ঢাকা ২৯ জানুয়ারি, ২০২৬
সংবাদ শিরোনাম
পরিত্যক্ত ঘর থেকে ব্রাহ্মণবাড়িয়ায় অস্ত্র, ককটেল উদ্ধার করেছে র‍্যাব শিল্পকলায় ইউএপি ড্রামা ক্লাবের ‘পোস্টমর্টেম’ নাটকের মঞ্চায়ন মাইক্রো ক্রেডিটরেগুলেটর অথরিটির কর্মকর্তার স্ত্রীর মরদেহ উদ্ধার স্বতন্ত্র প্রার্থি হিসেবে টিকে গেলেন রাজিব উদ দৌলা চৌধূরী উত্তরাধিকার ও উত্তরণের সন্ধিক্ষণে তারেক রহমান সাংবাদিকদের সংবর্ধনা দিলো নতুনধারা ফাউন্ডেশন ১০ জনকে পুরস্কার বরুড়া ওসির প্রশ্রয়ে চলছে মাটি লুট যৌথবাহিনীর সন্ত্রাসী আটককে “নাটক ” মনে করেন তিনি যাত্রাবাড়ীর এলাকার স্থানীয় বাসিন্দা যশোরে অস্ত্রের মুখে ব্যবসায়ীকে অপহরণ রাজধানী চন্দ্রিমা মডেল টাউনে রাজউকের অনুমোদন বিহীন ব্যাঙেরছাতার মতো ১০ ও ১৫ তলা ভবন গড়ে উঠেছে ডেমরায় ভবন নির্মাণ কাজে বাধা ও প্রাণনাশের হুমকি : থানায় জিডি

লক্ষ্মীপুরে বাস নিয়ন্ত্রণ হারিয়ে খালে, নিহত ৫

#

নিজস্ব প্রতিবেদক

০৬ সেপ্টেম্বর, ২০২৫,  8:49 PM

news image



লক্ষ্মীপুরের চন্দ্রগঞ্জে ভয়াবহ সড়ক দুর্ঘটনায় ৫ জন নিহত হয়েছেন এবং অন্তত ১৫ জন আহত হয়েছেন। শনিবার (৬ সেপ্টেম্বর) সকাল সাড়ে ৮টার দিকে চন্দ্রগঞ্জ কফিল উদ্দিন ডিগ্রি কলেজের সামনে এ দুর্ঘটনা ঘটে।


নোয়াখালী থেকে ছেড়ে আসা লক্ষ্মীপুরগামী একটি যাত্রীবাহী লোকাল বাস নিয়ন্ত্রণ হারিয়ে পাশের রহমতখালী খালে পড়ে যায়। বাসটি পানিতে সম্পূর্ণরূপে ডুবে যায়। দুর্ঘটনার পর পরই স্থানীয়রা এবং পুলিশ উদ্ধার কার্যক্রমে অংশ নেন।


প্রত্যক্ষদর্শী ও পুলিশ সূত্রে জানা গেছে, বাসে থাকা অন্তত ১৪ জন যাত্রীকে জীবিত উদ্ধার করা সম্ভব হয়েছে। অচেতন অবস্থায় উদ্ধার করা হয়েছে আরও ৩ জনকে। তবে দুই ঘণ্টা পরও ডুবুরি দল না আসায় উদ্ধার কার্যক্রমে বিলম্ব হয় বলে স্থানীয়দের অভিযোগ।




নিহতদের মধ্যে এখন পর্যন্ত যাদের পরিচয় নিশ্চিত করা গেছে, তারা হলেন:


মো. মোরশেদ আলম (৪০), শেখপুর, চন্দ্রগঞ্জ জয়নাল আবেদীন (৫৭), শেখপুর, চন্দ্রগঞ্জ হুমায়ুন করীর মাজেদ রিপন হুমায়ুন রশিদ, নওগাঁ জেলার বাসিন্দা, চন্দ্রগঞ্জের লতিফপুর বকুল ভিলায় ভাড়াটিয়া ছিলেন এবং এরিস্টো ফার্মা নামক ওষুধ কোম্পানিতে চাকরি করতেন।


চন্দ্রগঞ্জ হাইওয়ে থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোবারক হোসেন ঘটনার সত্যতা নিশ্চিত করে জানান, “এখন পর্যন্ত ৫ জনের মৃত্যুর খবর নিশ্চিত হওয়া গেছে। গুরুতর আহতদের নোয়াখালী জেনারেল হাসপাতালে পাঠানো হয়েছে। উদ্ধার অভিযান অব্যাহত আছে।”


উদ্ধার কার্যক্রমে ধীরগতি নিয়ে ক্ষোভ: দুর্ঘটনার পর উদ্ধার কাজে বিলম্ব হওয়ায় স্থানীয়দের মধ্যে ব্যাপক ক্ষোভ দেখা দেয়। অনেকেই অভিযোগ করেন, সময়মতো ডুবুরি দল ও ফায়ার সার্ভিসের পর্যাপ্ত সদস্য না থাকায় প্রাণহানির সংখ্যা বেড়েছে। খালের তলদেশে এখনও যাত্রী আটকে থাকতে পারেন বলে আশঙ্কা করছেন উদ্ধারকর্মীরা।

যান চলাচলে বিঘ্ন: দুর্ঘটনার ফলে লক্ষ্মীপুর-ঢাকা আঞ্চলিক মহাসড়কে প্রায় এক ঘণ্টা যান চলাচল বন্ধ থাকে। এতে সড়কের দুই পাশে দীর্ঘ যানজটের সৃষ্টি হয়। পরে সেনাবাহিনী ও আইনশৃঙ্খলা বাহিনীর সহযোগিতায় পরিস্থিতি স্বাভাবিক করা হয়

logo

সম্পাদক ও প্রকাশকঃ জাহিদুল ইসলাম