ঢাকা ০৬ ডিসেম্বর, ২০২৫
সংবাদ শিরোনাম
Marriage Notice দূর্নীতির বহুমাত্রিক অভিযোগ জাতীয় গৃহায়ণ প্রশাসকের বিরুদ্ধে ২০২৬ সালে যাত্রা শুরু করছে ‘ডা: ইদ্রিস ইন্টারন্যাশনাল স্কুল’ পটুয়াখালী মেডিকেল কলেজ এক লটে ৭০৩ সরঞ্জাম: দরপত্রে ক্রয় আইন লঙ্ঘনের অভিযোগ সাজানো মিথ্যে মামলায় জেল হাজতে খোকন সেখ: ফরিদ গঞ্জে ক্ষাভ টেকসই উন্নয়নে ফিলানথ্রপি উদ্যোগের ভূমিকা শীর্ষক সেমিনার অনুষ্ঠিত রেলওয়েকে লাভজনক করতে উদ্যোগ চলতি বছরে জরিমানা আদায় ২২ কোটি টাকার বেশি তদন্তের মুখেও জৌলুশ বাড়ছে গণপূর্তের প্রকৌশলী স্বপন চাকমার দি ইবনেসিনা ফার্মাসিউটিক্যাল এর ৪১তমবার্ষিক সাধারণ সভা অনুষ্ঠিত ২০২৫-২৬ কর বছরের আয়কর রিটার্ন দাখিলের সময় এক মাস বাড়ালো জাতীয় রাজস্ব বোর্ড

কিশোরগঞ্জের ভৈরবে পূজামণ্ডপ পরিদর্শন করেন জেলা প্রশাসক ও পুলিশ সুপার

#

এ জেড আল মুজাহিদ কিশোরগঞ্জ

৩০ সেপ্টেম্বর, ২০২৫,  6:57 PM

news image


কিশোরগঞ্জের ভৈরবের বিভিন্ন পূজামণ্ডপ ঘুরে দেখেছেন জেলা প্রশাসক ফৌজিয়া খান ও পুলিশ সুপার মোহাম্মদ হাসান চৌধুরী।

গত সোমবার (২৯ সেপ্টেম্বর) রাত ৮ টার দিকে দুর্গোৎসবের নবপত্রিকা (সপ্তমী) পূজা উদযাপন উপলক্ষে শহরের শ্রী শ্রী গোপাল জিউর মন্দির পূজামণ্ডপ, হরিজন পল্লী পূজামণ্ডপসহ বেশ কয়েকটি পূজামণ্ডপ ঘুরে দেখেন এবং পূজার পরিবেশ ও নিরাপত্তা পরিস্থিতি পর্যবেক্ষণ করেন।
পূজামণ্ডপ পরিদর্শনকালে সঙ্গে ছিলেন ভৈরব উপজেলা নির্বাহী অফিসার শবনম শারমিন, ভৈরব থানার অফিসার ইনচার্জ খন্দকার ফুহাদ রুহানী, উপজেলা পূজা উদযাপন কমিটির সভাপতি শ্রী চন্দন কুমার পাল, ভৈরব বাজারস্থ গোপাল জিউর মন্দিরের সভাপতি শ্রী দুলাল চন্দ্র দাস, সাধারণ সম্পাদক শ্রী স্বপন দেবনাথসহ পূজা উদযাপন কমিটির অন্যান্য নেতৃবৃন্দ।

পূজামণ্ডপে আগত ভক্ত ও সাধারণ মানুষের সঙ্গে কথা বলেন জেলা প্রশাসক ও পুলিশ সুপার। তারা মণ্ডপের নিরাপত্তা ব্যবস্থা, আলোকসজ্জা, অগ্নিনির্বাপণ প্রস্তুতি এবং দর্শনার্থীদের সার্বিক নিরাপত্তার বিষয়গুলো খতিয়ে দেখেন।
পরে জেলা প্রশাসক ফৌজিয়া খান বলেন, শান্তিপূর্ণ ও উৎসবমুখর পরিবেশে দুর্গাপূজা উদযাপনে জেলা প্রশাসন সর্বোচ্চ তৎপরতা অবলম্বন করছে।

প্রতিটি মণ্ডপে প্রশাসনের পক্ষ থেকে সার্বিক সহযোগিতা থাকবে। ভিজিল্যান্স টিমসহ পূজার নিরাপত্তায় র‍্যাব, পুলিশ আনসার সদস্যরা দায়িত্ব পালন করছেন।

এ সময় পুলিশ সুপার মোহাম্মদ হাসান চৌধুরী জানান, ভৈরবসহ পুরো জেলায় পুলিশ বাহিনী মোতায়েন রয়েছে। পূজার সময় কোনো ধরনের অপ্রীতিকর ঘটনা এড়াতে এবং নিরাপত্তার স্বার্থে মণ্ডপ এলাকায় অতিরিক্ত পুলিশ সদস্য ও আনসার সদস্য দায়িত্ব পালন করছেন।

স্থানীয় পূজা উদযাপন কমিটির নেতৃবৃন্দ প্রশাসনের এমন তৎপরতা দেখে সন্তোষ প্রকাশ করেন। তারা বলেন, প্রশাসন ও আইনশৃঙ্খলা বাহিনীর আন্তরিক ভূমিকার কারণে ভৈরবে পূজার উৎসব শান্তিপূর্ণ পরিবেশে সম্পন্ন হবে বলে আশা করা যাচ্ছে

logo

সম্পাদক ও প্রকাশকঃ জাহিদুল ইসলাম