ঢাকা ০৬ ডিসেম্বর, ২০২৫
সংবাদ শিরোনাম
Marriage Notice দূর্নীতির বহুমাত্রিক অভিযোগ জাতীয় গৃহায়ণ প্রশাসকের বিরুদ্ধে ২০২৬ সালে যাত্রা শুরু করছে ‘ডা: ইদ্রিস ইন্টারন্যাশনাল স্কুল’ পটুয়াখালী মেডিকেল কলেজ এক লটে ৭০৩ সরঞ্জাম: দরপত্রে ক্রয় আইন লঙ্ঘনের অভিযোগ সাজানো মিথ্যে মামলায় জেল হাজতে খোকন সেখ: ফরিদ গঞ্জে ক্ষাভ টেকসই উন্নয়নে ফিলানথ্রপি উদ্যোগের ভূমিকা শীর্ষক সেমিনার অনুষ্ঠিত রেলওয়েকে লাভজনক করতে উদ্যোগ চলতি বছরে জরিমানা আদায় ২২ কোটি টাকার বেশি তদন্তের মুখেও জৌলুশ বাড়ছে গণপূর্তের প্রকৌশলী স্বপন চাকমার দি ইবনেসিনা ফার্মাসিউটিক্যাল এর ৪১তমবার্ষিক সাধারণ সভা অনুষ্ঠিত ২০২৫-২৬ কর বছরের আয়কর রিটার্ন দাখিলের সময় এক মাস বাড়ালো জাতীয় রাজস্ব বোর্ড

শহীদ জিয়া গবেষণা পরিষদের কেন্দ্রীয় সভাপতি আনিসুর রহমান এর পূজা মণ্ডপ পরিদর্শন

#

নিজস্ব প্রতিবেদক

০৪ অক্টোবর, ২০২৫,  8:14 PM

news image



শারদীয় দুর্গাপূজা উপলক্ষে পটুয়াখালী সদর, দুমকি ও বাউফল উপজেলার বিভিন্ন পূজা মণ্ডপ পরিদর্শন করেছেন শহীদ জিয়া গবেষণা পরিষদের কেন্দ্রীয় সভাপতি মো. আনিসুর রহমান আনিস।

১ অক্টোবর (বুধবার) সন্ধ্যা ও ২ অক্টোবর সকালে প্রবল বৃষ্টি উপেক্ষা করে তিনি মণ্ডপগুলোতে গিয়ে পূজা উদ্‌যাপন কমিটির নেতৃবৃন্দ ও ভক্তদের সঙ্গে মতবিনিময় করেন। এ সময় তিনি পূজার সার্বিক আয়োজন সম্পর্কে খোঁজখবর নেন এবং পূজা সফলভাবে সম্পন্ন করতে সব ধরনের সহযোগিতা অব্যাহত রাখার আশ্বাস দেন।

প্রধান অতিথির বক্তব্যে আনিসুর রহমান বলেন,

“হিন্দু-মুসলিম মিলেই এই দেশের স্বাধীনতা যুদ্ধ সংঘটিত হয়েছিল। স্বাধীনতার বিপক্ষের শক্তি রাজাকার ও আলবদররা আগামী নির্বাচন নিয়ে অপপ্রচার ও ষড়যন্ত্র করছে। স্বাধীনতার শকুনদের পাখনা কেটে দিতে হবে।”

তিনি আরও বলেন “শারদীয় দুর্গাপূজা আমাদের দেশীয় সংস্কৃতির অবিচ্ছেদ্য অংশ। ধর্ম যার, বাংলাদেশ সবার—এই চেতনায় আমরা সবাই মিলেমিশে উৎসব পালন করি। শান্তিপূর্ণভাবে পূজা সম্পন্ন হচ্ছে জেনে আমি আনন্দিত। প্রতিদিন বিভিন্ন মণ্ডপ পরিদর্শনের মাধ্যমে ভ্রাতৃত্ব, সম্প্রীতি ও সৌহার্দ্যের পরিবেশ বজায় রাখার চেষ্টা করছি।”

পরিদর্শনকালে শহীদ জিয়া গবেষণা পরিষদের কেন্দ্রীয় সহসভাপতি লায়ন মহিউদ্দিন ও মাহফুজুর রহমান সবুজ, কেন্দ্রীয় নেত্রী মীরা খান, পটুয়াখালী জেলা শাখার সভাপতি অধ্যাপক মো. মাহবুবুর রহমান, সদস্যসচিব গোলাম কিবরিয়া, পটুয়াখালী বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের আহ্বায়ক অধ্যাপক বদিউজ্জামান, যুগ্ম আহ্বায়ক রিয়াজ কাঞ্চন শহীদ, জেলা যুগ্ম আহ্বায়ক মো. জহিরুল ইসলাম, জেলা ছাত্রদল যুগ্ম আহ্বায়ক জামাল হোসেনসহ স্থানীয় পূজা উদ্‌যাপন কমিটির নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।

তিনি দুমকি কেন্দ্রীয় সার্বজনীন পূজামণ্ডপ, বাউফল কেন্দ্রীয় পূজা মণ্ডপ, বগা সার্বজনীন পূজা মণ্ডপ, মদনপুরা, আয়লা কুম্বখালী, লোহালিয়া ও প্রত্যাপপুরসহ জেলায় প্রায় ২০টি মন্দির পরিদর্শন করেন।


এছাড়া দুমকি ও বাউফল উপজেলার সর্বজনীন পূজা উদ্‌যাপন কমিটির নেতৃবৃন্দ, হিন্দু-মুসলিম এলাকাবাসী, উপজেলা ও জেলা বিএনপি এবং সহযোগী সংগঠনের নেতারাও মণ্ডপ পরিদর্শনে অংশ নেন।

logo

সম্পাদক ও প্রকাশকঃ জাহিদুল ইসলাম