নিজস্ব প্রতিবেদক
১৮ অক্টোবর, ২০২৫, 7:13 PM
সাংবাদিক রহমতুল্লাহ শিশিরের ফুফু শাহিনুর খানমের ইন্তেকাল
নড়াইলের লোহাগড়ার লক্ষীপাশা গ্রামের অবসরপ্রাপ্ত প্রধান শিক্ষক বীর মুক্তিযোদ্ধা মুন্সি তবিবুর রহমানের সহধর্মিণী ও বিডি রঘুনাথপুর সরকারি প্রাথমিক বিদ্যালয়ের সাবেক (অবসরপ্রাপ্ত) প্রধান শিক্ষিকা সাংবাদিক রহমতুল্লাহ শিশিরের ফুফু মোসা: শাহিনুর খানম(৭০) ইন্তেকাল করেছেন (ইন্না-লিল্লাহ ওয়া ইন্না ইলাহির রাজিউন)
তিনি দীর্ঘদিন ধরে ফুসফুসে ক্যান্সারসহ বিভিন্ন রোগে ভুগছিলেন।
শনিবার সকাল সাড়ে ১০ টায় ঢাকার একটি বেসরকারি হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় মৃত্যুবরন করেন।
মৃত্যুকালে তিনি ২ পুত্র ও ২ কণ্যা সন্তানসহ অসংখ্য গুণগ্রাহী রেখে গেছেন।
শনিবার বাদ আছর লক্ষীপাশা আল-মারকাজুল মসজিদ চত্বরে মরহুমার জানাজার নামাজ অনুষ্ঠিত হবে।
মরহুমার মৃত্যুতে এলাকায় শোকের ছায়া নেমে এসেছে।
এদিকে অবসরপ্রাপ্ত প্রধান শিক্ষিকা মোসা: শাহিনুর খানমের মৃত্যুতে গভীর শোক ও শোকসন্তপ্ত পরিবারের প্রতি সমবেদনা জানিয়েছেন লোহাগড়া উপজেলা প্রাইমারি শিক্ষক সমিতির সভাপতি সম্পাদক সহ বিভিন্ন শিক্ষক সমিতির নেতৃবৃন্দ।