নিজস্ব প্রতিবেদক
০৫ আগস্ট, ২০২৫, 11:30 AM
মালেশিয়ায় স্ট্রোক করে রেমিট্যান্স যোদ্ধার মৃত্যু।
হাবিবুর রহমান, নারায়ণগঞ্জ জেলা প্রতিনিধি :
নারায়ণগঞ্জ ,আড়াইহাজার উপজেলার , আড়াইহাজার পৌরসভাধীন, বাঘানগর গ্রামের
আবুল মোতালেব মিয়া(৪৫)পিতাঃ সাইজউদ্দীন ,
গত ২০২২ সালে দালালের মাধ্যমে ৩ লক্ষ ৭০ হাজার টাকা খরচে মালয়েশিয়াতে গমন করেন। তিন বছর মালেশিয়ায় অবস্থানের পর, গত ০৩/০৮/২৫ ইং তারিখে আনুমানিক রাত ১১ টা ৩০ মিনিটে মালয়েশিয়াতে তার বাসস্থানে স্টোক করে মারা যান। তিনি দুই ছেলে ও এক মেয়ে রেখে যান। বড় ছেলের বয়স ১৭,মেয়ের বয়স ১৪, ছোট ছেলের বয়স ৪ বছর । বেসরকারী সংস্থা ওকাপের পক্ষ থেকে অভিবাসী কর্মীর পরিবারকে লাশ দেশে ফেরত আনার ব্যাপারে সব ধরণের তথ্য প্রদান করা হয়। এ বিষয়ে ওকাপ ফিল্ড অর্গানাইজার সোবাহান মিয়া বলেন, প্রবাসে মৃতের খবর পেয়ে তৎক্ষনাৎ তাদের বাড়িতে ছুটে যাই। ওকাপের পক্ষ থেকে শোক সন্তপ্ত পরিবারকে সান্তনা দেই। লাশ দেশে ফেরৎ আনতে তার পরিবারের সদস্যদের তথ্য প্রদান করি। এ সময় আমার সাথে উপস্থিত ছিলেন " ওকাপ অভিবাসী ফোরাম আড়াইহার পৌর শাখার "সভাপতি, হাবিবুর রহমান হাবিব ও ওকাপ অভিবাসী ফোরাম ব্রাহ্মন্দী ইউনিয়ন এর ফোরাম সদস্য জুয়েল মিয়া সহ এলাকার গণ্যমাণ্য ব্যাক্তিবর্গ।