মিজানুর রহমান রংপুর
০৬ সেপ্টেম্বর, ২০২৫, 8:31 PM
পীরগঞ্জে ইসলামী হাসপাতাল এন্ড ডায়াগনস্টিক সেন্টার প্রতিষ্ঠায় সুধী সমাবেশ
পীরগঞ্জ, রংপুর:
পীরগঞ্জে আধুনিক চিকিৎসা সেবা নিশ্চিত করতে "ইসলামী হাসপাতাল এন্ড ডায়াগনস্টিক সেন্টার" নামে একটি স্বাস্থ্যসেবা প্রতিষ্ঠান প্রতিষ্ঠার লক্ষ্যে এক সুধী সমাবেশ অনুষ্ঠিত হয়েছে।
শনিবার (আজ) সকাল ১০টায় পীরগঞ্জের সাবেক “লাইলি সিনেমা হল” প্রাঙ্গণে এই সমাবেশ অনুষ্ঠিত হয়। ঐ স্থানে একটি অত্যাধুনিক বহুতল ভবন নির্মাণ করে হাসপাতাল চালু করা হবে বলে জানানো হয়।
সমাবেশে সভাপতিত্ব করেন হাসপাতালের চেয়ারম্যান মোঃ মেজবা উল হক। প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উত্তরাঞ্চলের একাধিক ইসলামী হাসপাতালের ব্যবস্থাপনা পরিচালক ও চিকিৎসা জগতের প্রখ্যাত ব্যক্তিত্ব জনাব মোঃ আব্দুল বাছেত।
বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন দৈনিক নয়া দিগন্ত পত্রিকার পীরগঞ্জ প্রতিনিধি ডি এম আব্দুল হাকিম, এ্যাডভোকেট আব্দুর রউফ পাপুল প্রমুখ।
অনুষ্ঠানটি পরিচালনা করেন হাফেজ মাওলানা আরিফুল ইসলাম মুজাহিদ।
বক্তারা বলেন, এই হাসপাতালটি স্বল্প খরচে সকল শ্রেণি-পেশার মানুষের জন্য মানসম্মত স্বাস্থ্যসেবা নিশ্চিত করবে