NL24 News
১৬ আগস্ট, ২০২৫, 4:24 PM
পতেঙ্গায় ৮ বছরের এক শিশু কে ধর্ষণ করার চেষ্টা ধর্ষক রাহাদ আটক
মোস্তাফিজুর রহমান চট্টগ্রাম প্রতিনিধি :
চট্টগ্রাম নগরীর পতেঙ্গা থানার ৪০ নং ওয়ার্ডস্থ মুন বেকারী গলি এলাকায় দীর্ঘদিন ধরে বসবাস করছেন চাঁদনী ও তার পরিবার।গত ১২ আগস্ট মঙ্গলবার বিকেল ৩টার সময় চাঁদনি নামে ৮ বছরের এক শিশুকে ৫০ টাকার লোভলালোসা দেখিয়ে ধর্ষণ করার চেষ্টা করেন ধর্ষক রাহাদ। ১৪ আগস্ট সন্ধ্যায় এসব তথ্য জানান চাঁদনির মা শারমিন বেগম।
এবিষয়ে চাঁদনীর মা শারমিন বেগম এর কাছে জানতে চাইলে তিনি সংবাদমাধ্যম কে বলেন, দীর্ঘদিন ধরে মুন বেকারি গলির ইফেখার বিল্ডিং এ বসবাস করে আসতেছি।গত ১২ আগস্ট বিকেল ৩টার সময় রাহাদ নামে একজন আমার মেয়ে কে ৫০ টাকা হাতে ধরিয়ে দেন।৮ বছরের মেয়ে কে লোভ দেখিয়ে রাহাদ এর রুমে নিয়ে অসামাজিক কার্যকলাপের সাথে লিপ্ত হয়েছে, আমি আমার মেয়ে সঠিক বিচার চাই।এসব ধর্ষণকারিদের এমন বিচার করা হোক যা তে করে ভবিষ্যতে এধরণের কাজ কেউ করতে না পারে।
এব্যাপারে পতেঙ্গা থানা অফিসার ইনচার্জ (ওসির) মুঠোফোনে যোগাযোগ করলে তিনিও বলেন চাদনী নামে ৮ বছরের এক শিশু কে ধর্ষণ করার চেষ্টা করেছিলো চাদনীর বাবা সালেহ আহমেদ তিনি পতেঙ্গা থানায় এসে ধর্ষণকারী রাহাদের বিরুদ্ধে একটি মামলা দায়ের করেন।মামলার ভিত্তিতে ধর্ষণ করার চেষ্টা কারী রাহাদকে ঐদিনে আটক করা হয়েছে বলে জানান তিনি।
তথ্য সূত্রে জানা গেছে রাহাদ পেশায় একজন সিএনজি চালক,সিএনজি পাশাপাশি অসামাজিক কার্যকলাপে লিপ্ত থাকেন রাহাদ।
বিগত আগেও গাঁজা ও বাবা সেবন করার অভিযোগ তার বিরুদ্ধে একটি মাদক মামলা হয়েছিলো। গত ১২ আগস্ট ৮ বছরের এক শিশু চাঁদনি কে ধর্ষণ করার চেষ্টা করেন এই ধর্ষক রাহাদ।