ঢাকা ২৯ জানুয়ারি, ২০২৬
সংবাদ শিরোনাম
পরিত্যক্ত ঘর থেকে ব্রাহ্মণবাড়িয়ায় অস্ত্র, ককটেল উদ্ধার করেছে র‍্যাব শিল্পকলায় ইউএপি ড্রামা ক্লাবের ‘পোস্টমর্টেম’ নাটকের মঞ্চায়ন মাইক্রো ক্রেডিটরেগুলেটর অথরিটির কর্মকর্তার স্ত্রীর মরদেহ উদ্ধার স্বতন্ত্র প্রার্থি হিসেবে টিকে গেলেন রাজিব উদ দৌলা চৌধূরী উত্তরাধিকার ও উত্তরণের সন্ধিক্ষণে তারেক রহমান সাংবাদিকদের সংবর্ধনা দিলো নতুনধারা ফাউন্ডেশন ১০ জনকে পুরস্কার বরুড়া ওসির প্রশ্রয়ে চলছে মাটি লুট যৌথবাহিনীর সন্ত্রাসী আটককে “নাটক ” মনে করেন তিনি যাত্রাবাড়ীর এলাকার স্থানীয় বাসিন্দা যশোরে অস্ত্রের মুখে ব্যবসায়ীকে অপহরণ রাজধানী চন্দ্রিমা মডেল টাউনে রাজউকের অনুমোদন বিহীন ব্যাঙেরছাতার মতো ১০ ও ১৫ তলা ভবন গড়ে উঠেছে ডেমরায় ভবন নির্মাণ কাজে বাধা ও প্রাণনাশের হুমকি : থানায় জিডি

কিশোরগঞ্জের অষ্টগ্রামে শিক্ষক সমিতির কাউন্সিলঃ সভাপতি আতিক-সম্পাদক সারোয়ার

#

এ জেড আল মুজাহিদ কিশোরগঞ্জ

২০ সেপ্টেম্বর, ২০২৫,  5:42 PM

news image


বাংলাদেশ সরকারি প্রাথমিক বিদ্যালয় শিক্ষক সমিতি অষ্টগ্রাম উপজেলা শাখার উদ্যোগে ত্রিবার্ষিক কাউন্সিল অনুষ্ঠিত হয়েছে। এতে সভাপতি আতিক-সম্পাদক সারোয়ার নির্বাচিত হয়েছেন।

গতকাল শনিবার (২০ সেপ্টেম্বর) সকাল ১০টায় কিশোরগঞ্জের অষ্টগ্রামে বাংলাদেশ সরকারি প্রাথমিক বিদ্যালয় শিক্ষক সমিতির উপজেলা শাখার উদ্যোগে ত্রিবার্ষিক কাউন্সিল অনুষ্ঠিত হয়েছে।

অনুষ্ঠানে সভাপতিত্ব করেন অষ্টগ্রাম উপজেলা শাখার সভাপতি সুরুজ আলী ঠাকুর। সঞ্চালনায় ছিলেন তৌহিদুল ইসলাম ভূইয়া, সুজন আচার্য্য ও মিথিলা ফারজানা নদী।

কাউন্সিলে মোঃ আতিকুর রহমান আতিক সভাপতি এবং মোঃ সারোয়ার হোসেন সাধারণ সম্পাদক হিসেবে নির্বাচিত হন। নতুন কমিটি ঘোষণার পর উপস্থিত শিক্ষকরা তাদের অভিনন্দন জানান।

অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন সমিতির কেন্দ্রীয় কমিটির নির্বাহী সভাপতি জাহিদুর রহমান বিশ্বাস।

বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন কেন্দ্রীয় সহ-সভাপতি মঞ্জুলাল দে, সহ-সম্পাদক হাসান গোলাম সারওয়ার, সমবায় সম্পাদক আব্দুস সাদেক, দপ্তর সম্পাদক আনোয়ার হোসেন ভূইয়া, সাংগঠনিক সম্পাদক এনামুল হক তপন ও ক্রীড়া সম্পাদক মাজহারুল হক জাকিরসহ অন্যান্য কেন্দ্রীয় নেতৃবৃন্দ।

সভায় স্বাগত বক্তব্য দেন উপজেলা শাখার সাধারণ সম্পাদক। বক্তারা শিক্ষকদের অধিকার প্রতিষ্ঠা, প্রাথমিক শিক্ষার মানোন্নয়ন এবং সংগঠনকে আরও শক্তিশালী করার ওপর গুরুত্বারোপ করেন।

সম্মেলন শেষে বিদায়ী কমিটির সাধারণ সম্পাদক আতিকুর রহমানকে সভাপতি এবং অর্থ সম্পাদক হাসান গোলাম সারোয়ারকে সাধারণ সম্পাদক করে ৫১ সদস্য বিশিষ্ট নতুন কমিটি ঘোষণা করা হয়।

কাউন্সিলে অষ্টগ্রামের বিভিন্ন ইউনিয়ন থেকে শতাধিক শিক্ষক অংশগ্রহণ করেন।

logo

সম্পাদক ও প্রকাশকঃ জাহিদুল ইসলাম