকার সম্পত্তি ক্ষতি হয়েছে বলে দাবি করেন তিনি।
পরবর্তীতে বিষয়টি নিয়ে তিনি সিনিয়র জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট আদালতে মামলা (নং ৩৭৯/২৫) দায়ের করেন। আদালত তদন্তে অভিযোগের সত্যতা পেয়ে আসামিদের বিরুদ্ধে গ্রেফতারি পরোয়ানা জারি করে।
মজিবর রহমান প্যাদা অভিযোগ করেন, আওয়ামী ফ্যাসিবাদ অনুসারী ওই পরিবার রাজনৈতিকভাবে তাকে হেয় ও অর্থনৈতিকভাবে ক্ষতিগ্রস্ত করার চেষ্টা করছে। সম্প্রতি তার বিরুদ্ধে মিথ্যা বৈবাহিক সম্পর্কের অভিযোগ তুলে সংবাদ সম্মেলন করে সামাজিকভাবে মানহানি করারও চেষ্টা চালানো হচ্ছে বলে তিনি দাবী করেন