ঢাকা ০৬ ডিসেম্বর, ২০২৫
সংবাদ শিরোনাম
Marriage Notice দূর্নীতির বহুমাত্রিক অভিযোগ জাতীয় গৃহায়ণ প্রশাসকের বিরুদ্ধে ২০২৬ সালে যাত্রা শুরু করছে ‘ডা: ইদ্রিস ইন্টারন্যাশনাল স্কুল’ পটুয়াখালী মেডিকেল কলেজ এক লটে ৭০৩ সরঞ্জাম: দরপত্রে ক্রয় আইন লঙ্ঘনের অভিযোগ সাজানো মিথ্যে মামলায় জেল হাজতে খোকন সেখ: ফরিদ গঞ্জে ক্ষাভ টেকসই উন্নয়নে ফিলানথ্রপি উদ্যোগের ভূমিকা শীর্ষক সেমিনার অনুষ্ঠিত রেলওয়েকে লাভজনক করতে উদ্যোগ চলতি বছরে জরিমানা আদায় ২২ কোটি টাকার বেশি তদন্তের মুখেও জৌলুশ বাড়ছে গণপূর্তের প্রকৌশলী স্বপন চাকমার দি ইবনেসিনা ফার্মাসিউটিক্যাল এর ৪১তমবার্ষিক সাধারণ সভা অনুষ্ঠিত ২০২৫-২৬ কর বছরের আয়কর রিটার্ন দাখিলের সময় এক মাস বাড়ালো জাতীয় রাজস্ব বোর্ড

সিদ্ধিরগঞ্জে সাংবাদিককে হত্যার হুমকি, থানায় জিডি

#

নিজস্ব প্রতিবেদক

০৪ আগস্ট, ২০২৫,  5:37 PM

news image


জাহিদুল আলম :

নারায়ণগঞ্জের সিদ্ধিরগঞ্জে এক সাংবাদিক হত্যার হুমকি পেয়েছেন। জীবনের নিরাপত্তা চেয়ে তিনি সাধারণ ডায়েরি করেছেন।

রবিবার  (৩ আগস্ট ) রাতে তিনি সিদ্ধিরগঞ্জ থানায় এই সাধারণ ডায়েরি করেন। ভুক্তভোগী ওই গণমাধ্যমকর্মীর নাম আবুল হোসেন (৩৯)। 

এদিকে অভিযোগ উঠা দুলাল মিজি ওরফে টিপু দুলালের বিরুদ্ধে এর আগেও বিভিন্ন ভয়ঙ্কর অপরাধের অভিযোগ রয়েছে।সে চাঁদপুরের মতলব দক্ষিন উপজেলার কাশিমপুর এলাকার লোকমান মিজি ওরফে ভুলু মিজির ছেলে।

ভুক্তভোগী সাংবাদিক ও অভিযোগ সূত্রে জানা যায়, সম্প্রতি নারায়ণগঞ্জের স্থানীয় একটি অনলাইন নিউজ পোর্টাল দৈনিক নারায়ণগঞ্জের ডাকে নিউজ টোয়েন্টি ওয়ান নামক একটি কথিত অনলাইন আইপিটিভির আড়ালে টিপু দুলালের ভয়ংকর অপরাধের সংবাদ প্রকাশ করা হয়। 

গণমাধ্যমকর্মী আবুল হোসেন প্রকাশিত সংবাদটি   

নিজের ব্যক্তিগত ফেসবুক আইডিতে শেয়ার করেন। সেখানে অনেক মানুষ লাইক ও কমেন্ট করে। তিনি কোন বিশেষ ব্যক্তিকে ইঙ্গিত করে সংবাদটি শেয়ার দেননি।

এদিকে দুলাল মিজি ওরফে টিপু দুলাল সংবাদটি তাকে উদ্দেশ্য করে দেয়া হয়েছে এমন দাবি করে গণমাধ্যমকর্মী আবুল হোসেনের মুঠোফোনে দু'টি নাম্বার থেকে ফোন করে প্রথমে অকথ্য ভাষায় গালিগালাজ করেন। একপর্যায়ে তিনি ভয়-ভীতি প্রদর্শন ও হত্যা করে লাশ ঘুম করার হুমকি দেন।পরে রবিবার  (৩ আগস্ট ) রাতে নিজের জীবনের নিরাপত্তা চেয়ে থানায় একটি সাধারণ ডায়েরি করেন ভুক্তভোগী সাংবাদিক।

এঘটনায় ভুক্তভোগী সাংবাদিক আবুল হোসেন বলেন, আমি মূলত কোনো ব্যক্তিকে ইঙ্গিত করে সংবাদটি শেয়ার দেইনি। দুলাল মিজি ওরফে টিপু দুলাল নামের ওই ব্যক্তি মনে করেছে তাকে নিয়ে এ শেয়ার দেয়া হয়েছে।গত রবিবার  (৩ আগস্ট ) রাত ০৮.২০ মিনিটের দিকে আমি সিদ্ধিরগঞ্জ থানাধীন মৌচাক বুকস গার্ডেনে আমার বন্ধুর বাসায় অবস্থান কালে উনি আমাকে ফোন দিয়ে অকথ্য ভাষায় গালিগালাজ করেন এবং হত্যা করে লাশ গুম করার হুমকি দেন। আমি এই ঘটনার পর থেকে নিরাপত্তাহীনতায় ভুগছি। আমি তার বিচার দাবি করছি।

 এ বিষয়ে সিদ্ধিরগঞ্জ থানার অফিসার ইনচার্জ মোহাম্মদ শাহীনুর আলম বলেন, প্রাণনাশের হুমকি দেয়া হয়েছে- এমন উল্লেখ করে থানায় একটি সাধারণ ডায়েরি করেছেন ভুক্তভোগী সাংবাদিক। এ বিষয়ে পরবর্তী ব্যবস্থা নেয়া হবে।

logo

সম্পাদক ও প্রকাশকঃ জাহিদুল ইসলাম