NL24 News
১৮ সেপ্টেম্বর, ২০২৫, 6:54 PM
নড়াইলে শারদীয় দুর্গাপূজা উপলক্ষে বিশেষ আইন-শৃঙ্খলা ও প্রস্তুতিমূলক মতবিনিময় সভা অনুষ্ঠিত
জহুরুল হক মিলু, নড়াইল প্রতিনিধি :
আসন্ন শারদীয় দুর্গাপূজা উপলক্ষে নড়াইলের লোহাগড়ায় বিশেষ আইন-শৃঙ্খলা ও প্রস্তুতিমূলক মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে।
বৃহস্পতিবার (১৮ সেপ্টেম্বর) বেলা সাড়ে ১১ টার দিকে উপজেলা পরিষদ মিলনায়তনে উপজেলা প্রশাসনের আয়োজনে এবং বাংলাদেশ পূজা উদযাপন ফ্রন্ট লোহাগড়া উপজেলা শাখা ও উপজেলা পূজা উদযাপন কমিটির সার্বিক সহযোগিতায় এ সভা অনুষ্ঠিত হয়।
সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন নড়াইল জেলা প্রশাসক শারমিন আক্তার জাহান।
উপজেলা সহকারি কমিশনার (ভূমি) ও পৌর প্রশাসক মিঠুন মৈত্রের সঞ্চালনায় সভায় বক্তব্য দেন, অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক)
লিংকন কুমার বিশ্বাস, নড়াইল জেলা আনসার ও গ্রাম প্রতিরক্ষাবাহিনীর কমান্ড্যান্ট নুরুল আবছার, লোহাগড়া থানার ওসি মোঃ শরিফুল ইসলাম, নড়াইল জেলা পূজা উদযাপন ফ্রন্টের আহ্বায়ক মিলন ঘোষ, উপজেলা পূজা উদযাপন কমিটির সাধারণ সম্পাদক পরীক্ষিত শিকদার, বাংলাদেশ পূজা উদযাপন ফ্রন্ট লোহাগড়া উপজেলা শাখার সদস্য সচিব প্রদীপ চৌধুরী, বাংলাদেশ পূজা উদযাপন ফ্রন্ট পৌর শাখার সভাপতি গৌতম কুমার সাহা, লোহাগড়া সরকারি পাইলট উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক এস এম হায়াতুজ্জামান,
উপজেলা প্রকৌশলী ইঞ্জিনিয়ার কাজী আবু সাঈদ মোঃ জসিম, নড়াইল জেলা বিএনপির সাংগঠনিক সম্পাদক মোঃ টিপু সুলতান, লোহাগড়া উপজেলা বিএনপির সভাপতি মোঃ আহাদুজ্জামান বাটু, সাধারণ সম্পাদক কাজী সুলতানুজ্জামান সেলিম, উপজেলা জামায়াতের আমির মোঃ হাদিউজ্জামান প্রমুখ।
এছাড়াও লোহাগড়া উপজেলার বিভিন্ন পূজামন্ডপের সভাপতি ও সাধারণ সম্পাদক, উপজেলা বিভিন্ন দপ্তরের কর্মকর্তা ও সাংবাদিকবৃন্দ উপস্থিত ছিলেন।
সভায় বক্তারা শান্তিপূর্ণ পরিবেশে দুর্গাপূজা উদযাপনে সকলের সহযোগিতা কামনা করেন এবং আইন-শৃঙ্খলা রক্ষায় প্রশাসন সর্বোচ্চ প্রস্তুতির আশ্বাস দেন। এ বছর লোহাগড়া উপজেলায় পৌরশহরসহ ১৪৪ টি পূজামন্ডপে শারদীয় দুর্গাপূজা অনুষ্ঠিত হবে।
মতবিনিময় সভায় জেলা প্রশাসক শারমিন আক্তার জাহান সকলকেই শারদীয় শুভেচ্ছা জানিয়ে বলেন, আইন-শৃঙ্খলা রক্ষা ও জনগণের জানমালের নিরাপত্তা নিশ্চিত করতে আইন-শৃঙ্খলা বাহিনী আপনাদের পাশে রয়েছে এবং থাকবে। সাম্প্রদায়িক সম্প্রীতি ও ভ্রাতত্ববোধ বজায় রেখে সরকারি নির্দেশনা যথাযথভাবে অনুসরণ করে শান্তিপূর্ণভাবে দুর্গোৎসব উদযাপন করতে হবে।
তিনি পূজা মন্ডপের নিরাপত্তা জোরদারে সিসি ক্যামেরা স্থাপন, স্বেচ্ছাসেবক নিয়োগ, পর্যাপ্ত আলোর ব্যবস্থা এবং পালাক্রমে ডিউটির ব্যবস্থা করতে পূজা উদযাপন কমিটির সদস্যদের আহ্বান জানান। একই সঙ্গে নারী ও শিশুদের নিরাপত্তায় বিশেষ গুরুত্ব দেওয়ার পাশাপাশি মাদক থেকে বিরত থাকারও পরামর্শ দেন।
এসময় তিনি আরও বলেন, কোথাও কোনো সমস্যা হলে দ্রুত সংশ্লিষ্ট ইউনিয়নের বিট অফিসার, থানার ওসিকে ৯৯৯ অথবা সরাসরি থানার ওসিকে অবহিত করতে হবে।