NL24 News
১৩ আগস্ট, ২০২৫, 3:18 PM
রংপুরের পীরগঞ্জ উপজেলায় যৌথ বাহিনীর অভিযানে চিহ্নিত মদ ব্যবসায়ী গ্রেফতার
মিজানুর রহমান, ডিভিশনাল রিপোর্টার, রংপুর :
৮ই আগস্ট, শুক্রবার রাত আনুমানিক ১টার দিকে সেনাবাহিনী ও পীরগঞ্জ থানা পুলিশের যৌথ অভিযানে তাকে নিজ বাড়ি থেকে গ্রেফতার করা হয়। অভিযানে অংশ নেয় রংপুর ৬৬ পদাতিক ডিভিশনের অধীনস্থ ৩৪ ইস্ট বেঙ্গল রেজিমেন্টের সেনা সদস্যরা এবং পীরগঞ্জ থানা পুলিশের একটি দল। অভিযানের নেতৃত্ব দেন পীরগঞ্জ আর্মি ক্যাম্প কর্তৃক মো. রাকিবুল ইসলাম।
গোপন সংবাদের ভিত্তিতে পরিচালিত এ অভিযানে বৃষ্টি রানীর বাড়ি থেকে উদ্ধার করা হয় ১১ বোতল বিদেশি মদ, ৬ বোতল দেশি মদ, একটি মোবাইল ফোন এবং নগদ ২৬ হাজার টাকা।
থানা সূত্রে জানা যায়, অভিযুক্ত বৃষ্টি রানীর বিরুদ্ধে পূর্বেও মাদক সংশ্লিষ্ট মামলা রয়েছে। তাকে এবং উদ্ধারকৃত আলামত পীরগঞ্জ থানায় হস্তান্তর করা হয়েছে। এ ঘটনায় মামলা দায়েরের প্রক্রিয়া চলমান।